==================
পিঁপড়ার দল শীতের জন্য খাবার জমিয়ে রাখে। এক শীতের সকালে এক ঘাসফড়িঙ তার থেকে কিছু খাবার চাইল।
"কেন?" জানতে চাইল পিঁপড়া, "সারাদিন গান বাজনা না করে তুমিও আমার মত শীতের জন্য খাবার জমিয়ে রাখতে পারনি?"
"জমিয়েছিলাম" ঘাসফড়িঙ জবাব দিল, "আমিও শীতের জন্য খাবার জমিয়েছিলাম। কিন্তু তোমরা একদিন জোর করে ঘরে ঢুকে সেই খাবার নিজেদের জন্য নিয়ে গিয়েছিলে!!!"
মূল গল্পঃ The Grasshopper and The Ant
লেখকঃ Ambrose Bierce
অনুবাদঃ আমি তুমি আমরা
পতিপ্রেমী বিধবার গল্প
==================
কারণ ক্যাপ্টেন আমেরিকা পটল তুলেছেন
এক বিধবা স্বামীর কবরের পাশে বসে কাঁদছিলেন। এক ভদ্রলোক তার পাশে বস্লেন। মৃদু কন্ঠে বললেন, "আমি আম্পনাকে ভালবাসি, সারাজীবন আপনাকে পাওয়ার স্বপ্ন দেখেছি।"
"হারামজাদা" চিৎকার করে উঠল স্ত্রীটি, "এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হ। এখন কি আমার প্রেম ভালবাসার কথা শোনার সময়?"
"বিশ্বাস করুন, আপনার এই দুঃখের দিনে আপনাকে এসব বলে একদম বিরক্ত করতে চাইনি।" লোকটা যথাসম্ভব ভদ্রভাবে বোঝাতে চেষ্টা করল, "কিন্তু আপনার ওই সুন্দর মুখটা দেখে আমি কোনভাবেই নিজেকে ধরে রাখতে পারছি না।"
"তাহলে যেদিন কাঁদব না সেদিন এসে একবার এই মুখটা দেখে যাবেন" কাদতে কাঁদতে জবাব দিলেন বিধবা।
মূল গল্পঃ The Devoted Widow
লেখকঃ Ambrose Bierce
অনুবাদঃ আমি তুমি আমরা
খরগোশ ও কচ্ছপের গল্প-১
==================
খরগোশ এক কচ্ছপকে "ধীর" বলে উপহাস করেছিল, তাই শুনে কচ্ছপটা খরগোশকে দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানাল। শিয়ালকে দুজনেই বিচারক বলে মেনে নিল, দৌড়ে আগে যে শিয়ালের কাছে পৌছাবে সে-ই বিজয়ী হবে।
দৌড় শুরু হল। খরগোশ প্রচন্ড গতিতে ছুটতে শুরু করল।কচ্ছপ ধীরে ধীরে এগুতে শুরু করল, প্রতিদ্বন্দ্বীর মত নিমিষেই নিজের সব শক্তি খরচ করার কোন ইচ্ছা বা পরিকল্পনা তার নেই। অল্প কিছুদূর এগোনোর পর কচ্ছপ আবিষ্কার করল রাস্তার পাশে খরগোশ বেঘোরে ঘুমোচ্ছে। তাই দেখে কচ্ছপ সর্বোচ্চ গতিত্তে এগোতে শুরু করল। জয়ের এই সুযোগ কোনভাবেই সে হাতছাড়া করতে রাজি নয়।
অনেক সংগ্রামের পর অবশেষের কচ্ছপ লক্ষ্যে পৌছাল।প্রচন্ড পরিশ্রম আর ক্লান্তিতে সে বিধ্বস্ত, তবুও শিয়ালের দিকে চেয়ে সে নিজের বিজয়ী ঘোষণা করল।
"উহু" শিয়াল তাকে বাঁধা দিল, " খরগোশ অনেক আগেই তার দৌড় শেষ করেছে, এরপর সে আবার ফেরত গেছে পথে তোমাকে উৎসাহ দেয়ার জন্য!!!"
মূল গল্পঃ The Hare and The Tortoise
লেখকঃ Ambrose Bierce
অনুবাদঃ আমি তুমি আমরা
খরগোশ ও কচ্ছপের গল্প-২
==================
অনেকদিন আগে দুজন লেখক ছিল। প্রথমজন ছিল মেধাবী আর সৃষ্টিশীল, কিন্তু অলস। দ্বিতীয়জন ছিলেন মারাত্মক পরিশ্রমী, কিন্তু স্বভাবসুলভ সৃষ্টিশীলতা তার ছিল না। দুজনেরই লক্ষ্য ছিল লেখক হিসেবে সাফল্যের চূড়ায় ওঠা।
মৃত্যুর আগ পর্যন্ত প্রথম লেখক মাত্র দুটো কিংবা তিনটি গল্প আর কবিতার বই শেষ করে যেতে পেরেছিলেন, সেগুলো সত্তরটি ভাষায় অনূদিত হয়েছিল।
দ্বিতীয় লেখক তার নিজ দেশের পরিসংখ্যান ব্যুরো দ্বারা সম্মানিত হয়েছিলেন ষোল খন্ডের বিশ্বকোষ সংকলনের জন্য, বিষয় ছিলঃ কুকুর!
মূল গল্পঃ The Hare and The Tortoise
লেখকঃ Ambrose Bierce
অনুবাদঃ আমি তুমি আমরা
___________________
আমার লেখা আরও কিছু গল্পঃ
==================
গল্পঃ যে কারণে ভালবাসি বলা হয় না
গল্পঃ ভালবাসার বৃষ্টি
গল্পঃ কুয়াশায় ঢাকা গল্প যত
গল্পঃ প্রিয়তমা, তোমার জন্য... ...
গল্পঃ তোমার বসন্ত দিনে ... ...
গল্পঃ তামাশা
গল্পঃ অতিথি
আমার লেখা সব ভৌতিক গল্প পড়ার জন্য ক্লিকান এখানে
কাহলিল জিবরানের গল্প পড়ার জন্য ক্লিকান এখানে
মার্কিন সাহিত্যের সেরা সব গল্প পড়ার জন্য ক্লিকান এখানে