>এই কথাটা নিয়ে গত কয়েকদিন থেকে ফেবুতে যেন ঝড় বয়ে গেছে!! আমি জানি না ব্লগে সেরকম কিছু ঘটেছে কি না? সবচেয়ে আজিব কারবারর হলো- কথাটা কিংবা প্রতিবাদের ভাষা হিসেবে কেন কিছু মেয়ে এটা বেছে নিয়েছে সেটা দেখা হয়নি! বরং এটাকে নোংরামী/ লাইক খাওয়ার জন্য/ সেলিব্রিটি হওয়ার জন্য/ এইটা সেইটা বলে আখ্যায়িত করা হয়েছে আবার কিছু ছেলে পাল্টা পোস্ট দিয়েছে বীর্যপাত আর খৎনা দিয়ে!! কি আজিব কথা...? ঘটনার সুত্রপাত- ভারতবর্ষে "রজঃশ্রাব পূর্ণ নারীদের অশূচি ঘোষণা করা হয়েছে! প্রতিবেশী দেশ হিসেবে সেই আলকাতরা আমাদের দেশেও যে রঙ ছড়াবে না তা নয়- তাই এই নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে- হ্যাপি টু ব্লিড এই নিয়ে অনেকেই লিখেছে! ব্যাস শুরু হয়ে গেছে কচলানী...! আচ্ছা,
>ভাই ঋতুস্রাব আর বীর্যপাত কি এক জিনিস হলো?
>আপনারা দেখলেন না কেন মেয়েরা এটা লিখছে প্রতিবাদের ভাষা হিসেবে? তারা বাধ্য হয়েছে, তাদের বাধ্য করা হয়েছে! যখন একজন ঋতুবতী মেয়েকে অপবিত্র এবং অশুচ ঘোষণা করা হয় তখন প্রতিবাদ আসতেই পারে! কেন সেই সময় একটা মেয়েকে অপবিত্র ঘোষনা করা হবে? হ্যাঁ আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে- সেই সময়ে কোরআন পড়া যাবে না, নামায পড়া যাবে না রোজা রাখা যাবে না, সেক্স করা যাবে না... এটা কিছু নিষেধাজ্ঞা কিন্তু তাই বলে সেই সময় একটা মেয়েকে আপনি অপবিত্র অপবিত্র বলে তিরস্কার বা ব্যঙ্গ্যোক্তি করবেন এটা কি বলা হয়েছে? যদি তাই হয় তাহলে সে সময়ে একজন মা/বোন /বউ এর হাতের রান্না আপনি গদ গদ করে খান কি করে? তখন ঘেন্না হয় না? মনে হয় না আপনার মা/ বোন/ বউ এর মত একটা অপবিত্র নারীর হাতের রান্না আপনি খাচ্ছেন?
> কি করে ঋতুস্রাব আর বীর্যপাত এক জিনিস হয় ভাই বলেন?
বীর্যপাত কি আপনার প্রতি মাসের নির্দিষ্ট সময়ে হয়? প্রতি মাসে কি আপনি এই নিয়ে মানসিক/ শারীরিক যন্ত্রনায় ভুগেন? পেটের ব্যাথায় অস্থির হয়ে চিৎকার করেন? ওয়াশ রুমে রক্ত দেখতে দেখতে কি নিজের খাওয়ার প্রতি আপনার অরুচি আসে? মাথা ঘুরে? রক্তাল্পতায় ভুগেন? অ্যানিমিয়া হয়? বমি হয়? কেন বুঝেন না- ঋতুস্রাব মেয়েদের লাইফ সার্কেলের একটা নির্দিষ্ট চক্র যে চক্রের কারনেই এই আপনি/ আমি এই দুনিয়াতে আসতে পেরেছি তাহলে সেই চক্র যদি অপবিত্র হয় আপনার জন্মটাই তো অপবিত্র রে ভাই? আর ভাই, বীর্যপাত চাইলেই ঘটানো সম্ভব, পিরিয়ড নয়।অথচ বীর্যপাত হবার জন্য পুরুষকে ঘৃণা করা হয় না, কিন্তু পিরিয়ড হলে নারীকে নিগ্রহ করা হয়, অপবিত্র ঘোষণা করা হয়। বীর্যপাত হল যৌনকামনার ফল ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। আর পিরিয়ড অনেক কষ্টের, ব্যাথার, ঝামেলার, অনিচ্ছার।আর মেয়েদের মাসিকের ব্যাপারটাতে আপনারা মানে ছেলেরা বেশী কৌতুহলী, উৎসাহী, মজা নেওয়ার চেষ্টা করেন তাই হয়তো আপনাদের আবারো জানা প্রয়োজন যে এটা প্রাকৃতিক নিয়ম। প্রতিটি মেয়ে কিংবা মা কে এ প্রাকৃতিক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। আর আপনাদের বীর্যপাত ও প্রাকৃতিক একটা বিষয় কিন্তু মেয়েদের এ ব্যাপারে নাক সিটকানো কিংবা আগ্রহ তেমন প্রবল না। এই হল তফাৎ!
এই দেশে এখনো কিছু কুলাংগার আছে যারা মেয়েদের পিরিয়ড নিয়ে অশ্লীল মজা নেয়। কয়টা মেয়ে আছে যারা আপনাদের বীর্যপাত নিয়ে মজা নেয়?
>অনেক মেয়েই আবার বলেছে- এটা প্রকাশ করা ঠিক হয়নি! মানে একটা মেয়ে তার পিরিয়ডের সময়ের কাহিনী তুলে ধরে প্রতিবাদ জানিয়েছে! কেন তাকে অপবিত্র বলা হবে এই নিয়েই সে লিখেছে ? মেয়েটার লেখাতে কোন অশ্লিলতা ছিলো না! অথচ কিছু মহামান্য বালক/ বালিকা তাকে অশ্লীলতা / পিরিয়ডের সাথে তাদের বীর্যপাতের ঘটনা এক কইরা নিজেরে জাহির করেছেন?
>> ভাই ও বোনেরা এই গোপন জিনিসটাকে বেশি বেশি গোপন বলে বলেই নারীকে নিগ্রহ করা হয়েছে হচ্ছে ! অথচ এটা একটা প্রাকৃতিক সার্কেল ! আর একে গোপনীয় বলে বলেই অনেক মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় না, এখনো অনেক মেয়েই এ সময়ের সচেতনতা সম্পর্কে অজ্ঞ! এখনো গ্রামে- গঞ্জে অনেক মা বোনেরা এক টুকরো কাপড় গুঁজে নিয়ে নিজের অজ্ঞতার কারনে অনেক ধরনের রোগে ভুগে! এখনো এটাকে অই যুগের ছেলেরা কিংবা আজকের ইয়ো ইয়ো ছেলেরা মজা হিসেবে দেখে... আর এখনো এই যুগে এই পিরিয়ড চলাকালীন একটা মেয়ে অপবিত্র এই বলে ঘোষনা করা হয়!!
সত্যি সেলুকাস বড্ড অদ্ভুদ এসব কারবার...!!!
>>> পিরিয়ড একটা স্পর্শকাতর বিষয় রে ভাই এটা নিয়ে সচেতনতার প্রয়োজন খুব বেশি কিন্তু তা না হয়ে এটাকে আরো বেশি জটিল করে আপনারা সেই বিষয়টাকে আঘাত করে মেয়েদের নিগ্রহ করছে দিনের পর দিন...!! মানসিকতার পরিবর্তন করেন রে ভাই... এই বিষয় নিয়ে আজাইরা ক্যাচাল না করে একবার নিজের ঘরের দিকে তাকিয়ে সেখানে থাকা আপনার মা/ বোন/ বউ এর কথা ভাবুন... ! আর মেয়েরা আপনারা এইটাকে ছেলেদের মত গুপুন গুপুন বিষয় বইলা চিল্লা-পাল্লা না কইরা স্বাভাবিক ভাবেই এই নিয়ে সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসুন! নিজে সচেতন হোন আপনার চারপাশে থাকা মানুষকে সচেতন করুন!
(পিরিয়ড চলাকালীন একটা মেয়েকে কি কি বলে অশুচী ভাবা হয় এখনো এই দেশে আমাদের চারপাশে তা নিয়ে আর একদিন লিখবো- আপাতত বলছি এটা নিয়ে এমন ক্যাচাল না করে সহজ ভাবে নিন)
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১