নিজের চিকিৎসা ও মেয়ে প্লয় কে দেখার জন্য।
গতবার মেয়ে বল্ল - বাবা চল পাতায়া।
পাতায়া থাকব,সাথে নং নুচ গার্ডেন,মিনি সিয়াম ও দেখাব।
মেয়ের কল্যানে গেলাম।
মেয়ে টিকেট কাটলো, মুখে রহস্যময় হাসি

মেয়ের বান্ধবী উইনার মুখেও হাসি

নিয়ে গেলো- "আল কায়জা" সো দেখতে।
পারফরমাদের পোশাক দেখে মাথা ঘুড়াচ্ছে আমার।
মেয়ে আমার হাতে চাপ দিচ্ছে - বাবা কুল কুল, তোমার মেয়ে , তোমাকে কোন খারাপ জায়গায় আনে নি।ওদের পারফর্ম করা দেখ


দেখছি আর অবিভুত হচ্ছি।

কত নিখুত ষ্টেপিং।

একসাথে মেয়ে গুলো নাচছে।সবার ষ্টেপিং এক।

অভিনয়,গান ,নাচ দেখতে দেখতে কখন যে ২ ঘন্টা চলে গেল বুঝতে পারিনি।

দেশ বিদেশ এ অনেক নাচ দেখেছি।কিন্তু এত নিখুত নাচ , অভিনয় আমি দেখিনি।

অনুষ্ঠানের পর পারফরমারদের সাথে ফটো তোলার ভীর।
সব বিভিন্ন দেশি পর্যটক।কি সুন্দর এক একটা মেয়ে।

আমার হাত ধরা মেয়ে বল্লো - বাবা ওরা কিন্তু মেয়ে না

শুনে আমি ভিমড়ি খেলাম। মুখ হা হয়ে গেল আমার।
ওরা হিজরা।

কত ভাল ভাবে ওদের কে ব্যবহার করছে সরকার।
রোজ কয়েক লাখ ডলার আয় করছে ওরা।
আর আমরা? হিজরাদের কি ভাবে দেখছি ?
আমার মেয়ে প্লয় , আর ওর বান্ধবী উইনা।

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৫