১। ক্ষুদে জিনিয়াস’দের কথা
চার বছরের বাংলাদেশি আইনস্টাইন সুবর্ণ, গিনেসে বিশ্বের সবচেয়ে ক্ষুদে প্রোগ্রামার বাংলাদেশের রূপকথা, ১৩ বছরেই আস্ত একটা রোবট কোম্পানির মালিক শুভম, ৮ বছর বয়সেই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান প্রুডেন্ট গেমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবেন পাল, বাঙ্গালী এরকম আরও অনেক ক্ষুদে জিনিয়াস আছে যারা খুব অল্প বয়সেই ক্রীড়া, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির নানা শাখায় নিজেদের দক্ষ করে গড়ে তুলেছে এবং হয়েছে নন্দিত, পেয়েছে বিশ্বজোড়া খ্যাতি।
ক্ষুদে পাঠক তথা শিশু কিশোরদের উৎসাহিত করার লক্ষ্যে এই গ্রন্থে কয়েকজন অল্প বয়সী ‘জিনিয়াস’ এর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যারা বয়সে ছোট হলেও তাদের কাজকে ছোট করে দেখার কোন সুযোগই নেই।
আশা করছি গ্রন্থটি পাঠে ক্ষুদে পাঠকরা অনুপ্রাণিত হবে ।
বইটির মুল্য- ১৫০ টাকা।
২/ প্রবাসে বাংলাদেশী গুণীজন
কৃত্রিম কিডনি আবিষ্কারক ড. শুভ রায় , রিদমিক জিমন্যাস্টিকের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ২ নম্বরে অবস্থান কারী রিতা মামুন , প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা , ড. এন নীনা আহমাদ , কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান, কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা, অস্ট্রেলিয়া ডুবুরিদের প্রশিক্ষক মুসলিমা,( যিনি মাদ্রাসা থেকে ফাজিল পাস) আমাজন জঙ্গলের জংলী রানী সারা বেগম, লাইট কিক বক্সিং এ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আব্দুল আলি সহ এরকম ৪০ জন প্রবাসীর জীবন ও কর্ম নিয়ে ‘প্রবাসে বাংলাদেশী গুণীজন’ । বইটি পাঠে পাঠক নিজেদের নিয়ে গর্ব করার অনুষঙ্গ খুজে পাবেন বলে ধারনা।
বইটির মুল্য- ২৫০ টাকা।
বই দু;টি প্রকাশ করেছেন- মইনুল আহসান সাবের।
প্রকাশনায় - দিব্য প্রকাশ।
প্রচ্ছদ – ধ্রুব এষ ।
বই দু;টি পাওয়া যাচ্ছে,অমর একুশে বইমেলায়, স্টল নম্বরঃ ১৫৪,১৫৫,১৫৬ ও ১৫৭।
সামহোয়্যার ইন ব্লগের পাঠকগন আন্তরিকতা বশে আমার আবজাব লিখাকে প্রশ্রয় দিয়ে দিয়ে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আশা করছি বই দু;টিও তাঁদের সহানুভূতি পাবে। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫