হয়ত পারবো অথবা পারবো না । চেষ্টা কেন করবো না ?
লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল সবুজের প্রিয় বাংলাদেশটাকে চিনিয়ে দেয়ার চেষ্টা করি। গুগল পেইজে এমন ছবি - চিনিয়ে দিতে পারবে জগতকে আপনার আমার জন্মভুমিকে
গুগল এত স্বল্প সময়ের নোটিশে বিজয় দিবস উপলক্ষে তাদের ডুডলে বিজয় দিবসের লোগো দিতে পারবে না মনে হয় । তাদের আগামি কয়েকমাসের প্রগ্রাম নির্ধারিত হয়ে আছে । ইতিমধ্যে প্রাপ্ত আমাদের মেইল সমুহ গুগল যথেষ্ঠ গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমাদের আছে গৌরবময় ইতিহাস।
আমাদের ভাষা দিবস, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে
আমাদের স্বাধীনতা দিবস
এবং বিজয় দিবস।
আমরা যদি এখন থেকেই এ তিনটি দিবসের কথা গুগলকে জানিয়ে মেিল করি , তবে আশাকরা যায় আগামি ভাষা দিবস , স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে এটা হয়ত করা সম্ভব হবে। তাই এখনই সময় আমাদের ওনাদের মেইল করা। টার্গেট ২০১২ এর এই তিনটি দিবস । আসুন ঝাপিয়ে পরি আমাদের দেশকে পরিচিত করার যুদ্ধে। এটাই হোক এই বিজয় দিবসে আমাদের সামান্য প্রত্যয় ।
অনেক দেশের মানুষ এখনো আমাদের দেশটাকে জানে না। আমি নিজে অনেক বিদেশীকে বলেছি , আমরা ইন্ডিয়ার পাশের দেশ। আমরা কেন ইন্ডিয়ার পাশের দেশ হিসেবে পরিচিত হবো ? এমন ভাবে পরিচিত হতে আর ভালো লাগে না। আমাদের স্বাধীনতার ইতিহাস যে কোন দেশের চেয়ে সমৃদ্ধ । কোন জাতি স্বাধীনতার জন্য এত রক্ত দেন নি । বিশ্ববাসী বাংলাদেশকে জানুক এক নামে। এক সংগ্রামী জাতি হিসেবে ।
যা করতে হবে :
এখানে একটি নমুনা দিলাম, এটি বিজয় দিবসের জন্য। এমনি করে তিনটি দিবসকে নিয়ে আলাদা আলাদা বা একই মেইলে মেইল দেয়া যায়। হুবুহু এটা না লিখে কিছুটা পাল্টে দিবেন । নইলে গুগল এটা স্প্যাম হিসেবে দেখতে পারে । এই দেশের জন্য লাখো মানুষ জীবন দিয়েছেন। আমরা অবশ্যই এটুকু কষ্ট করতে পারবো।
Send Email to: [email protected]
To
Google Doodle Team
Subject: Request Google Doodle for 16 December - Victory Day of Bangladesh
Dear Sir / Madam,
Please give a Doodle for 16 December - Victory Day of Bangladesh.
Thanks
Your Name
আসুন আমরা দল মত নির্বিশেষে চেষ্টা করি
ব্লগার নষ্টকবি এই বিষয়টা আমার নজরে আনেন। উপরের ছবিটা নিয়েছি এই পোষ্টের ৪১ নং মন্তব্যকারী ব্লগার উণ্মাদ তন্ময় এর মন্তব্য থেকে । নিচের ছবিটা ফেইস বুকের সালমা মাহাবুবের পোষ্ট থেকে । ধন্যবাদ সবাইকে ।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১২