somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ অনুরোধে ঢেঁকি গিলে , আমি গিলেছি রাইস মিল । :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*
**
***
****
*****
****
***
**
*


২০১২ সাল পর্যন্ত যারা আমার ব্লগে মন্তব্য করেছেন তাদের নাম ও কিঞ্চিৎ মুল্যায়ন ( একটি আছে কাজ খই ভাজ পোস্ট )



কয়েক দিন আগে আমার ব্লগে ঢুকে দেখি লিখা আছে '' মন্তব্য করেছেন ১০০০ টি '' । '' মন্তব্য পেয়েছেন ১০০০ টি ''
ভাবলাম আমার মত অগা বগা টাইফ ব্লগার কেও যারা ১০০০ মন্তব্য দিয়ে উৎসাহিত করেছেন তাদের সবার নাম কৃতজ্ঞতার সহিত স্মরণ করে একটি পোস্ট দেব । তারই ফলশ্রুতি এই পোস্ট । (এটা প্রথম পর্বের ভুমিকা )
ওই পর্বে যাদের নাম ছিল না তাদের আফসোস (?) আর অনুরোধের ফলে কথা দিয়েছিলাম এর সিকুয়্যাল হবে ।
মানুষ অনুরোধে ঢেঁকি গিলে , আমি গিলেছি রাইস মিল । যার দরুন এবার কাজ থাকার পরও খই ভাজতে এলাম ।
ভাবলাম রাইস মিল যখন গিলবোই একেবারে বয়লার, চিমনী শুদ্ধ গিলবো , তাই দুইএক শব্দের মূল্যায়নও করলাম ।




অন্যমনস্ক শরৎ / প্রপিকে মারমুখি মনে হলেও আদতে অতিশয় ভদ্রলোক ।
অলস ছেলে / নিদ্রা প্রিয় , ও আন্দোলন মনস্ক ।
অশান্ত শান্ত ছেলে / ১৮ ই মার্চ, ২০১২ রাত ১০:২৩ থেকে লাপাত্তা ।
অনু পম / ইনার প্রায় পোস্ট আপাত অপাংতেও একটি বিষয় কেন্দ্রিক ।
অডি / পোস্ট দানে কৃপণ ।
অচিন.... / মন্তব্য দানে অকৃপণ ।

অঞ্জলি /সামু থেকে একবার পালিয়ে গিয়েছিলেন , জীন হুজুরের তদ্বিরে ফিরে এসেছেন । B-)
অপূর্ন /সামুতে জমজ ,একজনের ব্লগার পরিসংখ্যান তথ্য নেই । আজিব !আরেকজন আমার অতি প্রিয় অপূর্ন ভাই।
অনুপ বাৈড় / চমৎকার একজন ফটোগ্রাফার ।
অনিক০০৭ / সবার উপরে মানুষ সত্য এই ধর্মে বিশ্বাসী ।
অনির্বাণ রায় / কষ্ট ভালবাসা মানুষ ।
অসামাজিক ০০৭০০৭ / আসলে সামাজিক ।
অজয় / কৃপণতা ইনাকে জয় করে বসে আছে , ২ বছরে মাত্র ১২ টি পোস্ট ।
অনীনদিতা / কাব্যের গ্র্যান্ড মাস্টার , অল্প দিনেই সুপরিচিতা চমৎকার একজন ব্লগার ।
~অপরিচিতা~ / এই অপরিচিতা নামে ৭ জন ব্লগার থাকলেও ইনি আমাদের সকলের পরিচিতা ।ভাল লিখেন ।
অয়োময় / মানুষ মানুষের জন্য এই মতবাদে বিশ্বাসী ।
অদ্বিতীয়া আমি /সম্ভাবনাময় নতুন,লিখেন সুন্দর,কমেন্টেও সরব ।
অন্ধকারের রাজপুত্র /নয়টি পোস্ট করেছেন,সবই ভাল মানের ।



আকাশটালাল / সম্ভবত সব পোস্ট ড্রাফটে ।
আরিফ্ ৯১ / ইনার অনেক শত্রু কারন ইনি বোবা নন ।
আমাদের ইয়াহু / ইয়াহু ডট কমের সাথে ইনার দূরতম সম্পর্কও নাই ।
আকাইম্মা পোলা / আসলে কাজের পোলা ।লিখেন ভাল ।
আরিফসুমন / হিমু কালার পছন্দ করেন, হিমুর মত অলসও বটে । প্রায় ৩ বছরে ৭ টি পোস্ট ।
আজমান আন্দালিব / অনেক সিনিয়র , সামুতে প্রায় ৫ বছর ।
আত্তার প্রতিধ্বনি / সার্চে ইনারেও পাওয়া যাচ্ছে না ।
আরাফাত / ওরে আল্লারে ! এই নামে সার্চ দিয়ে দেখি মোট ১৩৯ জন ব্লগার আছেন ! এই ভাই কত নম্বর আল্লা মালুম !
আবদুর রহমান (রোমাস / আমার সিনিয়র । বড় হতে হতে বুড়ো হয়ে গেছেন ।
আনন্দক্ষন / সামুতে আমার সমবয়সী , লিখেন ভাল ।
আবদুল্লাহ্‌ আল্‌ মামুন / ভাল কবিতা লেখেন , গদ্যও ।
আমি নি (?) / ফ হক আমিনি নন ।
আমি মাসুদ / সম্ভবত ইনার জমজ ভাই আছেন ,প্রথম দর্শনে অনেকেই বুঝতে পারেন না , তাই---
আদনান / সামুতে এই নামে ১২২ জনের মধ্যে ইনিও একজন ।
ালামগীর / কম কমেন্ট করেন , প্রাপ্তিও সেরকম ।
আফিফা মারজানা / চমৎকার লিখেন , কবিতাও খারাপ নয় ।
আহলান / ২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১:০৬ এর পর থেকে হাওয়া ।
আহসান / মূর্ছিত গেলাম! এই নামে আছেন ৩২৬ জন ব্লগার ।
আশিক মাসুম / আর ২ কলার পরেই ইনার জীবনের ১৬ কলা পূর্ণ ।
আরমান আরাফাত / এই নামে আর কাউকে পাওয়া যায়নি ।
আলম 1 / মন্তব্য কম করেন পেয়েছেনও তাই ।
আলো আধাঁর / উনি একাই মুদ্রার এপিঠ ওপিঠ ।
আমি তুমি আমরা / ইনারা মোট কয়জন ?
আমার মন / এই নিকটা যে পড়ে 'মন'টা তার হয়ে যায়।
আবুল হাসান মিলন / মন্তব্যে - যতবার ছাইয়েছ ততবার পেয়েছ অবস্থা ।
আহমেদ সাব্বির পল্লব / ২১ শে মে, ২০১২ রাত ১১:২৮ এর পর দেখা যাচ্ছে না ।
আর.এইচ.সুমন / পরিসংখ্যান জানাচ্ছে ইনি খুব একটিভ ব্লগার ।
আমাদের ভালকথা / ৪ পোস্টে আর কতই ভালকথা বলা যায় ।
আতা63 / গত মে থেকে নিখোঁজ ।
আদরসারািদন / রাত কি দোষ করলোরে ভাই ।
আলোকদায়ক / ইনি মনে হয় সূর্য মামার মাল্টি ।
আঁতেল / আসলে তা নন।
আর.হক / আর কে?
আব্দুল মোমেন / এই নামে ৩ জন ।ইনি কে ?
আশরাফ মাহমুদ মুন্না /Titanic নিয়ে ইনার একটা লিখা আমার প্রিয়তে আছে ।
আবিরে রাঙ্গানো / উচিৎ কথার মানুষ ।

আধারের কবি / আলোতে সাধারন মানুষ ।
আইআইচকিবরিয়া / এই আইচ কিন্তু বরফ নয় ।
আবিদ ফয়সাল / পোস্টে অনিহা , লিখেন ভালই ।
আনোয়ার ভাই / সুন্দর কথার কথা বলেন ।
আমি বাঁধনহারা / শক্তিমান কবি ।আমার সব সময়ের সুহৃদ এই কাব্য প্রতিভা, ইনার তাৎক্ষণিক কাব্য রচনার ক্ষমতা ঐশ্বরিক বটে ।
আমি ইহতিব / মানবিক গুন সম্পন্ন । ইনার নাম যিনি পড়বেন তিনিই ইহতিব হয়ে যাবেন । লিখার মানও ভাল ।
আবু সালেহ / চমৎকার লিখেন ।
আমিনুর রহমান / লিখেন ভাল, মন্তব্যও করেন প্রচুর ।
আকাশী কন্যা / আসলে মাটিতেই থাকেন ।
অ্যানোনিমাস /অ্যানোনিমাস ইজ ইশতিয়াক চয়ন ।
আন্জুমান রোজী /সার্চে প্রাপ্ত ফলাফল:`দুঃখিত, এই নামে কোন ব্লগার পাওয়া যায়নি । কয় কি ???
আসাদুজ্জামান আসাদ / কিবোর্ড নস্ট তাই লিখতে পারেন না
আততায়ী০০৬ / কল্পনাও করবেননা ইনি আততায়ী ।
আলাউদ্দিন আহমেদ সরকার / চমৎকার একজন লিখক ।
আমি? রুবেল / ইনারও মনে হয় জমজ ভাই আছেন ,প্রথম দর্শনে অনেকেই বুঝতে পারেন না , তাই--- B-)

আশরাফুল ইসলাম দূর্জয় / চমৎকার একজন কবি ।
আফরোজা সোমা / ইনি চমৎকার কবিতা লিখেন , গদ্যের হাতও ভাল ।
আমি বীরবল / বাদশা আকবরের বীরবল নন ।:)
আবুশিথি / আমার প্রিয় একজন ।
আরজুপনি / সাহিত্য অন্তপ্রান চমৎকার একজন লেখিকা ।
আকাশ_পাগলা / আকাশ পাগল হতে পারে ইনি নন । ;)
আ িম িরয়াদ চ।ন্দু / সার্চে প্রাপ্ত ফলাফল:`দুঃখিত, এই নামে কোন ব্লগার পাওয়া যায়নি ।আজিব ??? /:)
আহমেদ রশীদ / প্রচুর পোস্ট করেছেন , মন্তব্য কম ।
আবু তালহা সানি / ভালই লিখেন ।
আমি ব্লগার হইছি! / এটা ইতি মধ্যে সবায় জেনে গেছে ।
আল মামুনুর রশিদ / গত ১৮ ই আগস্ট থেকে পাচ্ছিনা ।
আশফাক সফল / তুলনা মুলক ভাবে পোস্ট কম করেছেন ।
আমি বন্য / লিখেন ভাল , মন্তব্য করেন কম ।



ইশতিয়াক মাহমুদ / বুকের ভেতরের জলোচ্ছাসের মত কিছু আবেগ প্রকাশ করার চেষ্টা করেন ।
ইশতিয়াক আহমেদ চয়ন / ব্লগ সাদা , সব মনে হয় ড্রাফটে ।
ইন্জিনিয়ার জনি / গত আগস্টের পর আর লিখেন নি ।
ইকরাম উল্যাহ / প্রাপ্তির তুলনায় কমেন্ট করেছেন প্রচুর ।
ইমরান নিলয় / ১৩ ই জুন থেকে ব্লগে অনুপস্থিত ।

ইমাম হাসান রনি / মাসে গড়ে ২ পোস্ট করেন ।
ইন্তাজ ভাই / আসল বয়স যাই হোক , সামুতে আমার সমবয়সী ।
ইকরাম বাপ্পী / পোস্টে , কমেন্টে অনিহা ।
ই=এমসিস্কয়ার / সারচিং দিয়ে পাচ্ছিনা ।
ইনফাইনাইট জেনারেল হওয়ার পর থেকেই নিখোঁজ ।



ঈশান মাহমুদ / চমৎকার একজন নব্য কবি ।



এম আই টু / পোস্ট কম বাট লিখেন ভাল ।
একলা বগা / বগি কি পর পারে ?
এম জানে আলম / আলম সাহেব শুধু এম জানেন তা নয় , লিখেনও ভাল ।
এরিস আফ্রোদিতি / অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ।
এবিসি১০ / এবিসি অক্ষর হয়েছে ৩ ইনি লিখেছেন ১০ ।
একাকি একজন / পাঠক ভিজিটর কম নয় তবুও একাকি ।
একলা একা / ইনার বেলায়ও একই কথা প্রযোজ্য ।
এস বাসার / পেলাম না ।
এইচ এম বিশ্বাস / বিশ্বাস করার মত লিখেন ।
এস এইচ খান / কি খেতে বলেছেন বুজলাম না , লিখেন ভাল ।



এ.টি.এম.মোস্তফা কামাল / চন্দের অন্ত্যমিলে চমৎকার কবিতা লিখেন । গদ্যও ভাল ।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা / সামুতে ইনার পরিচিতি ব্যাপক , প্রচুর কমেন্ট করেন ,প্রাপ্তিও প্রচুর, লিখেনও ভাল ।
এম এম কামাল ৭৭ / অন্তর্ধান সময় - ১২ ই জুলাই, ২০১২ রাত ৯:৩২ ।
এই আমি রবীন / পোস্ট করেছেন প্রচুর , কমেন্টও ।
এবিডি / সি বাদ গেল কেন ?
এসএসনাসরীন / ১৩ মাসে ৩ পোস্ট , কৃপণ বলব কিনা ভাবচি ।
এ্যাপোলো৯০ /বানানের প্রতি যত্নশীল চমৎকার একজন লেখিকা ।
এস.কে.ফয়সাল আলম / পাঁচমিশালি এই ব্লগার লিখেন ভাল ।
এ.কে.এম. সুমন / লিখেছেন: ২ বছর ৩ মাস, পোস্ট করেছেন: ৩টি ।



ওঙ্কার / অসাধারন একজন লিখক ।
ওসমান ঢালী তুষার / রম্মচ্ছ্যলে সুন্দর লিখেন ।
ওয়েসিস / ঘুম বিলাসী ,ভালই লিখেন ।
ওলকচু / ২৫ শে মে, ২০১২ রাত ১১:৪৫ থেকে গরহাজীর ।



উণ্মাদ তন্ময় / ইনিও ১৩ ই মে, ২০১২ থেকে গরহাজীর ।

উৎকৃষ্টতম বন্ধু /লিখার মাধ্যমে নামের সার্থকতা রক্ষার চেষ্টায় আছেন , হিটলারকে নিয়ে চমৎকার লিখেছেন ।
উকিল সাহেব / যারে দেখেন শুধু সমস্যার কথা জানতে চান ।
উমাইর চৌধুরী / বিদ্রোহী ব্লগার ।



কক / এই নামে সার্চ দিয়ে ১২৬ জন সামুয়ানকে পাওয়া গেছে , ইনি মনে হয় ১২ নং ।
কুন্তল_এ / গত ১৩ ই মে, থেকে দেখছিনা ।
কািন্ট টুটুল / চমৎকার লিখেন ।
কাঙাল / সামুতে দেখছি কাঙালেরও অভাব নাই , ৯ জন । ইনার কথা বাসি হলে ফলে ।
কবিেহপী / ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১২ থেকে নাই ।
কেউ কেউ একা / কেউ কেউ একা , ইনি নন ।
কাজী ফাতেমা / ইনার একটি পোস্ট আমার প্রিয়তে আছে ।
কাদামাটি / ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫০ থেকে নাই ।
কবি রাজ / চিকিৎসক নাকি কবিদের রাজা ?
কলমবাঁশ / কলমের তৈরি বাঁশ , নাকি বাঁশের তৈরি কলম নাকি আমেরিকার আবিস্কারক ?
কাকঁন / সুন্দর প্রপিকের সুন্দর লেখিকা ।
কুয়াশা / কুআশা নয় , লিখেন ভাল ।
কাকপাখি ২ / কঠোর নাস্তিক বিরোধী ।
কাঙাল মামা / ৯ কাঙালের ১ জন , ভাল লিখক ।
কলির কৃষ্ণ / রাধার নয় , পাশের বাড়ীর কলির ।
কল্পচারী / ইনি মনে হয় প্রাত্যাহিক যাবতীয় কর্মাধী কল্পনায় সারান ।
কাঠুরিয়া / জল পরীর স্বর্ণের কুঠার পেয়ে এখন অই পেশা ছেড়ে সামুতে এসেছেন ।

কেএসরথি / পোস্ট কম করেন ।মন্তব্য করেছেন প্রচুর ।
কসমিক রোহান / সুন্দর কবিতা লিখেন ।
কান্ডারী অথর্ব / লিখক হিসাবে মোটেই অথর্ব নন , চমৎকার লিখেন ।
কায়সার শামিল / জাতীয়তাবাদী এই ব্লগার কে গত ১২ ই জুলাই থেকে দেখা যায় না ।
কামরুল ইসলাম রুবেল / রম্যস্টাইলে সুন্দর লিখেন ।
কিংবদন্তী হাসিব / অনেক দিন থেকে অনুপস্থিত ।
কালীদাস / আমার এই সিনিয়র প্রচুর কমেন্ট করেন, লিখেন ও ভাল ।
কালোপরী / কোন এক বিচিত্র কারনে, এই চমৎকার লেখিকা তাঁর সব লিখা ড্রাফটে নিয়ে গেছেন ( ১টা বাদে)।
কামরান মানছুর / ইনি সব সময় দৌড়ের উপর থাকেন ।
কালো পতাকার খোঁজে / এখনও কালো পতাকার খোঁজ করেই যাচ্ছেন ।
কলাবাগান১ / শেয়ার করেন চমৎকার ।
কাল্পনিক_ভালোবাসা / সুন্দর অনু কাব্য লিখেন , একটা মাল্টিও আছে ।
কালো মনের ধলা মানুষ / চমৎকার একজন লিখক ।
*কুনোব্যাঙ* / একমাত্র বিরোধী পক্ষীয় লিখক । লিখেন সুন্দর ।
কে আমি ২০১২ / নতুন ব্লগার , আমি উনার ব্লগের ২য় কমেন্ট দাতা ।
কাউসার রানা / সুন্দর পাঁচ মিশালি লিখেন ।



খান ভাই / অনেক দিন ব্লগে নাই ।
খােলদ / মন্তব্য করেছেন: ০টি , তাইলে আমায় কমেন্ট করল কে ?এইনামে ৩২ ব্লগারের একজন ।
খইকাঁটা / সাহায্য মুলক পোস্ট প্রিয় ।
খড়কুটো আবীর ২ বছরে ২ পোস্ট (?)

ক্ষুধিত পাষাণ / লিখেন ভালই ।
খুলনার শের / নতুন তবে সম্ভাবনাময় ।



গরম সিঙ্গাড়া / পোস্ট ঝেড়ে হাওয়া হয়ে যান , ততদিনে সিঙ্গাড়া ঠাণ্ডা হয়ে যায় ।
গুহাবাসি /সাধারন মানুষ... সাধারন ব্লগার ।
গোলাপি কবুতর / অনুপস্থিত ।
গ্রীন / ২৯ জনের একজন , বহুদিন অনুপস্থিত ।
গোফরান ডাকু / ইনার ফরটিন জেনারেশনের মধ্যে কাউকে এই পেশায় দেখা যায় নি ।

গ্রাম্যবালিকা / তাৎক্ষনিক অনুকাব্য লিখার দুর্লভ গুনের অধিকারী , চমৎকার একজন লেখিকা ।
গিট্টুমিয়া / ইনার সব কমেন্ট গিট্টুময় ।
গৃহ বন্দিনী / সুন্দর কমেন্ট করেন , কোন পোস্ট করেন নি ।
গিয়াসলিটন / অতি নিন্মমানের একজন ব্লগার , 'সামুর সাথে লেগে আছি' এই বুঝাতে দুয়েকটি অখাদ্য টাইফ পোস্ট দেয় ।
জ্ঞাতিবৈর /কট্টরপন্থী বাঙালী , লিখেন ভাল ।



ঘর কুনো / উনার লিখায় বুঝা যায় আসলে ঘর কুনো নন ।
ঘোলাটে রংধনু /কম মন্তব্য করেন , পানও সে রকম ।

ঘুড্ডির পাইলট / চমৎকার একজন রম্য লিখিয়ে , সামুতে ভক্তেরও অভাব নাই ।
ঘুমকাতুর / প্রচুর কমেন্ট করেন ।



চশমখোর / একটিভ নন ।
চাঁন মিঞা সরদার / মূলত একজন পাঠক , পোস্ট করেন কম ।
চাচামিঞা / কিচ্চু কউয়ার নাই কইয়াও ৫ বছরে পোস্ট করেছেন: ১৭টি ।
চেনা মুখ / এই চেনা মুখকে অনেকেই চিনেনা ।
চাটিকিয়াং রুমান / লিখার সর্ব সত্ত্ব সংরক্ষিত ।
চাঁপাডাঙার চান্দু / কমেন্টে সরব, লিখায় অনিয়মিত ।
চিকন আলি / খাঁটি বাংলাদেশী ।
চেয়ারম্যান০০৭ / রম্য গুরু , অসাধারন লিখেন ।ইনার লিখা পড়ে অনেকেই লুঙ্গী খুইয়েছেন ।

চারশবিশ / তবে ফোরটুয়েন্টি নন।
চাচু / আমরা ইনার ভাতিজা ।
চ।ন্দু / রিকশাও যে তেল খায় ইনি জানতেন না ।
চলতি নিয়ম / পোস্ট কম ,মন্তব্যে আগ্রহী ।



ছোটমির্জা / বড় মির্জার ছোট ভাই ।
ছোট্ট নিথী / সবাইকে আপন করে নেয়ার দুর্লভ গুনের অধিকারী , লিখেনও চমৎকার ।
ছোট্ট রাজকণ্যা / পোস্ট করেন কম , মন্তব্যও অনুরূপ ।



জহুরুল ইসলাম স্ট্রীম / ভাল লিখিয়ে ।
জন রাসেল / লিখেন ভালই ।
জেবাল / ইনি কি করবেন কিছুতেই বুঝতে পারেন না ।
িনদাল / অনুপস্থিত ।
জাগারণ / প্রাপ্ত ফলাফল:`দুঃখিত, এই নামে কোন ব্লগার পাওয়া যায়নি , কয় কি?
জাফর সািদক রুমী / বছর খানিক দেখা নাই ।
জীবনকেসি / ইনি দেশকে ভালবাসেন , মানুষকেও ।
জীবন্মৃত০১ / ২ বছরে ২ পোস্ট (?)
জুল ভার্ন / সব পোস্ট ড্রাফ্‌ট ?
জোছনার আলো / অনুপস্থিত ।
জিয়াউল হক / সিনিয়র ব্লগার , লিখেন ভাল ।
জহির উদদীন / প্রচুর পোস্ট । ১ বছরে ৩৬৯ পোস্ট ।
জালিস মাহমুদ / স্বপন প্রিয় মানুষ ।
জর্জিস / সহজ কথার মানুষ ।
জ্বল / সার্চে প্রাপ্ত ফলাফল ৬৩ জন , ইনি তাদের একজন ।
জেনারেল তাকা / কম মন্তব্য করেন , পাওয়াও অনুরূপ ।
জোনাকি / পোকা নন, ব্লগার ।
জাহিদ গাছবাড়ী / বাড়ীর সাইন বোর্ড নয় , নিক ।
জেমস বন্ড / মুভি নয় , চমৎকার ব্লগার ।
জাতির নানা / আমরা ইনার নাতী ।
জনাব রায়হান / নিজেকে নিজে সন্মান দিয়ে কথা বলেন , অন্যদেরতো বটেই ।
জিন্নাহ্ / কায়েদে আজম নয়তো ?
জুয়েল / জুয়েল বয় ।
জন ঢাকা / কভারড বাই পিপল ?
িজপসী / আসলে যাযাবর নন।

জাহিদুল হাসান / ব্লগে অনিয়মিত।
জুন / জুন মাস ছাড়াও পোস্ট দেন ।
জ্যাক রুশো / অনিয়মিত।
জেয়ন / নতুন তবে সম্ভাবনাময় ।
জয়তি বন্দ্যোপাধ্যায় / নিজ ধর্মে প্রচুর জ্ঞ্যান ,ভাল কবিতা লিখেন ।
জামিল হাসান / সম্ভাবনাময় নতুন ।
জাতির শ্বশুর / কোন জামাইকেই ঈদের সালামী দেন না ।
জিদনী / প্রতিশ্রুতিশীল ব্লগার ।
জাফরিন / বানানের বেলায় যত্নশীল চমৎকার একজন ব্লগার ।
জাগরূ৪৯ / অনিয়মিত ।
জামান তালুকদার / নতুন , এখনো কোন পোস্ট করেন নি ।



টিভি পাগলা / সম্ভবত বিটিভির কথা বলেছেন ।
টুনা / অনিয়মিত ।
টি-ভাইরাস / এনটি ভাইরাস নয় ।
টুকিঝা / চমৎকার , সম্ভাবনাময় লেখিকা ।
টিকলু / অনিয়মিত ।

টিনটিন` / মুভি প্রিয় চমৎকার একজন ব্লগার ।
টুকরো কাগজ / সুন্দর লিখেন এই নতুন ।



ঠোঁট কাটা বন্ধু / এত দিনে সবাই উনার দুশমনে কনভার্ট হয়ে গেছেন ।
ঠানডুমিঞা / এই ঠাণ্ডায় ঠানডু হওয়ারই কথা ।



ডেজা-ভু / জেনারেলের পর হাওয়া ।
ডিগবাজি / স্বপ্ন নিয়েই সুখী ।
ডাইনোসর / অতিকায় প্রানি নয় , ব্লগার ।
ডজ / ইনিকি সবাইকে ডজ দেন ?

ডিসোল্ডারিং পাম্প / সাড়ে ৪ বছরে ১৮ টি মন্তব্য করেছেন , আমি ভাগ্যবান ।
ডানাহীন /৩ মাসে ১৪ পোস্টেই প্রতিভার সাক্ষর রেখেছেন প্রতিশ্রুতিশীল এই গদ্য কবি ,পদ্যও লিখেন চমৎকার ।


ঢাকাবাসী / প্রকৃতি প্রেমী ।
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার / কমেন্টে সরব, লিখেন ভাল এই সম্ভাবনাময় নতুন ।



তাইয়িব / প্রচুর পোস্ট , ২ বছরে ৩৮৭ টি ,লিখেন ভাল ।
তানভীরসজিব / সুন্দর লিখেন , ভাল কবিও ।
তাসরীফ / অনিয়মিত ।
ত্রাতুল / অনিয়মিত ।
তামজীদ / অনিয়মিত ।
তাসনিয়া / অনিয়মিত ।
তামিম ইবনে আমান / চমৎকার ও নিয়মিত ব্লগার ।

তাসিম / ভালই লিখেন ।
তিতাস একটি নদীর নাম / প্রচুর জানাশোনা একজন ভাল লিখক ।
তাসজিদ / নতুন , লিখেন ভাল ।
ত্রিশোনকু / মনে হয় সাইকেল নিয়ে ব্যস্ত ।
তন্ময়০১৩ / ১ পোস্টেই ক্লান্ত ।
তন্ময় ফেরদৌস / বছরের প্রথম সটীকি পোস্টের লিখক । সুন্দর লিখেন ।
তানভীর চৌধুরী পিয়েল / একটা বিশেষ দল বিরোধী , লিখেন ভাল ।
তিক্তভাষী / প্রচুর মন্তব্য করেন , লিখেনও সুন্দর ।



দাঁড়িপাল্লা /মনে হয় বিতর্কিত পোস্টের কারনে ব্যান ।
দূরের মানুষ / অনিয়মিত ।
দস্যু ঘচাং ফু / অনিয়মিত ।
দেশের পোলাপাইন / দেশের পোলাপাইন সব একসাথে ব্লগায় না , ইনি একাই এই নিক । লিখেন ভাল ।

দ্বৈত আত্মা / অনিয়মিত ।
দি সুফি / পোস্ট কম দিলেও কমেন্টে সরব ।
দিকভ্রান্ত*পথিক / ইনি পথ ভুলে সামুতে চলে এসেছেন , ভাল লিখক ।
দোলাভাই / একদম নতুন , ফান করার চেষ্টা করেন ।
দূর দ্বীপবাসীণি /একজন পরিচ্ছন্ন নতুন ব্লগার , চমৎকার বিষয় সামুতে শেয়ার করেন ।
দেশটা অস্থির / নতুন , ভাল করবেন ।



ধৈঞ্চা /পোস্তে অনিয়মিত, কমেন্টে সরব ।

ধরণীর অতিথি / এই অতিথি আমার ব্লগেও বার বার অতিথি ।



নীল ভোমরা / অনিয়মিত । ইনি আমার লিখার প্রথম মন্তব্যকারী ।
নাফাজি / চমৎকার একজন লিখক ।
নষ্ট কবি / অনিয়মিত ।
নষ্ট ছেলে / সব লিখা ড্রাফ্‌ট ।
নতুন রাজ ২০১০ / অনিয়মিত ।
নীড় ~ / সব লিখা ড্রাফ্‌ট ।
নাবিদ সালমান / অনিয়মিত ।
নিঃসংগ যোদ্ধা / অনিয়মিত ।
নীল_পদ্ম / অনিয়মিত ।
নন্দনপুরী / অনিয়মিত ।
নাইটফল / অনিয়মিত ।
নাদিয়া জামান / চমৎকার গল্প লিখেন , কবিতাও ।
নিঃসঙ্গ নিশাচর / অনিয়মিত ।
নিরবতা / পোস্টে সরব । কমেন্ট করেন কম , প্রাপ্তিও সমান ।
নীল ফিউজিটিভ / অনিয়মিত ।
নিশি কথক / সুন্দর লিখেন ।
নিষ্‌কর্মা / উনি যে নিষ্‌কর্মা এটা উনার ব্লগার পরিসংখান বলেনা ।২ বছরে ৬৬১ পোস্ট ।
ন্যায় পথিক / ন্যায় পথিক হলে বুঝি ৩ বছরে মাত্র ২৯ পোস্ট দিতে হবে ?
নভোচারী / সম্ভবত মঙ্গলে আছেন , তাই অনিয়মিত ।
নির্বাসিত আমি / এখন নির্বাসনে , তাই অনিয়মিত ।
নিমচাঁদ / ৪ বছরে ১৩ পোস্টেই ক্লান্ত । কমেন্টে সরব ।
নতুন / সারচিং দিয়ে মাত্র ১০০ জন পেয়েছি ।অনেক সিনিয়র ব্লগে বয়স ৭ বছর ।
নূরুল হুদা (শান্ত / ৮ মাস ৯৮ পোস্ট , চমৎকার ।
নিরপেক্ষ মানুষ / লিখায়ও নিরপেক্ষ ।
নষ্টালজিয়া / ৪ বছরে ৯ পোস্ট , কথা হইল ।
নগত টাকা / ইনার প্রায় লিখাই নিজ দায়িত্তে পড়তে হয় ।
নক্‌শী কাঁথার মাঠ / সুন্দর শেয়ারে সচেষ্ট ।

নিয়েল ( হিমু ) / সামুর মতিগতি বুঝা দায় , কখন খগর নামে তাই বিকল্প নিক খুলে রেখেছেন । ভাল লিখক ।
নুর ফ্য়জুর রেজা / ব্লগে নিয়মিত সময় দিতে পারছেন না ।
নয়ন 10 / অনিয়মিত ।
নাফীস কাজী / সব লুলদের ভাই ।
নিশ্চুপ শরিফ / আসলে নিশ্চুপ নন ।
নীলঞ্জন / নিকের সাথে প্রপিকের চমৎকার সমন্বয় । লিখেন ভাল ।
িনলু / আছেন না গেছেন বোঝা যাচ্ছে না ।
নীল কষ্ট / কষ্টে আছেন , ৪ বছরে ১ পোস্ট !
নউমি / পাখির মত থাকতে ছাওয়া এই নতুন চমৎকার লিখেন ।
নক্ষত্রপথ / পোস্ট কম, লিখেন ভাল ।
নীলপথিক / এই বাউন্ডুলে পরিব্রাজক চমৎকার লিখেন ।
নীলকণ্ঠী / ভ্রমন প্রিয় সম্ভাবনাময় নতুন ।
নেক্সাস / এত দিনেও চায়ের পেয়ালাটা ভর্তি করতে পারলেন না । লিখেন চমৎকার ।
নস্টালজিক / অসাধারন কবিতা লিখেন , সাহিত্যেও অতি চমৎকার ।
নীলফরিং / সুন্দর কবিতা লিখেন এই ফরিং ।
নুসরাতসুলতানা / নতুন , লিখেন সুন্দর ।



পথে-প্রান্তরে / সামুর পথে-প্রান্তরে থাকার চেষ্টায় আছেন ।
পোকা / ইনি বইএর পোকার মত সামুর পোকা ।
পরিযায়ী / অনিয়মিত ।
প্রতিবাদীকন্ঠ০০৭ / ইনার লিখা চিন্তার খোরাক যোগায় ।
প্রিন্স অফ ব-দ্বীপ / আপাতত অনিয়মিত ।
প্রদীপ মিত্র / পরামর্শ মূলক অনেক পোস্ট দিয়েছেন ।
পাস্ট পারফেক্ট / কয়েক মাস অনিয়মিত ।
পুচকে ফড়িং / ভালোই লিখেন !
প্রকৌশলী আতিক / ইঞ্জিনিয়ার সাহেব চমৎকার এক ছবি পোস্ট দিয়েছিলেন , লিখেনও ভাল ।
েপচাইললা / লিখা েপচাইললা নয় ।
পয়গম্বর / ইনি কোন পয়গম্বর ?
পাখির মতো মন / মানুষের মত নয় কেন ?
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল / অনিয়মিত ।
পিওর গাধা / মোটেও ঠিক নয় । জলজ্যান্ত সামুয়ান ।
পািতকাক / পোস্ট কম লিখেন ভাল ।
পিপাসার্ত / সামুতে জলপান করতে এসেছেন ।
পাওয়া যায়নি / তবে ইনাকে সামুতে পাওয়া গেছে ।
পাইলট ভয়েচ / নতুন , মন্তব্য করেন কম , লিখা খারাপ নয় ।
পালের গোদা / শেষ পোস্ট ইংরেজিতে লিখেছেন , ভালই ।
প্রশাসন / উনাকে পাওয়া যায়নি ।
প্রণব রায় / নিরীহ কথক ।

পানকৌড়ি / নতুন , সুন্দর শেয়ার করেন ।
পিচ্ছি ছেলে / ব্লগেও পিচ্চি ।
পুংটা / উনার কমেন্ট অনেকের কাছে বিরক্তিকর ।
পাড়ার মেঝ ভাই / ব্লগে বড় ভাই হতে চান ।
পরিবেশ বন্ধু / আসাধারন লিখেন ।
প্রিন্স হেক্টর / ১ মাসেই ব্যাপক পরিচিত ।
পেন্সিল চোর / মজার কমেন্ট করেন ।
পুরান ঢাকাইয়া / অনিয়মিত ।
প্রিয়তমেষূ / শখের মোবাইল ফটোগ্রাফার , লিখেনও চমৎকার ।
প্রেয়সী / সম্ভাবনাময় , গানপাগল নতুন ব্লগার , লিখেন ভাল , ১১ টি মন্তব্যের ১ টি আমি পেয়েছি ।



ফারহান আহমেদ / দীর্ঘ বিরতিতে পোস্ট দেন ।
ফারহারোজ / অনিয়মিত ।
ফয়সাল তূর্য / অনিয়মিত ।
ফিরোজ-২ / অনিয়মিত ।
ফয়সাল_চট্টগ্রাম / প্রচুর সাহায্য মূলক পোস্ট করেছেন ।
ফটো পাগল / সক্রিয় ব্লগার ।

ফয়সাল০০০০ / দীর্ঘ দিন অনুপস্থিত ।
ফাটা বাশঁ / সরব ব্লগার ।
ফারাহ দিবা জামান / উনার পোস্টগুলি মানবিক । কবিতাও লিখেন চমৎকার ।
ফুরব / সক্রিয় , নতুন ।
ফাহিম আহমদ /অলওয়েজ একটিভ , সুন্দর লিখেন ।
ফারজানা শিরিন / সপ্তাহ বয়সী এই ব্লগার চমৎকার লিখেন , বিশ্লেষণী ক্ষমতা অসাধারন ।



বদরুল খান / ক্রিয়েটিভ , পোস্ট কম ।
বল্টু মিয়া / স্ক্রুর সন্ধানে তাই অনিয়মিত ।
বিষন্ন পথিক / কম পোস্ট ।
বিনলাদিন / অনিয়মিত ।
"বৃষ্টির কান্না" / অনিয়মিত ।
বুমবুম / ইনিও ব্লগ লিখতে পারেন........
ব্লগ ৪১৬ / পোস্ট কম ।
বাবলু বাবলু / অতি সাধারন ।
বটতলার টারজান / অরণ্যের নির্ভীক যাত্রী ভাল লিখেন ।
বুবলা / পোস্টে অনীহা ।
বাল্মীকি / পোস্ট করেছেন: ০টি ব্লগ লিখেছেন: ৩ বছর ৬ ঘন্টা ।
ব্ল্যাক নাইট / অনিয়মিত ।
বাবু>বাবুয়া>বাবুই / চমৎকার লিখেন ।
বাদশা নামদার / মাস তিনেক ব্লগে দেখা যাচ্ছে না ।
বিডি আমিনুর / সম্ভাবনাময় নতুন , সুন্দর লিখেন । অল্পদিনে ভালই পরিচিতি পেয়েছেন ।
বোকা সোকা / ততটা সরব নন ।
বাংলাদেশ জিন্দাবাদ / সুপার একটিভ ব্লগার , লিখেনও চমৎকার ।
বিকল্প ধারা / একটিভ , অন্যকে খোচাইতে ইনার ভালো লাগে ।
বল্গার / নিষ্ক্রিয় ।
বাসকপাতা / ল্যাপটপ কিনতে গিয়ে আর ফিরেন নি ।
বাউন্ডুলে রুবেল / ৪ মাস অনুপস্থিত ।
বংশী নদীর পাড়ে / সক্রিয় ব্লগার ।
বাঁদর+তুমি=বাঁদরামী / পাওয়া যায় নি ।
বিপ্লব কান্তি / প্রচুর কমেন্ট করেছেন ।

বিদ্রোহী ভাস্কর / অসাধারন লিখেন । নীলিমা উপাখ্যানও চমৎকার ।
বাহাদুর বাপ্পী /১ বছরে ৪ টি পোস্ট দিয়েছেন ।
বাঁশ বৃক্ষ / বাঁশও যে বৃক্ষ আগে জানতাম না , জানতাম ঘাস । অনিয়মিত ।
বিদ্রোহী ভৃগু / অসাধারন লিখেন এই সিনিয়র ।
বলদ বাবা / ১ বছরে মাত্র ৪ টি পোস্ট করেছেন ।
বিকারগ্রস্থ মস্তিস্ক / অতি নগন্য এক চিজ , লিখেন ভাল ।
বিডি আমিনুর / অল্প দিনে বেশ পরিচিত , কমেন্ট করেন প্রচুর, লিখেন ভাল ।
ব্রক্ষ্মপূত্র / সুন্দর প্যারডি লিখেন ।



ভেনিস / মাঝে মাঝে দুয়েকটা কমেন্ট করে হাওয়া হয়ে যান । সেকেন্ড ব্লগার ইন সামু , যাদের আমি ছিনি ।
ভািটবাংলা / খুব ভাল লিখেন ।
ভুদাই / প্রচুর পোস্ট , লিখার মানও ভাল ।
ভীরু / আমার কাছে ইনাকে ভিরু বলে মনে হয়নি ।
ভারসাম্য / প্রথম দিক থেকেই আমার সুহৃদ ।
ভদ্র পোলা / অভদ্র কিছু পাইনি ।
ভজঘট / অনিয়মিত ।
ভুলোমন / ভুলে কোন পোস্টই করেননি ।
ভিয়েনাস / চমৎকার লিখেন , সাথে ছবিও দেন প্রাসঙ্গিক ।



মেজর জেনারেল / অনিয়মিত নতুন ।
মনির১০ / অনিয়মিত ।
িমরর / ইনিও ল্যাপটপ কিনতে গিয়ে আর ফিরেন নি ।
মুক্ত ধারা /অনিয়মিত, প্রযুক্তিবিদ ।
মোস্তাফিক / অনিয়মিত ।
মারুফ৫৭১ / ৪ বছরে মাত্র ২ পোস্ট ।
মোঃ সাদেকুর রহমান / হুবহু একই নামে ৩ জন , ইনি কোন জন সনাক্ত করা যায়নি ।
মিজভী বাপ্পা / যুদ্বে পরাজিত এই ব্যর্থ সৈনিক লিখেন ভাল ।
েমাঃ_হাসান_আিরফ / মন্তব্যে অনিহা , লিখেন সুন্দর !
মুখপোড়া / সত্যি বলা সহজ মানুষ , লিখক হিসেবে ভাল ।
মিন্ট / অ্যান্ড্রয়েডের ভক্ত , অনিয়মিত ।
মারভিন / ১৮ + ভক্ত এক অন্যরকম মানুষ।
মানবী / একসময় সামুতে ঝড় তুলেচিলেন , এখন অনিয়মিত ।
মাহিরাহি / ব্লগ লিখেছেন: সঠিক তথ্য নেই , পোস্ট করেছেন প্রচুর ।
মুক্তকণ্ঠ / ইনি আপনারে ছাড়া করেন না কাহারে কুর্নিশ. সুন্দর লিখেন ।
মোঃ নাছির উদ্দিন / অনিয়মিত ।
মেেহদী১০ / এই বোকা মানুষটি একজন মৌলিক লিখক ।
মাধুকরী / পরিচিতি কম , লিখেন ভালই ।
মাইনাস এইটিন_পন্ডিত / আজীবনই কি মাইনাস এইটিন থাকবেন ?
মোহাম্মদ সাজ্জাদ হোসেন / পাওয়া যায় নি ।
মেঘলা আকাশ ও বিষন্ন মন / সব লিখাই চমৎকার ও মৌলিক ।
মুরুববী / শুধুই মন্তব্যকারী , ৪ বছরেও কোন পোস্ট দেননি ।
মোঃ তৈমুর রেজা /অনিয়মিত , ইনিও ল্যাপটপ কিনতে গিয়ে আর ফিরেন নি ।

মিলটন / সুন্দর লিখেন ।
মুনযুর-ই-মুর্শিদ / কয়েক মাস অনিয়মিত , লিখতেন ভালই ।
মতিউর রহমান মিঠু / মন্তব্য কম করলেও পোস্ট প্রচুর , লিখেনও ভাল ।
মেঘনা পাড়ের ছাওয়াল /ছাওয়াল এর প্রপিকে দেখি পিচ্চি মেয়ের ছবি । লিখেন ভাল ।
মো আব্দুল করিম /অনিয়মিত ।
মাইন রানা / পরিবেশ বান্ধব অনেক ভাল ভাল পোস্ট করেছেন ।
মদন / ৩৫ জনের মধ্যে ইনি সব চেয়ে সিনিয়র । পোস্ট করেছেন: ৫৩০টি
মন্তব্য করেছেন: ১৩২৫৩টি,মন্তব্য পেয়েছেন: ৬৫৪৩টি,ব্লগ লিখেছেন: ৬ বছর ৬ মাস, ব্লগটি মোট ১৬০০৭১ বার দেখা হয়েছে

মৃগয়া / অনিয়মিত ।
মুহাম্মদ ফয়সল /কম পরিচিত একজন চমৎকার লিখক ।
মনুমনু / অনেক পুরাতন ব্লগার , লিখেন ভাল ।
মিঠাপুর /৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৯ পর্যন্ত পোস্ট করেছেন: ১০০টি । মনে হয় একটু জিরিয়ে নিচ্ছেন ।
মাহবুবুল আলম ফায়সাল / অনিয়মিত ।
মুহসিন / ভাল কবিতা লিখেন , তবে পরিচিতি কম ।
মওদুদ মোমেন মিঠু / মন্তব্য করেছেন: ৩৫৯টি,মন্তব্য পেয়েছেন: ৪৩৯টি ,ব্লগ লিখেছেন: ২ বছর ২ মাস
মেয়র / অনিয়মিত ।
মোহাইমিনুল ইসলাম বাঁধন / পোস্ট দেন অনিয়মিত ।
মাকিন / অনিয়মিত ।
মামুন মুনতাসীর০০০ / অনিয়মিত ।
মতামত চাই / কম মতব্য করেন , পেয়েছেনও কম ।
মাহ্‌মুদুল হক মুন্সি / ভালই লিখেন ।
মেঘরোদ্দুর / সম্ভাবনাময় নতুন ।
ম. হাসান / ব্লগ লিখেছেন: ২ বছর ৯ মাসে কোন পোস্ট করেন নি ।
েমা আশরাফুল আলম / অনিয়মিত ।
মামুন হতভাগা / জনপ্রিয় এই ব্লগার চমৎকার লিখেন ।
মুহাই / কোন পোস্ট করেন নি ।
মিঠেল রোদ / অসাধারন কাব্য প্রতিভা ।
মাথা ঠান্ডা / অনিয়মিত , সুন্দর লিখেন ।
মোঃ হেলাল উদ্দিন / একই নিকে ৩ জন , শনাক্ত করতে পারিনি ।
মুসা ভাই / কম পোস্ট , কম মন্তব্য ।
মারুফ৫৭১ / অনিয়মিত ।
মাহমুদ হাসানাত / পোস্ট করেছেন: ৭৮টি,মন্তব্য করেছেন: ৭৮টি । লিখেন ভাল ।
মাহমুদুল হাসান কায়রো / একজন সেলিব্রেটি ব্লগার , লিখেন অসাধারন ।
মাক্স / ব্যপক পরিচিত , অসাধারন লিখনিশক্তিধর , উদীয়মান সেলিব্রেটি ব্লগার ।
মোঃ আব্দুস সালাম / যখন আমি কোন সমস্যায় পড়েন তখনি এখানে লিখেন ।
মাহবু১৫৪ / সুপার একটিভ ব্লগার , পোস্ট করেছেন: ৫৪৫টি, ব্লগ লিখেছেন: ৩ বছর ৩ সপ্তাহ ।
মাস্টার / সামুতে দেখি ৪৫ জন মাস্টার আছেন ! এক পোস্ট দেখা যাচ্ছে ,বাকি সব ড্রাফ্‌ট ।
মেহেদী হাসান মানিক / অল্প সময়ে ব্যপক পরিচিত এই ব্লগার খুব ভাল লিখেন ।
মনাপাগলা৪২০ / মাত্র ৪ পোস্ট , সুন্দর রম্য লিখেন ।
েমঘবালকিস / কম পোস্ট করেন , লিখেন ভাল ।
মন মরা / সুন্দর লিখেন ।
মোঃ হারুন অর রশিদ (অমি) / সুন্দর কবিতা লিখেন ।
মুেমরমানুষ / আমার নিকটির সঠিক বানান "মোমেরমানুষ" । অনেক পোস্ট করেছেন ।
মাহী ফ্লোরা / ব্যপক পরিচিত এক জন সেলিব্রেটি ব্লগার , অসাধারন লিখেন ।
মোঃ সাইদুল ইসলাম মিলন / সম্ভাবনাময় নতুন ।
মারস সোহেল / নতুন , পোস্টও কম ।
ম্যাভেরিক / মাস চারেক নাই ।
মনসুর খালিদ / অনিয়মিত ।
মাননীয় মন্ত্রী মহোদয় / সুন্দর লিখেন এই নতুন ব্লগার ।
মেংগো পিপোল / চমৎকার শিরনামে সুন্দর পোস্ট দেন ।
ম্রিয়মাণ / মন্তব্য করেছেন: ৭৪টি , মন্তব্য পেয়েছেন: ৮২টি ।
মনে নাই / চমৎকার লিখেন , মন্তব্য করার কথা ঠিকই মনে থাকে , প্রচুর কমেন্ট করেন ।
মনিরুজ্জামান স্বপন / নতুন , লিখেন ভাল ।
মেহেরুন / চমৎকার লিখেন এই সিস ।
মারুফ মুকতাদীর / সম্ভাবনাময় নতুন ।
মাহমুদ_০০৭ / পোস্ট : ০টি,মন্তব্য : ০টি,মন্তব্য : ০টি, লিখেছেন: ২ বছর ৩ দিন, ব্লগটি মোট ০ বার দেখা হয়েছে
মোঃ মাহ্ফুজুর রহমান / নতুন , কোন পোস্ট করেন নি ।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন / ভাল লিখেন ।
মঈনউদ্দিন / অনিয়মিত ।
মামুন৬৫৩ / ভালই লিখেন এই সুপরিচিত ব্লগার ।
ম্যানিলা নিশি / সুন্দর লিখেন এই সিস নিশি রহমান ম্যানিলা ।
মনিরা সুলতানা / লেখা সুখপাঠ্য , ছবি ব্লগও দিয়েছেন চমৎকার ।
মোঃ কবির হোসেন / চমৎকার ছোট গল্প লিখেন ।
মুক্তবন্দী / নতুন ।



যাযাব৮৪ / পোস্ট কম করলেও ভাল লিখেন ।

যাযাবর৮১ / অসাধারন কবিতা লিখেন , সাথে ছবিও দেন সুন্দর , প্রাসঙ্গিক ।
যুবায়ের / অসাধারন লিখেন , আগামীতে আর ভাল করবেন লিখায় এই ইঙ্গিত পাওয়া যায় ।
যক্ষা_রোগী / নতুন ,সুন্দর লিখেন ।



রূপকথার রাজকন্যা / মৌলিক বিষয়ে অসাধারন লিখেন ।
রকিবুল আলম / অনিয়মিত ।
রিয়াজ৩৬ / অনিয়মিত ।
রাফি১৯৭১ / অনিয়মিত ।
রোজলীন / এক সময়ের বিতর্কিত , বর্তমানে অনিয়মিত ।
রুদ্রপ্রতাপ / অনিয়মিত ।
রথি / অনিয়মিত ।
রিফাত হোসেন / পুরনো ও জনপ্রিয় ,পোস্ট করেছেন: ১০৫৩টি, লিখেনও সুন্দর ।
রোকসানা লেইস / কবিতা লিখেন চমৎকার , গদ্যও ।
িরফাতঅআ / তেমন পরিচিত নন তবে লিখেন ভাল ।
রত্ন / অনিয়মিত ।
রেজোওয়ানা / অসাধারণ লিখনি শক্তির অধিকারী একজন সেলিব্রেটি ব্লগার ।
রাইসুল জুহালা / অনিয়মিত ।
েরজাউল ফারুক / কম পরিচিত, লিখেন ভাল ।
রফিকুজজামান লিটন / আমার এই মিতা লিখেন চমৎকার ।
রবিন-৭৭ / ভাল লিখেন ।
রাজদরবার / ?
রুদ্রপ্রতাপ / অনিয়মিত ।
রাহীম / প্রবাসী , লিখেন ভাল ।
রাতুল_শাহ / ভাল মানের একজন লিখক ।
রাকীবের প্রেতবান্ধবসকল / অনিয়মিত ।

রিয়া হাবিব / চমৎকার একজন কবি ।
রাতুল রেজা / অনিয়মিত ।
রইসউদ্দিন গায়েন / সুন্দর লিখেন , কবিতাও চমৎকার ।
রোমান সৈনিক / নতুন নিকে এসেছেন ।
রয়েল বেঙ্গল টাইগার / প্রপিকে দেখি এক বাঘিনীর ছবি , লিখেন ভাল ।
রবিনহুড / লিখেন ভাল , মন্তব্য করেছেন প্রচুর ।
রাজীব নুর /একটিভ ব্লগার । পোস্ট করেছেন: ৬৮১টি,মন্তব্য করেছেন: ৯৫০টি,মন্তব্য পেয়েছেন: ২৪৯৬টি
রোড সাইড হিরো / মন্তব্য পেয়েছেন কম , লিখেন ভাল ।
রিমন০০৭ / সক্রিয় , লিখেন ভাল ।
রাহিক / প্রচুর পোস্ট করেছেন ।
রুচি / সুন্দর লিখেন ।
রোেক্য়া ইসলাম / চমৎকার কবিতা লিখেন , গদ্যও ।
রাফা / প্রচুর পোস্ট করেছেন এই প্রবাসী । ভালই লিখেন ।
রিমন রনবীর / পোস্ট কম হলেও মন্তব্য করেছেন অনেক ।



লাভ ভাই / লাভ , লস দুটোই বুঝেন ,লিখেন ভালই ।
লাইলী আরজুমান খানম লায়লা / সুন্দর লিখেন ।

লিন্‌কিন পার্ক / চমৎকার একজন ব্লগার ।
লজিক মানুষ / লিখাও লজিকাল ।
লিঙ্কনহুসাইন / কবিতা লিখার ট্রাই মেরে সফল , গদ্যও চমৎকার লিখেন ।
লুকার / প্রচুর মন্তব্য করেছেন , লিখেন ভাল ।
লজ্জাবতী / পোস্ট করেছেন: ০টি ,ব্লগ লিখেছেন: ২ বছর ৩ মাস (?)
লেখোয়াড় / চমৎকার কবিতা লিখেন ।
লেখাজোকা শামীম / অসাধারন লিখেন এই সব্যসাচি ।
লাবনী আক্তার / কৌতুক প্রিয় , ভাল ফান পোস্ট দেন ।
লোনলিফাইটার / পোস্ট দিয়ে আগের মত নাকি মজা পান না । আগেও পাশে ছিলেন , এখনো পাই ।



শ।মসীর / ভ্রমনপ্রিয় ,সক্রিয় ।পোস্ট ২৮০টি,মন্তব্য ১৬৫২৬টি,পেয়েছেন: ১৮৩২৬টি, লিখেছেন: ৬ বছর ১০ মাস ব্লগটি ২১৫৪১৬ বার দেখা হয়েছে

শুধু প্যচাল / অনিয়মিত ।
শিস্‌তালি / কম পোস্ট ।
শিপু ভাই / মানবিক কর্মে সক্রিয় ,ব্যাপক পরিচিত এক জন সেলিব্রেটি । লিখেনও দারুন ।
শুভ পাটগ্রাম / মন্তব্য করেছেন: ০টি,তাইলে আমার ব্লগে কিড়া মন্তব্য করলো ?
শরিফ নজমুল / প্রচুর পোস্ট করেন ।
শিক কাবাব / অসাধারন লিখেন ।
শার্লক / এপোলো হসপিটাল থেকে মনেহয় এখনো ফিরেন নি ।
শামসুদ্দিন / মজার ছবি পোস্ট দিয়েছেন , লিখাও ভাল ।
শামীম 776 / মজার পোস্ট দেন ।
শহুরে আগন্তুক / নতুন এই আগন্তুক সম্ভাবনাময় বটে ।
শফিউল আলম চৌধূরী / প্রচুর পোস্ট করেছেন এই চমৎকার লিখক ।
েশখসাদী / মন্তব্যে অনিহা , ধর্মীয় বিষয় নিয়ে ভাল লিখেন ।
শোভন এক্স / এক বছর অনুপস্থিত ।
শয়তান হন্তারক / বিদেশি শোষক দের নিয়ে চমৎকার এক সিকুয়াল লিখেছিলেন , ভাল লিখেন ।
শাপতাহিন / লিখেন ভালই ।

শায়মা / ব্লগে অলওয়েজ একটিভ অসাধারন একজন লেখিকা ।
শার্লক হোমস্‌ / সুন্দর লিখেন ।
শোশমিতা / ব্যপক জনপ্রিয় এই লেখিকা চমৎকার লিখেন , ১০০ তম পোস্টের পর একটু জিরিয়ে নিচ্ছেন ।
শ্রাবণ জল / চমৎকার একজন কবি । গদ্যও লিখেন ভাল ।
শাকিলা জান্নাত / চমৎকার একজন লেখিকা ।
শহুরে মানুষ / ১ বছরে ৩ পোস্ট , মন্তব্যও কম ।
শূন্য পথিক / সুন্দর পোস্ট করেন , মন্তব্যে সরব ।



সাইফুল্লাহ / মন্তব্য করেছেন: ০টি , আজিব !
সুঘ্রাণআবদুলকােদর / পোস্ট কম ।
স্বপ্ন কথক ২০৩০ / ব্যান কিনা বুঝা যাচ্ছে না ।
স্বপ্নবিলাসী আমি / ভাল লিখতেন , এখন অনিয়মিত ।
সৈয়দ মোহাম্মদ আলী কিবর / অনেক পোস্ট করেছেন , লিখেনও ভাল ।
স্বাধীন ভাবুক / অনিয়মিত ।
সাইমনরকস / পোস্ট কম ।
সোজা সাপটা / সুন্দর লিখতেন ।
সায়েম মুরাদ / ক্যামেরা কিনতে গিয়ে ফিরেন নি ।
স্বার্থত্তা / কোন পোস্ট করেন নি ।
স্বপ্নকথন / অনিয়মিত ।
সেজুঁতি ইসলাম / অনিয়মিত পোস্ট দেন ।
সকাল ও সারিকা / পোস্ট কম হলেও লিখেন ভাল ।
স্বাধীকার / অসাধারন লিখেন , কয়েক মাস লিখছেন না ।
স্মৃতির নদীগুলো এলোমেলো.. /সব লিখা মনে হয় ড্রাফ্‌ট ।
সািকল খান / আমার মনে হয় ইনি সামুর সর্বাধিক পোস্ট দাতা ।পোস্ট করেছেন: ১২৩৪টি ।
সাইদুর রহমান মুন্না / অনেক পোস্ট , লিখেনও ভাল ।
সোহরাব সুমন / চমৎকার একজন কবি , ভাল লিখকও ।
সীমানা ছাড়িয়ে / পোস্ট করেন কম , লিখেন ভাল ।
সাহাদাত / সুন্দর লিখেন ।
সবখানে সবাই আছে / অনিয়মিত ।
সোহান মুরাদ / সার্চে ইনাকে পাওয়া যায় নি ।
স।ললু ম।ম। / দেড় বছরে ১ পোস্ট , তাও ইংরেজি,মন্তব্য করেছেন: ৬টি ।
সুদীপ্ত কর / খুব ভাল লিখেন ।
েসাহাগ২৫কগগ / অনিয়মিত ।
সত্যান্বেষী / নিয়মিত নন ।
সৌম্য / পরিভ্রাজক , লিখেন ফাটাফাটি ।
সাত সাগেরর মাঝি / কমেন্টে সরব , লিখেনও সুন্দর ।
সাাজ্জাাদ / ব্যস্ত মানুষ , ভাল লিখেন ।
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত / মন্তব্য করেন কম , লিখেন ভাল ।
স্বাধীনতার বার্তা / পোস্ট কম করেন ।
সায়েদ তানজিদ / প্রাপ্ত ফলাফল:দুঃখিত, এই নামে কোন ব্লগার পাওয়া যায়নি ।
সবুজ সাথী / পোস্ট করেছেন: ১০টি,লিখেছেন: ৫ বছর ২ মাস ।
সাব্বির ০০৭ / ১১ মাসেই জানান দিয়েছেন , ইনাকে দিয়ে হবে ।
সাদা মনের মানুষ / প্রচুর পোস্ট করেছেন পরিভ্রাজক এই ব্লগার ।
সর্ব / মন্তব্য করেন না বললেই চলে ।
সাকিন উল আলম ইভান / ব্যপক পরিচিত চমৎকার একজন লিখক ।

সিলেটি জামান / কমেন্ট পেয়েছেন কম । লিখার মান ভাল ।
সুখী পাগলা / নিয়মিত নন ।
সুজন পাল / সুন্দর পাঁচমিশালি পোস্টের সমাহার ঘটিয়েছেন ।
ৈসকত ইসলাম / পোস্টে নিরব , মন্তব্যে সরব ।
সব মনে থাকে / সম্ভামনাময় নতুন ।
স্কর্পিওন / সদ্য জেনারেল ।
স্বপ্নরাজ্য / ভাল লিখার চেষ্টায় আছেন ।
সেলিব্রেটি ব্লগার / ইনি স্বঘোষিত , লিখেন ভাল ।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি / পোস্ট , কমেন্ট কম দেখেই ইনার নিকের সত্যতা পাওয়া যায় ।
সালমাহ্যাপী / মালয়শিয়া ভ্রমনেও সামুকে ভুলতে পারেন নি , লিখেন চমৎকার ।
সোনালী ডানার চিল / কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড , চমৎকার কবিতা লিখেন ।
স্বপনবাজ / মন্তব্যে অকৃপণ , সম্ভাবনাময় নতুন ।
সুখী চোর / সরব ব্লগার ।
সায়েদ রিয়াদ / দুই দফায় অনড় এই ব্লগার লিখেন ভাল ।
স্পাইসিস্পাই001 / ৯ পোস্টেই সামুতে ভাল লিখক দের সাথে জায়গা করে নিয়েছেন
স্পার্ক / সম্ভাবনাময় নতুন ।
সামাজিক জোছনা / পোস্ট করা একটি কবিতাই এই নতুনের সম্ভাবনার কথা বলে দেয় ।
সোমহেপি / গল্পচ্চলে অসাধারন লিখেন ।
সেলিম আনোয়ার / বিশাল কাব্য প্রতিভা, গদ্যেও অসাধারন , আমার বরাবরের সুহৃদ ।
স্তব্ধতা' / পাচ্ছিনা ।
সবুজ মহান / নতুন , চিন্তাশিল লেখক ।
সালমা শারমিন / বিশাল কাব্য প্রতিভা , গদ্যও চমৎকার লিখেন ।
সপ্নাতুর আহসান / সুন্দর গল্প লিখেন এই খেয়ালী মনের ব্লগার ।
সান্তনু অাহেমদ / ভাল গদ্য লিখেন , পদ্যও চমৎকার ।
সুস্মিতা শ্যামা / সাহিত্যে ভাল জ্ঞ্যান রাখেন , চমৎকার লিখেন , কবিতায়ও অসাধারন ।
সিডির দোকান / এক কমেন্টকে উনি ট্রেড মার্কের মত ব্যবহার করেন , লিখেন ভাল ।
সানড্যান্স / গদ্য , পদ্য মিলিয়ে সুন্দর লিখেন ।
স্বপ্নবিলাসী আমি / চমৎকার একজন লিখক , কয়েক মাস লিখছেন না ।



হেডস্যার / অন্যকে উৎসাহ দানে প্রচুর কমেন্ট করেন , লিখেনও চমৎকার ।
হৃদয়হীনা / অনিয়মিত ।
হৃদয়হীনবালক / অনিয়মিত ।
হাসান কালবৈশাখী / অসাধারন লিখেন ।
হা...হা...হা.. / একজন সেলিব্রেটি ব্লগার ,ইনার ব্লগটি মোট ৩৫২৫৩১ বার দেখা হয়েছে ।
হুপফূলফরইভার / অনিয়মিত ।

হু-কেয়ারস / অনিয়মিত ।
হাসান বায়জিদ / এক পোস্ট ।
ৈহমনতী / কি কবিতা , কি গদ্য, কি ছবি ব্লগ , সকল ক্ষেত্রেই চমৎকার পদচারনা ।
হাসি .. / ৫ টি চমৎকার পোস্টেই অসাধারন লিখনি শক্তির প্রমান দিয়েছেন ।
হাসান যোবায়ের / অসংখ্য চমকপ্রদ টেক পোস্টের জনক এই সেলিব্রেটি ।
হায়দার সুমন / সুন্দর কবিতা লিখেন ।



ৎায়ইাবুর / পোস্ট কম , অনেক জোক পোস্ট করেছেন ।

বিবিধ

chinu_138 / অনেক শেয়ার করেছেন । আমার অনেক পুরনো সুহৃদ ।
১১স্টার / মালয়েশিয়ার জাতীয় ফল ডরিয়ন এর পর পোস্ট নাই ,লিখেন ভালই ।
chainaami / অনিয়মিত ।
asmabk / মন্তব্য খুব কম করেন ।
nazmulfeni / অনিয়মিত ।
chin২ / প্রচুর পোস্ট করেছেন ।
soton / শুধু লিঙ্কই চেয়ে গেলেন ।
bhondoami_nostotumi / অনিয়মিত ।
৪০৪ পাওয়া যায়নি / অনিয়মিত, প্রতিভাসম্পন্ন মাকাল ফল ।
shfikul / প্রচুর মন্তব্য করেন , লিখেনও ভাল ।
১০৩০৯০০৩ / কম সক্রিয় ।
Sohelhossen / লিখেন ভাল ।
িট.িমম / অনিয়মিত পোস্ট দেন ভালই লিখেন ।

ুুপাংশুল / সুন্দর কবিতা লিখেন ।
samolbangla09 / দেড় বছর লিখে মন্তব্য পেয়েছেন ২ টি , ব্লগের হালচাল এখনো বুঝে উঠতে পারেন নি ।
adder69 / ইনিও ব্লগের হালচাল এখনো বুঝে উঠতে পারেন নি ।
shahinur70 / ৩ বছরে ৩৭ পোস্ট । লিখেন ভালই ।
Palol / সুন্দর কবিতা লিখেন , গদ্যও ।

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
১৯১টি মন্তব্য ১৯২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নুরুরা মদীনাতে খেয়ে না খেয়ে আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৭

.
...
.......
নবীজির রওজার কাছে দাঁড়িয়ে আছি। আমার মেয়ে আর স্ত্রীর প্রথম নবীজির রওজায় দোয়া চাওয়ার জন্যে আসা। হঠাৎ-ই একজন বাংলাদেশী আমার কাছে আসলেন। পরিচয় দিয়ে বললেন - একটু কথা বলতে পারি?... ...বাকিটুকু পড়ুন

বেগম খালেদা জিয়া মুলত তার সৌন্দর্যের জন্য এবং সংযত কথার জন্য জনপ্রিয়

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

মানুষ সৌন্দর্যের পূজারী। তাই তো গান রচিত হয়েছে ‘ যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। ' বেগম খালেদা জিয়া জনপ্রিয় একজন নেত্রী। কিন্তু আমার ধারণা... ...বাকিটুকু পড়ুন

শিশু রাসেলকে নিয়ে তেলবাজির নমুনা ...

লিখেছেন এমএলজি, ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:৫২

হাসিনা আমলে শিশু রাসেলকে নিয়ে রিসার্চের অন্ত ছিল না। অবুঝ এ বালককে নিয়ে দেশের প্রথম কাতারের সাহিত্যিক-সাংবাদিকবৃন্দও 'সারগর্ভ আলোচনা' করতে করতে মুখে ফেনা তুলতেন। লক্ষ্য, হাসিনার সুনজরে থাকা।

প্রাণঘাতী কোভিড চলাকালেও... ...বাকিটুকু পড়ুন

বেগম জিয়া ফিরুক!!

লিখেছেন শূন্য সারমর্ম, ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১০




বেগম জিয়া গুলশান ছেড়ে লন্ডনে চলে গেছেন; ব্লগে বিভিন্ন আলোচনা লেখা-লেখি চলছে,আপোষহীনতার অভাব কখনোই ছিলো না নাকি ;দেখতে শুনতে ভালো,বিদ্যায় টাইটানিক বহন করা মস্তিষ্ক। যাইহোক, বাঙালীদের জন্য এমন রাজনীতিবিদ... ...বাকিটুকু পড়ুন

আপনার রাজনৈতিক প্রজ্ঞা কি ইডিয়টের লেভেলে?

লিখেছেন জেনারেশন৭১, ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১০



আপনি বাংলাদেশে বাস করে, দেশের চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহকে কি সঠিকভাবে বুঝতেছেন, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, কাহারা দেশ প্রতিষ্ঠা করেছেন, কাহারা কি কারণে ইহার বিরোধীতা করেছিলো, ইহা ঠিক মতো... ...বাকিটুকু পড়ুন

×