আমার আগের নোটিশ বোর্ডটি মন্তব্যের ভাড়ে অনেক ভাড়ি হয়ে যাওয়ায়, অনেক ব্লগারের অনুরোধের প্রেক্ষিতে নোটিশ বোর্ড নং- ২ টানালাম

যত ধরনের শুভেচ্ছা , শুভ সকাল-দুপুর-বিকাল-রাত্রি ,আমার উপর নিক্ষিপ্ত গালি, কাউকে পিপড়া বা মশা কামরে দিল কিনা , হালকা লেখা- ভারি লেখা, জন্ম-মৃত্যু-বিয়ে , আপনার ভালো লাগা-খারাপ লাগা , "অ" লেখা হতে শুরু করে নোবেল প্রাইজ মানের লেখা , বাসার ড্রইং রুম ভ্রমন হতে - মঙ্গল গ্রহ ভ্রমন। সব কিছু জানান আমাকে- এখানে। আমি জানতে চাই আপনাকে। ভাবুন-আমি আপনারই অতি কাছের একজন

দোয়া করুন আমার জন্য- আমার মনটা যেন থাকে চির সবুজ।

হাসি বজায় রাখুন,সুখি হোন,স্বপ্নকে বাস্তব করুন

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৫