এই পর্ব না পড়লে আজকের পর্ব কাজে আসবে ,, তবে অল্প

গত পর্বে অ্যাকশন ফ্রিজ বা গতিশীল সাবজেক্ট এর স্টিল ফোটো তোলার বিষয়ে কিছু কথা বলেছিলাম


অ্যাকশন ফ্রিজ ফটোগ্রাফির জন্য আইএসও ১০০/২০০ বা ৪০০ যায় সিলেক্ট করেন তার জন্য কিছু আলাদা আলাদা অ্যাপারচার ভেদে শাটার স্পিড ও আলাদা আলাদা ফলো করলে ভাল হয় ..... যেমন ধরুন ----
আইএসও (ISO) ১০০ এর জন্য শাটার স্পীড ও অ্যাপারচার :
f/4 for 1/1600s.
f/5.6 for 1/800s.
f/8 for 1/400s.
f/11 for 1/200s.
f/16 for 1/100s.
আবার এটা আইএসও ২০০ বা ৪০০ এর ক্ষেত্রে শুধু মাত্র শাটার স্পিড ডাবল হতে থাকবে

যেমন --
f/4 for 1/3200s.
f/5.6 for 1/1600s.
f/8 for 1/ 800s.
f/11 for 1/400s.
f/16 for 1/200s.
এভাবে আইএসও ৪০০ এর ক্ষেত্রে কি হবে তা বুঝতে পারছেন

আর এই হিসেবে আপনি আইএসও ৮০০ দিলেও সেই ক্ষেত্রে আপনাকে শাটার স্পিড ঐ হিসেব অনুযায়ী বসাতে হবে

আর একটা কথা আইএসও যত কম হয় ছবিতে নয়েজ বা গ্রেইন না কি যেন বলে ঐ গুলো কম হয় ,, ফলে ছবির মান ভাল থাকে

(অ্যাকশন ফ্রিজের কাহিনী শেষ)...............।
উপরের শেষ কথা অনুযায়ী আইএসও (ISO) ১০০ বা ২০০ হচ্ছে সব থেকে ভাল ..।
তাই এবার আমরা আইএসও ১০০ তে ছবি তোলার সময় সঠিক এক্সপোজার পাওয়ার জন্য অ্যাপারচার অনুযায়ী শাটার স্পিডের ধরন দেখবো

f/4 for 1/500s.
f/5.6 for 1/250s.
f/8 for 1/ 125s.
f/11 for 1/60s.
f/16 for 1/30s.
f/22 for 1/15s.
আজ এই পর্যন্তই


সে পর্যন্ত সবাই ভালো থাকুন

এইটা সুমন'স ফটোগ্রাফি / ফেসবুক ফ্যান পেজ


বর্তমানে ইউজলেস মনে হলেও ভবিষ্যতে এটা বেশ দামী ও হয়ে যেতে পারে


জানেন তো " ক্ষুদ্র বলে কোন জিনিস অবহেলা করতে নেই

ভাল থাকুন সুস্থ থাকুন

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১১ রাত ৩:২০