৭০ এর দশকের বেল্টবটম প্যান্ট ।
পায়ের গোড়ালীর কাছে ঝুল ছিল পৌনে ২ হাত । এক হাতার সাথে আরেক পায়ের প্যাঁচ লেগে পরিধান কারীর উষ্ঠা খাওয়া ছিল নিয়মিত ঘটনা। প্যান্টের এই ঝুলের হাত থেকে পথচারীরাও নিরাপদ ছিলনা ।
এদের পেন্টের হাতার বাইড়া বাইড়ি দেখে "সর সর খায়ালাইবো " বলে পথচারীরা নিরাপদ দুরত্বে সরে যেত ।
এরপর এলো উপরে ঢোলা গোড়ালীতে সরু প্যান্ট । পকেট ছিল দেড় হাত ডিপ । কলেজের বই খাতা
সব এক পকেটে ।
তখনকার বেশির ভাগ ছাত্র ধুম্র এস্তেমাল করতো ।
ধুম্র কেনার ফাইনানসিয়াল ক্রাইসিস অনুভুত হলে , এদের দৃষ্টি নিবন্দিত হতো পারিবারীক কোষাগার চালের মোটকার উপর ।
আমার ১ভাতিজা তো একবার এই পেন্টের পকেটে করেই ৪ সেরের চালান মুদি দোকানে খালাস করেছিল ।
পরে এলো ছিপা প্যান্ট । শরীরের সাথে একদম ফিটিং , আবছা আলোয় দিগম্বর বলেই মনে হতো ।
ঘন্টা আধেকের চেস্টাতেই এই প্যান্ট পরে ফেলা যেত , কারো সহযোগিতা ছাড়া খোলাতো দুরের কথা তিন জনের সহযোগিতায় ও ঘন্টা খানেক সময় লাগতো ।
২ঃ-
একদিন কলেজ পড়ুয়া এক নাতী কে দেখে হাহাকার করে উঠলাম ।
- হায় হায় জাইংগা পরে বাজারে বাজারে ঘুরছেন ? এত ভুলোমন হলে চলে ?
একটা গামছা কিনেছিলাম , ওটা বাড়িয়ে দিয়ে বললাম , এখনো বেশী মানুষ দেখেনি ,তাড়াতাড়ী পরে ফেলুন ।
আমার জাগতিক জ্ঞানের সিমাবদ্দ্বতায় নাতী বড়ই মর্মাহত হলেন ।
- জাইংগা কোথায় দেখলেন ?
- তো ?
- এটাতো শর্ট পেন্ট । এখন তো এটাই ফ্যাশন ।
লজ্জিত হয়ে ,আমতা আমতা করে বললাম আমরাতো এইসব পেন্টের নিচে পরতাম ।
৩ঃ-
আমেরিকা ফেরত আমার এক তালতোকে পাত্রীপক্ষ দেখতে এসেছে ।
বাজারেই কথা বার্তা হচ্ছে । মেয়ের বাবা , দুলাভাই, ছোটবোন উপস্থিত ।
কথা বার্তার এক পর্যায়ে তালতোর কানে কানে বললাম , তালতো অবস্থা ভয়াবহ !
তিনি কিছুটা সরে এসে বললেন - মেয়ে কারো সাথে পলাইছে নাকি ?
বললাম - আরে না ! আরো ভয়াবহ !
আপনার পাছার উপর দেখছি প্যান্ট ছিঁড়া ।
তালতো পশ্চাতদেশে হস্ত সঞ্চালন করে হো হো করে হেঁসে বললেন , ধুর মিঞা এটা ছিঁড়া নয় , ফ্যাশন ।
আমার প্যান্টের সামনে পিছনে কোথাও ছেঁড়া না থাকার পরও আমি লজ্জিত হলাম ।
ছিঁড়া প্যান্টের কারনে অবশ্য বিয়েটা ভেংগে গিয়েছিল । এতে যতটা দুঃখ পেয়েছিলাম ,পুলক বোধ করেছিলাম তারও বেশী । ফ্যাশন না বোঝা আমার দলে আরো অনেক বেরসিক আছে দেখে ।
৪ঃ-
নেটের কল্যানে বিশ্ব এখন হাতের মুঠোয় ।
ফ্যাশনের আপডেট না জেনে আর শরমিন্দা হতে চাইনা ।
তাই নেটে ঘুঁতাঘুঁতি করে ফ্যাশনের খোঁজ খবর রাখছি ।
গতকাল নেটে ছবির এই ফ্যাশনগুলির সাথে পরিচিত হলাম ।
বড়ই তৃপ্ত বোধ করছি ।
নয়তো কারো পরনে এই পোষাক দেখে নাংগু বাবা টাবা বলে বসতাম ।
১ ।
২।
{ অনেকদিন পর ল্যাপি নিয়ে বসলাম ।
কয়েকটা কি প্যাড বিট্রে করছে তাই অনেকটা নিরস ও সংক্ষিপ্ত
( অবশ্য কি প্যাড বিট্রে না করলেও ফাটাফাটি কিছু হয়ে যেতনা , আমার অতীত ইতিহাস এমতঃই সাক্ষ্য দেয় । ) }
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪