তারপরেও আমি খুশি যে, এতো বিদগ্ধজনের নজরকাড়া লেখার ভীড়েও কেউ কেউ আমাকে একপলক দেখে যান । তাঁরা যে আমাকে আসলে কৃতজ্ঞতাপাশেই বেঁধে ফেলেছেন তা হয়তো তাঁরা নিজেরাও জানেন না । আমি এঁদের কাছে ঋনী তো বটেই এঁরা আমার প্রেরনারও উৎস ।
আর যারা রইলেন অধরা তাঁরাও যে একদিন বাঁধা পড়বেন, এই একটুকরো আশা করতে দোষ কি !!!
পাঠক সংখ্যা যেখানে নগন্য সেখানে তাহ’লে লিখি কেন, এই প্রশ্ন আসতেই পারে ।লিখি প্রানের তাগিদে, ঠিক আপনাদেরই মতো । নিছক জনপ্রিয়তার জন্যে নয়, আপনাদের সাথে মিলেমিশে যেতেই নিজেকে তুলে ধরা ।
ব্লগের এই স্রোতে মিশে যেতে স্বরূপ বদলানোর প্রয়োজন পড়েনা । নিজেকে অবারিত করে দিলেই সেই স্রোতের একটি ধারা হয়ে ওঠা যায় । আর সেই সুবাদেই “ ইঁদুরের লেজ ধরে টেনে টেনে ছবি আঁকা শিখুন” এর পরবর্তী অংশটুকু তুলে ধরতে প্রয়াসী হলুম । তাদের জন্যে, যাদের সময় কাটছেনা কিছুতেই । অসহ্য সময়কে যাতে সহনীয় করে তুলতে পারেন -
“ ইঁদুরের লেজ ধরে টেনে টেনে ছবি আঁকা শিখুন”
এবারে আর পেন্সিল টুল নয় । “সেপস” (Shapes) টুল থেকে কেবলমাত্র “কার্ভ’ (Curve) টুলের ব্যবহার ।“কার্ভ’ (Curve) টুলটি ধরে ক্যানভাসে রেখা টানুন । এবারে মাউসে (ইঁদুরে) রাইট ক্লিক করে লেজ টেনে টেনে কার্ভটিকে নিজের পছন্দসই কোনও আকৃতিতে নিয়ে আসুন ।ইঁদুরটাকে (মাউস) ছেড়ে দেবেন না যতোক্ষন পর্য্যন্ত না আপনার মনোমতো হয় । প্রথম প্রথম কষ্ট হবে, দেখবেন কয়েকবার প্রাকটিস করলেই ঠিক হয়ে গেছে । এক একটি রেখা আঁকবেন আর ইঁদুরটিকে ছেড়ে দেবেন ।এভাবে অনেকগুলি কার্ভড রেখা জোড়া দিয়ে আপনার মনমতো ছবিটি এঁকে ফেলুন । ব্যাস ৯০% কাজ শেষ । অবশ্য প্রয়োজনে আপনি “রাউন্ড” টুলটিও ব্যবহার করতে পারেন এই সাথে ।
এবারে ? রঙ করবেন , আর কি ? কি রঙ করবেন ভাবছেন ? ভাবাভাবির কিচ্ছুটি নেই । যা খুশি রঙ করুন । রঙ করতে হলে ব্রাসের দরকার নেই । টুলস অপশানে গিয়ে “ফিল উইথ কালার” ক্লিক করুন ।পাশের রঙের ডাব্বায় গিয়ে পছন্দসই রঙ বেছে কার্ভ দিয়ে তৈরী Shapes ( যা আসলে আপনার আঁকা ছবি)এর ফাঁকা জায়গাগুলো ভরে দিন ।সুন্দর একটি ছবি হয়ে উঠবে ।নিজের নাম এবং তারিখ লিখতে ভুলবেন না ।
আপনাদের বোঝার সুবিধার্থে আমার এভাবে আঁকা খানকয়েক ছবি দেয়া গেল এই সাথে । আর অনুরোধ, যদি কারো ভালো লেগে থাকে বা মন্দ লাগে তবে তা আমাকে জানান । আর পরিশেষে – উপরে আমার পাঠকসংখ্যা নিতান্তই নগন্য একথা বলতে গিয়ে যে কারন উল্লেখ করেছি তাতে যদি কেউ আঘাত পান তবে জানবেন তা একান্তই অনিচ্ছাকৃত ।
ভালো থাকবেন সবাই……………….