ফেসবুক এখন কতটা জনপ্রিয় তা নতুন করে বলার কিছু নেই। কিছুদিন আগে আমাদের দেশে সরকার ফেসবুক নিষিদ্ধ করে দিয়েছিল। তখন ফেসবুক ব্যবহার না করতে পেরে অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। (যদিও আমি তখনও ব্যবহার করেছি)
তো এই জনপ্রিয়তাকে পুজি করে জন্ম হয়েছে ফেক প্রোফাইল। এক সমিক্ষায় দেখা গেছে নতুন প্রোফাইলের ৪০% ফেক!
তাহলে বুঝেন কত ভয়াবহ অবস্থা!
কেন ফেক প্রোফাইল তৈরি করা হয়?
*স্রেফ মজা করার জন্য।
*স্পাম করার জন্য।
*আইডি হ্যাক করার জন্যেও অনেক সময় তৈরি করা হয়।
এছাড়া কিছু মানসিক অসুস্থ মানুষ আছে যারা ফেক আইডি কেন বানায় তা নিজেরাও জানে না!
কিভাবে চিনবেন ফেসবুকের ফেক প্রোফাইল?
*যদি দেখেন আপনাকে বারাক ওবামা বা সেলেব্রেটি কেউ এড রিকুয়েস্ট করেছে। (আমাকে একবার নায়িকা পপি করেছিল)
* যদি দেখেন ছবি মাত্র একটা। আর বাকিগুলা গরু ছাগলের ছবি দিয়ে ভরা।
*যদি দেখেন গনহারে সবাইকে এড করছে যেন বড় মনের মানুষ।
*যদি দেখেন আইডি ওপেন করেছে কিছুদিন আগে কিন্তু ফ্রেন্ড সংখ্যা ৪০০০ ছাড়িয়ে গেছে।
*যদি দেখেন জন্মদিনের ডেট ০১-০১ বা ০১-১২ দিয়ে শুরু।
* যদি দেখেন প্রাইভেসি সেটিংস সবার জন্য ওপেন।
*যদি দেখেন প্রোফাইলের তথ্য দায়সারাভাবে দেয়া।
*যদি দেখেন কোন সাইটের লিঙ্ক দিয়ে সবাইকে বলছে জয়েন করতে।
*যদি দেখেন কোনদিন স্ট্যাটাস আপডেট করে না।
এছাড়া আপনার অভিজ্ঞতার অন্তর্দৃষ্টি দিয়ে সনাক্ত করেন ফেক প্রোফাইল। (আমার দুই বছরের অভিজ্ঞতা)
আপনারাও আইডিয়া শেয়ার করতে পারেন। এড করে দিব।
কর্নেল ব্লেড বলেছেন: *
যদি দেখেন হট মাইয়া মাইনসের পিক দেয়া কেউ আপনারে এড মারসে।
আসিফ মুভি পাগলা বলেছেন: একটা ফেক প্রোফাইল দেখসিলাম । মেয়ের নাম মেয়ের ছবি । কিন্তু কলেজ লেখা নটরডেম
বাংলার আগন্তুক বলেছেন: যদি কোনো মাইয়া নিক খালি প্রেমের আর একাকিত্বের স্ট্যাটাস দেয়। যেমন: একবার যদি কেউ ভালোবাসতো, আমার ন্যন দুটি জলে ভাসতো..........................
হে আমার জ্ঞাতি ভাই সকল .... তুমরা ফেক চিপায় লুল ঢালিও না ..... ফিউচারে ক্রাইছিচ হইতে পারে .... / /
লুথা বলেছেন:
যদি দেখেন যে মেয়ের ছবি কিন্তু ছবিতে ছেলের নামের প্রোফাইল ট্যাগ করা...
চলুন দেখি কিছু ফেক প্রোফাইল:
শুধু মাত্র মজার জন্য এই পোস্ট!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৭