লিখায় কমেন্ট পেতে লিখকের যেমন ভাল লাগে , তেমনি কমেন্টের জবাব পেতেও কমেন্টেটর দের ভাল লাগে ।
দুঃখের বিষয় অনেক লিখককে দেখা যায় , কোন কমেন্টের জবাব দেন না ,পোস্ট দিয়েই হাওয়া হয়ে যান ।
এই সব লিখকরা কমেন্টের উত্তর না দিয়ে হাওয়া হয়ে যান কেন ।
তার কিছু কারণ নিন্মে লিপিবদ্ধ করা হল ।
১। মূর্ছা যাওয়া ব্লগার ;
পোস্টের প্রসব যন্ত্রণায় ( খুশিতে) ইনারা সেন্সলেস হয়ে যান । ওজা এনে ঝাড় ফুকের পর হুশ এলেও সামুর ভুতে পেয়েছে মনে করে ইনাকে আর কম্পুর সামনে বসতে দেয়া হয় না ।
২। কানসিতে চড় খাওয়া ব্লগার ;
এই শ্রেণীর পোস্ট দাতারা পড়ার টেবিলে বই খুলে, কোলের উপর লেপি রেখে যেইনা পোস্ট টি দিয়ে সেরেছেন অমনি সোর্সের ( ছোট ভাই ) ইনফরমেশনে ডিবির ( মায়ের ) হাতে ধরা ।
গ্রেফতার হওয়ার প্রাথমিক ধকলে ( কানসির নিচে চড় খেয়ে )
লেপির ফ্লোরে গড়াগড়ি ,ব্যাটারি এক দিকে ডিসপ্লে আরেকদিকে ।
৩। কমেন্টের উত্তর না জানা ব্লগার ;
ইনারা সাধারনত কপি পেস্ট ব্লগার । পত্রিকা থেকে কপি করে পোস্ট দিয়েছেন ,'' কিভাবে ওয়াই ফাইয়ের সাহায্যে বান্ধবীর গতিবিধির উপর নজর রাখবেন '' ।
মন্তব্যে একজন হয়তো লিখেছেন '' আমার অমুক মডেলের তমুক মোবাইলে কিভাবে ওয়াই ফাই সংযোগ নেব যদি বলে দিতেন ।''
আরেক জনের মন্তব্য ,'' কাজের মেয়ে দারোয়ানের সাথে ফষ্টি নসটি করছে কিনা জানার জন্য এই প্রযুক্তি কিভাবে কাজে লাগাবো প্লিজ ।''
এই টাইফের ১৬ টি কমেন্ট আসার পর উত্তর দিতে না পেরে ইনারা কম্পু বন্ধ করে বাথরুমে আত্মগোপন করেন ।
৪। হিট প্রত্যাশী ব্লগার ;
ইনাদের ব্লগে সাধারণত কেউ ঢুঁ মারেন না ।
( ব্লগ লিখছেন ৩ বছর ২ মাস , ব্লগটি মোট ২৬ বার দেখা হয়েছে টাইফ )ইনাদের ধারনা, লিখক কমেন্টের উত্তরে কি লিখেছেন দেখার জন্য হলেও কমেন্টেটররা তার ব্লগে দু চার বার ঢুঁ মারবেন ।
এতে ২৬ এর স্থলে ৩৩ হয়ে যাওয়াও বিচিত্র নয় ।
৫।তস্কর টাইফ ব্লগার ;
ইনাদের আবার নিজের কম্পু নাই । কম্পুর মালিক বন্ধুটি বাথরুমে ঢুকলে এই সুযোগে ৬ লাইনের একটি কবিতা প্রসব করে অফ লাইনে চলে যান ।
( পুরাই ফান )