অ্যাকুরিয়াম না থাকলেও চলবেনে ,, শুধু ক্যামেরা থাকলিই হবেনে ..।



মনে কল্লিউ কিছু কত্তি পাইরবোনানে আইজ এইরাম করেই কবো ...
না থাক ভাল করেই বলি

এধরনের মাছের ছবি তোলার সখ অনেকেরই থাকে ,, আমারো বেশ ভালই লাগে এমন ছবি তুলতে ...। কিন্তু এই ছবি তোলা খুব সহজ মনে হলেও ততটা সহজ সম্ভবত না ....

কারণ অনেক গুলোই আছে .. যেমন ধরুন বাইরের কাঁচের আবরণ .। এটা কিন্তু আপনার ফটোগ্রাফির অন্যতম প্রতিবন্ধক ...।
যায় হোক এই পোস্টে আসলে কিছু করনীয় ও করনীয় না এমন বিষয় নিয়ে আলোচনা হবে

তাহলে দেরি কেন শুরু করা যাক.....


# RAW format এ ছবি তুলুন : RAW format এ ছবি কেন তুলবেন সেটা হয়তো বলে দেওয়া লাগবে না । তবুও বলি .. ছবির মান নষ্ট না করে বা খুবই সামান্য নষ্ট করে সর্বোচ্চ মানের এডিটিং করার জন্য এই ফরম্যাট এড় কোন বিকল্প নেই

# ফ্লাস ইউজ করা যাবে না : কিছু প্রাণী আলো জিনিসটা খুব একটা পছন্দ করে না .. সামুদ্রিক প্রাণীর সংখ্যাই সম্ভবত এর ভেতরে বেশি ...। তাই আপনি যদি অ্যাকুরিয়ামের মাছের ছবি ভাল ভাবে তুলতে চান তবে ন্যাচারল বা ঘরের বাতির আলোতে তোলাই ভালো ....।
# আইএসও ISO বেশি দিয়ে তুলবেন : অ্যাকুরিয়ামে সাধারণত আলো কম থাকে তাই ভাল ছবি পেতে আইএসও ৮০০ ইউজ করলে ভাল হয় তবে ৪০০ তেও ছবি তুলে দেখতে পারেন ..।
# স্লো শাটার স্পিড ইউজ করবেন : যেহেতু অ্যাকুরিয়ামের মাছ একটু ছটফটে হয় ... কি আর করবে ওদের কষ্ট তো আর আপনারা বুঝবেন না ,,, মানুষের কষ্টই বোঝেন না আর ওরা তো মাছ



# অ্যাপারচার ভ্যালু : f/1.8 , f/2.8 , f/4 , f/5.6 এই ন্যারো ডিওএফ এর অ্যাপারচার ভ্যালু ইউজ করতে পারেন ..। কারণ আপনার ছবিতে সাবজেক্টকে ফোকাসের আওতায় ভাল ভাবে রাখলে ছবি সুন্দর দেখাবে ..।
# ফোকাল লেন্থ : এটা আপনার পছন্দ ও সুবিধা এবং লেন্সের ক্ষমতা অনুযায়ী সেট করলেই হবে

# অপেক্ষা করতে থাকুন সঠিক সময়ের : সামুদ্রিক প্রাণী সাধারনত ঘোরে চারদিকে বা যেদিকে যায় তার অপোজিট প্রান্তে আবার ঘুরে আসে .। তাই অপেক্ষা করতে থাকুন তার একটা সুন্দর টার্নের জন্য ..। এবং উঠিয়ে ফেলুন মাছটির সুন্দর ছবি .....
# ভূল করবেন না : মাছের বা অ্যাকুরিয়ামের অন্যান্য জলজ প্রাণির ছবি তুলতে গিয়ে ভুলেও ভাল ছবির আশায় যেন ক্যামেরাটা পানির ভেতরে ডুবিয়ে দিয়েন না ...




এবার আসেন সুমন্টোগ্রাফির নতুন এক্সপেরিমেন্ট দেখি .।
সুমন্টোগ্রাফির স্বত্বাধিকারী © আর.এইচ.সুমন এবার স্মোক ফটোগ্রাফির উপর ছোট খাটো এক্সপেরিমেন্ট করেছে ...একটা দেখুন কেমন হয়েছে ....
{ বিঃদ্রঃ- এটা আর.এইচ.সুমনের ফেসবুক ফটোগ্রাফি ফ্যান পেজ ..আপনারা চাইলে একটা লাইক মারতে পারেন
