প্রিয় প্রেমিকা, :#>
তুমি জান না আমি কতটা উতলা তোমার জন্য।:#> আমার ডুয়েল কোর অন্তরে দুই গিগা বাইট র্যাম স্পিড থাকা সত্তেও তোমার গর্জিয়াস ইন্টারফেসের দিকে যখন তাকাই তখনই মাথা(CPU) হ্যাং করে।


তুমি জান না কত বখাটে(ভাইরাস) তোমাকে হ্যাক করতে চেয়েছিল কিন্তু আমি আমার লেটেস্ট আপগ্রেড শক্তি(এ্যান্টিভাইরাস) দিয়ে তাদের কে রিসাইকেল বিনে ছুরে ফেলেছি।


তোমার ডেটা ধরের রাখার ক্ষমতা অসাধারন। সেই কবে ভুল প্রোগ্রাম ইন্সটল করেছিলাম সেই কথা তুলে তুমি এখনও error ম্যাসেজ শো করো। সৃষ্টিকর্তা তোমারে কোন প্রোগ্রাম দিয়ে বানিয়েছে তিনিই জানেন!

চিঠি আর দীর্ঘায়িত করবো না। হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে। চিঠি শেষ করলাম আমার উর্বর মস্তিস্ক থেকে বের হওয়া ছড়া দিয়ে।

তুমিই আমার জান,তুমিই আমার পিসি
এতক্ষন যা বললাম সব মিছামিসি।

তুমিই আমার প্রথম, তুমিই আমার শেষ
তোমার সাথের বান্ধবিটা দেখতে কিন্তু বেশ।

তুমিই আমার আসল,তুমিই আমার চাঁদ
এর চেয়ে সুন্দরি পাইলে তুমি কিন্তু বাদ।

তুমিই আমার স্বপ্ন,তুমিই আমার আকাশ
আসলে তোমার রুপ দেখে আমি হইলাম হতাশ।

আমিই তোমার একমাত্র,আমিই তোমার রবি
এটাও জানি বয় ফ্রেন্ড বানানো তোমার হইল হবি। :-<
(দ্বিতীয় লাইনগুলো হিডেন কথা)


সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৮