বহুদিন আগে শাওয়াকিস রাজ্যে এক রাজকুমার বাস করতেন। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই তাকে ভালবাসত। এমনকি বনের পশুপাখিরাও রাজকুমারের প্রতি নিজেদের ভালবাসা জানাতে মাঝে মাঝে তার দরবারে এসে উপস্থিত হত।
কিন্তু সবাই বলত, তার স্ত্রী, রাজ্যের রানী তাকে একদম ভালবাসত না। বরং রানী তাকে ঘৃণা করত।
একদিন পাশের রাজ্যের রানী এলেন শাওয়াকিসের রানীর প্রাসাদে বেড়াতে। দুই রানী একসাথে খাওয়াদাওয়ার আমি তুমি আমরা পর গল্পগুজবে মেতে উঠলেন। স্বাভাবিকভাবেই একসময় আলোচনা মোড় নিল নিজেদের স্বামীর মধ্যে তুলনায়।
শাওয়াকিসের রানী বললেন, তোমাদের সুখ দেখে আমার ঈর্ষা হয়। বিয়ের এত বছর পরও তোমাদের মাঝে কি ভালবাসা! আর আমাকে দেখ। কি কপাল আমার! নিজের আপন মানুষটাকেও আপন করে পেলাম না। তাকে ভাগ করে নিতে হচ্ছে রাজ্যের সবার সাথে। আমি লোকটাকে ঘৃণা করি।
নীরবে তার কথাগুলো শুনলেন পাশের রাজ্যের রানী। মুচকি হেসে জবাব দিলেন, বন্ধু, সত্যি বলতে স্বামীকে তুমি প্রচণ্ড ভালবাস।যদি নিজে এখনো সেটা বুঝতে পারনি। আর তাইতো স্বামীকে আর কারো সাথে ভাগ করে নিতে চাও না। একান্তই নিজের করে পেতে চাও।
আর আমাকে দেখ। আমাকে তো তোমার করুণা করা উচিত।আমি আর আমার স্বামী- পরস্পরকে আমরা শুধু নীরবে সহ্য করি।আর তাকেই তোমরা সবাই ভালবাসা ভেবে ভুল কর।
♣♣♣♣YESTERDAY, TODAY AND TOMORROW♣♣♣♣
বন্ধুকে বললাম, দেখেছিস, ও লোকটার কাঁধে মাথা রেখেছে। গতকাল ওর মাথা আমার কাঁধে ছিল।
বন্ধু বলল, আগামীকাল সে আমার কাঁধে মাথা রাখবে।
বন্ধুকে বললাম, দেখ না, কিভাবে ও লোকটার পাশ ঘেঁষে বসে আছে। গতকাল ও এভাবেই আমার পাশে বসে ছিল।
বন্ধু জবাব দিল, আগামীকাল ও আমার পাশে বসবে।
আমি বললাম, দুজন এক গ্লাসে ওয়াইন খাচ্ছে। গতকাল ও আমার সাথে এক গ্লাস থেকে ওয়াইন খেত।
বন্ধু বলল, আর আগামীকাল আমার গ্লাস থেকে।
এবার বন্ধুকে বললাম, কেমন প্রেমময় চোখে ও লোকটাকে দেখছে।গতকাল ও আমার দিকে এভাবেই চেয়ে ছিল।
বন্ধু বলল, আগামীকাল এই প্রেমময় চাহনি থাকবে আমার দিকে।
ওর ঠোঁটের দিকে ইঙ্গিত করে বললাম, দেখ না, কিভাবে লোকটাকে ও ভালবাসার গান শোনাচ্ছে।আমি তুমি আমরা ঠিক এই গানটাই ও শুনিয়েছিল আমাকে।
বন্ধু বলল, আর আগামীকাল এই গান শুনব আমি।
-দেখ, দেখ, কিভাবে ও লোকটাকে ভালবেসে জড়িয়ে নিচ্ছে। মাত্র গতকালই ও এভাবে আমাকে জড়িয়ে ধরেছিল।
-আগামীকাল ও আমাকে এভাবে জড়িয়ে রাখবে।
আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, কি অদ্ভুত মহিলা।
কিন্তু বন্ধু জবাব দিল, মেয়েটি ঠিক আমাদের জীবনের মত, ওকে প্রত্যেক পুরুষ পায়। ও ঠিক মৃত্যুর মত, প্রত্যেক পুরুষকে জয় করে নেয়।ও মহাকালের মত, প্রত্যেক পুরুষকে জড়িয়ে রাখে।
♣♣♣♣THE GOLDEN BELT♣♣♣♣
সালামী শহরে যাওয়ার পথে দুই পথিকের দেখা হল।পরস্পর কুশল বিনিময় করে তারা একসাথে সালামী'র পথে রওয়ানা হল।ঠিক মধ্য দুপুরে তারা এক প্রশস্ত নদীর পাড়ে এসে উপস্থিত হল। নদী পারাপারের জন্য সেখানে কোন সেতু ছিল না।সাঁতরে নদী পার হওয়া ছাড়া তাদের সামনে আর কোন পথ নেই-কেননা বিকল্প কোন পথ তাদের জানা নেই।
প্রথম জন বলল, নদীটা তেমন প্রশস্ত না। চল, আমরা সাঁতরে পার হয়ে যাই।এই বলে প্রথম জন নদীর বুকে ঝাঁপিয়ে পড়ল। তার দেখাদেখি দ্বিতীয় পথিকও নদীতে লাফ দিল।
প্রথম পথিক তার সারা জীবন কাটিয়েছে নদীর পাড়ে। কিন্তু মাঝ নদীতে এসে হঠাৎ সে তাল হারিয়ে ফেলল, ভেসে যেতে শুরু করল প্রচণ্ড স্রোতের সাথে।
দ্বিতীয় পথিক জীবনে কখনো পানিতে নামেনি। অথচ সে সহজেই সাঁতরে পার হয়ে গেল। পাড়ে উঠে দেখল প্রথম পথিক ভেসে যাচ্ছে স্রোতের তোড়ে।
সহযাত্রীকে বাঁচানোর জন্য বিন্দুমাত্র দেরি না করে সে ঝাঁপিয়ে পরল নদীর বুকে।
একটু পর দুজনেই পাড়ে উঠে এলো। প্রথম পথিক বলল, তুমি যে বললে জীবনে কখনো পানিতে নামোনি। তাহলে নদী পার হলে কিভাবে? আমিতো নদী পাড়ের মানুষ হয়েও পারলাম না।
শুনে দ্বিতীয় পথিক জবাব দিল, বন্ধু তুমি কি আমার কোমরে বেল্টের সাথে আটকে থাকা এই থলেটাকে দেখতে পাচ্ছ? এই থলেটা সোনায় ভর্তি- এই সোনা আমার সারা জীবনের কামাই। এই সোনা আমি কামিয়েছি আমার স্ত্রী-পুত্র-কন্যা'র জন্য।এই সোনাভর্তি বেল্টই আমি তুমি আমরা আমাকে নদী পার করিয়েছে যাতে আমি নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারি।আজ শুধু আমি নদী পার হইনি, সাথে আমার কাঁধে বসে আমার পরিবারও এই নদী পার হয়েছে।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪