আজকে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৩-২০১৪ সালের ভর্তি পরীক্ষা। নয় হাজারের কিছু বেশী পরিক্ষার্থীদের মধ্য থেকে যে এক হাজার বাচ্চাকাচ্চা শেষ হাসি হাসবে এই লেখাটা তাদের জন্য।
বুয়েটে পড়তে এসে খেলাম শুধু বাঁশ
বাঁশ খেয়ে কেটে গেল আমার বারো মাস।
খাতায় শুধু পেয়ে গেলাম বড় বড় আন্ডা
বাঁশ আর আন্ডা খেয়ে হলাম কুংফু পান্ডা।
বড় ভাই জীবনে হয়ে এলেন shifu
বানালেন মোরে buet warrior, সাথে বিশাল বপু।
তারপর থেকে দিনগুলো মোর যাচ্ছিল হেসেখেলে
দিনে-রাতে শুধু ফাইট দেই আর star এ যাই ক্ষুধা পেলে।
ক্লাসে গেলেও কাটতে চায় না ঘুমের আবেশ
ব্লগিং আর ফেসবুকিং-এ দিনগুলো মোর শেষ।
ব্লগ-ঘুম-ফেবু-star-ফাইট করছি এসব টাইপ
এসব নিয়েই তৈরী হল আমার furious five.
এরাই জীবনে নিয়ে এল নতুন রং
তাই দিয়ে হারিয়ে দিলাম বাঁশ নামের তাইলং।
হাতে এল awesomeness এর আজব হাতিয়ার
তাই দিয়ে কাটিয়ে দিলাম CG-র আঁধিয়ার।
এরই মাঝে admission test দিয়ে গেল উকি
মনে হল ব্লগে আমার পান্ডা কাহিনী লিখি।
সাথে সাথে বসে গেলাম গল্প টাইপ করতে
দোস্ত কয়, কি লিখলা মামা? It’s awesome পড়তে।
==========================================
*ফাইট= বুয়েটে "ফাইট" শব্দটা ব্যাপক হারে ব্যবহৃত হয়। পরীক্ষার আগে ছেলেপেলে যখন একসাথে পড়ে তাকে বলে "গ্রুপ ফাইট"। রাত জেগে কেউ প্রেমিকার সাথে ফোনে কথা বললে তার নাম "ফোন ফাইট"। একইভাবে "মুভি ফাইট", "সিরিয়াল ফাইট"... বুয়েটে এরকম ফাইট আর ফাইটারের কোন শেষ নাই। ওহহো আসলদের কথা তো বলিই নি। বুয়েটে যাদের সিজি ভাল এবং টিচার হওয়ার সম্ভাবনা আছে তাদের নাম "টিচার ফাইটার
**বছরখানেক আগে ডিপার্টম্যান্টের ফেস্টভাল উপলক্ষে প্রকাশিত সুভেনিয়রের জন্য লেখা। সামান্য একটু এডিট করে এখানে দিলাম।
===============================================
বুয়েট নিয়ে আরো কিছু মজার ঘটনাঃ
বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা
বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প
পৈশাচিক প্রতিশোধ
বুয়েটের Kung fu Panda
একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প