একটা সময় ঠিক এমন ভাবেই আমরাও হেরে জেতাম!! খুব কষ্ট লাগতো তখন, হাতের মুঠোয় থাকা ম্যাচ টা ফসকে যেত। এরকম অনেক দিন দেখেছি সহ্য করেছি, ধৈর্য ধরেছি। তাই আজ বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অনন্য পরাশক্তি। আজকে বাংলাদেশ জিতেছে, আর বাংলাদেশ যখন জিতে যায় জিতে যাই আমরা সবাই। অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবাইকে, অভিনন্দন সকল বাংলাদেশী দর্শকদের। অভিনন্দন সকল বিশ্ববাসীকে। আফগানিস্তান খুব ভালে খেলছে তারা। তাদের পারফোরম্যান্স ছিলো খুব ভালো। আফগানিস্তানকেও অভিনন্দন জানাই। প্রতিবারই বাংলাদেশ যখন খেলতে মাঠে নামে তখন আমার অনুভূতি থাকে অন্যরকম চাঙ্গা। আজ বহু দিন পর বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখলাম। আমাদের দেশের লড়াকু টাইগারদের দেখলাম মাঠে, বিশ্বাস করেন অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে বাংলাদেশ দলের খেলা দেখবো। আজকের খেলা টা খুব হার্টথ্রব একটা খেলা হয়েছে। পুরো হা্ড্ডা হাড্ডি লড়াই। বাংলাদেশ দলের খেলোয়ারদের অনেক ভুল ছিলো মিস ফিল্ডিং ক্যাচ মিস্ যা শোধ্রাতে হবে। এরকমভাবে আমরা অনেক বার হেরেছি যা আর হারতে চাই না।
আর মাশরাফি ভাইয়ের কথা না বললেই নয় যখনই উনি মাঠে নামলেন ব্যাট হাতে তখনই গ্যালারী পুরো হই হুল্লোর উত্তেজনায় কেঁপে উঠেছিলো। মাশরাফি বিশ্বের বুকে এক নতুন বিস্ময় ও স্পৃহার নাম। বাংলাদেশ ক্রিকেটের এক অভয় পরাশক্তি, এক নতুন অষ্ট্রেলিয়া। হ্যা বাংলাদেশ যদি এভাবে আরও ভালো পারফোর্ম্যান্স করতে থাকে তবে অষ্ট্রেলিয়াকেও হার মানিয়ে দেবে। তখন ইন্ডিয়াও আমাদের দলকে ক্রিকেট খেলতে সাদরে আমন্ত্রন জানাবে। অষ্ট্রেলিয়া এবং ইন্ডিয়া আর সকল দলই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে খুব হিসাব করে।
অভিনন্দন সাকিব আল হাসানকেও, সাকিব এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। তার জন্য শুভ কামনা রইলো...
আরেকটা খুশির ব্যপার হলো তাসকিন ও সানি সকল নিষেধাজ্ঞা পেরিয়ে এসে পরেছে। সানি দলে নেই কিন্তু তাসকিন ছিলো। আজকে প্রথমে তার পারফোরম্যান্স ভালো ছিলো না পরে অবশ্য হিসাব বরাবর করে দিয়েছে। তাসকিনের ব্যপারে কথাটা বলার কারন ফেবুতে অনেকে লেখালেখি করছে তাই।।
মাঠে ওরা এগারো জনকে যখন দেখি তখন মনে হয় পুরো জগতটাকেই দেখছি।
আবারও অভিনন্দন বাংলাদেশ দলকে, বাংলাদেশ এগিয়ে চলো, টাইগাররা এগিয়ে যাও। গর্জে উঠো...
ছবিসূত্র:- ইন্টারনেট