----------------------------------------------------------------------------------
কাজের খবরঃ কাস্টমার ডেটা এনালিষ্ট (বেতনঃ 250 ইউ এস ডলার, দৈনিক ৪ ঘন্টা)
পদের নামঃ Customer Data Analyst (CDA)
কাজের ধরনঃ আনেকটা ডাটা এন্ট্রি ধরনের কিন্তু ডাটা এন্ট্রি না। তবে আপনাকে বিভিন্ন ধরনের ডাটা নিয়েই কাজ করতে হবে।
প্রতিষ্ঠানের নামঃ AFX Capital Markets Limited
পদের সংখাঃ ২০
---------------------------------------------------------------------------------
অনেকের মত আমিও এইখানে Apply করেছি এবং CV Send করেছি। এপ্লাই করার ১/২ দিনের মাথায় মেইল আসলো একটা লিষ্টসহ সেখান রায়হান উল্লেখ করে ১৫০+ দরখাস্ত পরেছে এবং সেখান থেকে সে ৫০ জনকে বাছাই করে AFX Capital Markets Limited কর্তৃপক্ষের নিকট প্রেরন করবে। কর্তৃপক্ষ ৫০ জনের মাঝখান থেকে ২০ জনকে ফাইনাল সিলেক্ট করবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩০ ডলার পেপালের মাধ্যমে উক্ত কোম্পানীকে প্রদান করতে হবে!! এবং কিভাবে পেপালের মাধ্যমে পে করতে হবে তার প্রক্রিয়া্ও সে মেইল করে সবাইকে জানায় (প্রথমেই সন্দেহ হয়েছিল কারন সে প্রত্যেকটা মেইল CC না করে BCC করে পাঠাত, কয়জনের কাছে এবং কারকার কাছে মেইল গুলো গেল তা যেন না বুঝা যায়। আমার মনে হয় যারা এপ্লাই করেছে প্রত্যেকের কাছেই ধারাবাহিকভাবে এই প্রতারক মেইল করেছে যে আপনি ৫০ জনের মধ্যে সিলেক্ট হয়েছেন এবং পরবর্তীতে AFX Capital Markets Limited ২০ জনের মধ্যে আপনাকে চুড়ান্ত নিয়োগ দিয়েছে। ধরেন ১৫০ জনের কাছে ও মেইল পাঠাল তার মধ্যে থেকে যদি ১০০ জন ৩০ ডলার করে পাঠায় ১০০*৩০ = ৩০০০ ডলার)। তারপর আমার স্পামবক্সে একটাই মেইল আসে নিম্নে তা তুলে ধরলামঃ
-------------------------------------------------------------------------------
Hello (আমার নাম)
Welcome to AFX Capital Markets Ltd. This is Kristina, Intl. Recruitment Manager from AFX Capital Markets Ltds.Your Application for the post of Customer Data Analyst (CDA) is received warmly. Your application is now under review and hope to get back to you with good news within short time. Till then please take a look at http://www.afxcapital.com and get more details about us.
If you are selected for recruitment, you will be informed shortly.Necessary instructions will be provided to make the whole process simple to you.
Best Regards,
Nancy A. Kristina
Intl. Recruitment Manager
AFX Capital Markets Ltd.
Do not reply this email.This is an automated generate email.
---------------------------------------------------------------------------
মেইলটি যাচাই করার জন্য আমি AFX Capital Markets Ltd. কর্তৃপক্ষ বরাবর ফরওয়ার্ড করি এবং অতি দ্রুত তারা যে রিপ্লাই দিল তা্ও তুলে ধরলামঃ
---------------------------------------------------------------------------------
Dear Mr. (আমার নাম)
Thank you for your email.
We do not have a Redwan Rayhan or Nancy Kristina working for, or authorised to, represent us in Bangladesh or in any country. We were made aware of the adverts he/she had placed on several sites on 25 July 2013, and have issued notices to those sites that this person is not authorised to act in such a way. We are not recruiting and if we were any correspondence would come from an email address ending @afxcapital.com.
We have also sent an email to Redwan Rayhan requesting he ceases and desists from such actions in the future.
Please do not send any money to him, and report this scam to your local police. If you are aware of his mobile number, please also seek to report this to his mobile carrier.
I am sorry we are unable to give you any further information, and we wish you success in your search for work.
Yours sincerely
---
Broccardo Paolo
Compliance Manager
AFX Capital Markets Ltd.
73 Ayias Zonis & Tirteou,
3090 Limassol, Cyprus
Tel + 357 252 62 710
Fax + 357 257 27 442
--------------------------------------------------------------------------------
সুতরাং এই প্রতারক থেকে সবাইকে সাবধান হতে হবে। এই প্রতারক সম্ভবত খুলনায় থাকে। ওর ফেসবুক আইডি: http://www.facebook.com/redwanrayhan69
পোষ্টটি সাময়িকভাবে প্রথম পাতায় ২/১ দিন রাখার জন্য মডারেটরদের অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৬