বর্তমান সময়ে ফটোগ্রাফি চর্চা শখের বসে অনেকেই করে। শখের ফটোগ্রাফারের জন্য যেমন চাই সুন্দর একটা শট তেমন ফটো এডিটিং এর জন্য চাই খুব ভাল কিন্তু সহজে ব্যবহার যোগ্য একটা সফটওয়্যার। আর এমন চাহিদা মেটাতে পারে ImageElements Photo Suite নামের এই অসাধারন সফটওয়্যারটি।

ImageElements Photo Suite যা যা পাবেনঃ
1. ImageElements Photo Cropper
2. ImageElements Photo Captioner
3. ImageElements Filters
4. IE Motivational Poster Maker
5. IE Deja Vu
6. IE Picture Framer
7. IE Photomontage
8. IE BrightSpot
9. IE Feather Art
10. IE FrameOut
11. IE Kaleidoscope
মানে প্রায় ১১ রকমের এডিটিং করতে পারবেন এক সাথে!
ImageElements Photo Cropper
এই অপশনের মাধ্যমে আপনি ছবিকে কয়েক টুকরা করে ভিন্ন ভিন্নভাবে জোরা লাগাতে পারবেন।
প্রথমে ছবিটি এমন ছিল।
তিন পার্ট করার পর সাজানো হয়েছে ফ্রেমে।
ImageElements Photo Captioner
এটার মাধ্যমে ছবিতে বিভিন্ন স্টাইলে টেক্সট যুক্ত করতে পারবেন।
ImageElements Filter Utility
এর মাধ্যমে ছবিতে অসাধারন সব ইফেক্ট দিতে পারবেন।
ImageElements Motivational Poster Maker
আপনার ছবি দিয়ে আপনার পছন্দ মতো পোস্টার বানাতে পারবেন।
IE Deja Vu
এর মাধ্যমে ছবির বর্ডার,বেকগ্রাউন্ড, নির্দিষ্ট অংশ হাইলাইট করতে পারবেন।
IE Picture Framer
চমতকার সব ফ্রেমে ছবিকে আবদ্ধ করুন।
IE Photomontage
বিভিন্ন অংশ জোরা লাগিয়ে তৈরি করতে পারেন মন্টেজ ফটো।
BrightSpot
নির্দিষ্ট অংশের কালার হাইলাইট করতে পারেন এ অপশনের মাধ্যমে।
IE Feather Art
এর মাধ্যমে ছবিতে ফোকাস করে কিছু শো করতে চাইলে পারবেন।
IE FrameOut
ছবির প্রধান অংশ সিলেক্ট করে দিতে পারবেন।
Kaleidoscope
ছবিতে চোঙ্গা আকৃতি ইফেক্ট প্রয়োগ করতে পারবেন।
আরও বিস্তারিত দেখুন এখানে
ডাউনলোডঃ
ImageElements Photo Suite 1.81
সাইজ মাত্র ১২ মেগাবাইট। সাথে দেয়া ক্রেক ফাইল C:Program FilesImageElements Photo Suite এখানে কপি করে দিয়ে ফুল ভার্শন করে নিন।
আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
পুর্বে টেকটিউনসে প্রকাশিত।