
আপনি এখন মোবাইল দিয়েই সামুর পোষ্ট দিতে পারেন। মন্তব্য ও মন্তব্যের জবাবও দিতে পারবেন। পিসি / ল্যাপটপের মতই। আগে এমন পারা যেত কিনা আমি জানিনা। তবে মন্তব্য করা যেত , এটা জানতাম। ব্লগার চর্যাপদ মোবাইল দিয়ে একটি পোষ্ট দিয়ে আমাকে অবহিত করেন এ বিষয়ে। আমার দেখা মোবাইল দিয়ে দেয়া প্রথম পোষ্ট এটাই। তিনি মন্তব্যের জবাবও দিয়েছেন মোবাইল দিয়ে। এটা প্রথম পাতায় দেননি উনি।
যেভাবে পোষ্ট,মন্তব্য ও জবাব দিবেন
বাংলায় লেখা যায় এমন একটি মোবাইল সেট প্রয়োজন হবে। নোকিয়া ৩১১০ ক্লাসিক বা ২৭০০ ক্লাসিক দিয়ে হবে।
সামহোয়ারইন ব্লগে গিয়ে প্রথমে ফুল ভার্সন এ ক্লিক করে নিন
এরপর লগইন করুন
নতুন ব্লগ লিখুন
শিরোনাম দিন
বিষয়বস্তু লিখুন এবং ব্লগে প্রকাশ করুন

মোবাইলে কোন ব্রাউজার ব্যবহার করবেন ?
নকিয়ার এই মডেল দুটায় অপেরামিনি দেয়াই আছে। ওটা দিয়েই সব কিছু করা যাবে।
তবে আমি মোবাইল ব্রাউজার হিসেবে UC Browser ব্যাবহার করি । এটা অনেক ফাস্ট। মোবাইলে সার্স দিয়ে সেটের মডেল অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। অথবা এখান থেকে পিসিতে নামিয়ে মোবাইলে নিয়ে নিতে পারেন Click This Link । এটার সুবিধা হলো, অপেরা মিনিতে টেক্সট লিখে ওকে করে তারপর সেন্ড করতে হয়। কিন্তু এই ব্রাউজারটায় টেক্সট লিখে সরাসরি সেন্ড। এটায় কপি করা যায়,ডাউনলোড খুব সহজ। ব্যাবহার করলেই এর সুবিধাটা বুঝতে পারবেন সবাই

অ:ক: ইহা একটি বিনা মুল্যের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের জন্য সামহোয়ারইন ব্লগ , নকিয়া বা ইউসি ব্রাউজারের কেউ কোন অর্থ আমাকে প্রদান করিবে না
