কবিতাবিদ্বেষী হিসেবে ব্লগে আমার একটা অন্যায্য ভাবমূর্তি গড়ে উঠেছে। নিশ্চিতভাবেই এক দুর্ভাগ্যজনক অভিধা। অথচ বরাবরই আমি ভালো কবিতার নিবিষ্ট পাঠক। ভালো কবির অনুরাগী। কবি ও কবিতা- দুই-ই ভালো লাগে।
গত রাতে একটা সাইটে শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদে "কালিদাসের মেঘদূত" পিডিএফ আকারে পেয়েছি, পুর্ণেন্দু পত্রী আগেই খানিকটা পড়া ছিল, ওই সাইটে কথোপকথনের দুই পর্বই আচমকা হাতে পেয়ে ভালো লেগেছে। কিন্তু এ হল ছাড়া ছাড়া ব্যাপার। আমার কাছে আছে তো আরিফ জেবতিকের কাছে নেই। কৌশিকের কাছে আছে তো হাসিবের কাছে নেই। প্রিয় কবিতা নিয়ে নুশেরা, ফারহান দাউদদের অনুরোধও চোখে পড়ে মাঝে মাঝে। হুমায়ূন আজাদের একটি অসামান্য কবিতা ইউনিকোডে রূপান্তর করে ব্লগে দিয়েছিলেন মুকুল। পোস্টের ভিড়ে সেই কবিতা এখন আর খুঁজে পাই না। আবদুর রাজ্জাক শিপন ইদানিং কিছু কিছু কবিতা ব্লগের পাতায় তুলছেন। এরকম আরো অনেক কালোত্তীর্ণ কবিতা নিশ্চয়ই ইউনিকোডের বেশ নিয়ে ব্লগে ছড়িয়ে-ছিটিয়ে আছে।
সোজা বলে ফেলি, বাঙালির প্রিয় কবিতাগুলো, ব্লগারদের প্রিয় কবিতাগুলো এক জায়গায় জড়ো করতে চাই। শক্তি থেকে শঙ্খ, শামসুর রাহমান থেকে গুণ, আবুল হাসান থেকে রুদ্র- মোটামুটি যতোটা পারা যায়। আবেদনে সাড়া দিন। পুরো কবিতা না হোক, প্রিয় কবিতার নামটি অন্তত বলে যান। স্ক্যান করা কপি কোথাও থাকলে সম্ভব হলে তাও বলুন।
পোস্টটি আমি মাঝেমাঝেই রিপোস্ট করতে পারি ব্লগারদের দৃষ্টি আকর্ষণের জন্য