আমি আকাশ দেখেছি সুনীল আকাশ
মেঘ ভেসে ভেসে যাওয়া,
আমি পাহাড় দেখেছি সবুজ শ্যামল
ঠান্ডা হিমেল হাওয়া।
আমি দেখেছি নদীকে বয়ে চলেছে
সে পাথরের বুক চিরে,
তাকিয়ে ছিলাম, উহু সে
ক্ষনিক চাইলোনা পিছু ফিরে।
কত বুনো ফুল ফুটে আছে দেখি
ঝোপে ঝাড়ে বনে বনে,
তখনোও তোমার আসার আশায়
পল গুনি মনে মনে।
পাইনের বনে ছুটে চলা সেই
ঘোড়ার খুরের ধ্বনি,

কে জানে কোথায় ছুটে গেল তারা
মনে রেখো তুমি কিন্ত তখনো আসোনি !
***
ছবিগুলো ভুটানে আমার ক্যামেরা আর মোবাইলে তোলা।