
ঈদে ঘুরতে যাবেন নাকি সিলেটে??!!বাংলাদেশের মধ্যে যে এলাকাটিকে প্রকৃতি নিজ হাতে অপরূপে সাজিয়েছে তার সকল মোহনীয় রূপ নিয়ে, এই অপূর্ব এলাকাটি হল সিলেট।সিলেটে আছে অসংখ্য অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য যা একটা থেকে আর একটা যেন বেশী সুন্দর।
আসুন ,আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি পূন্যভুমি সিলেটের কিছু অসাধারণ স্পট থেকে।
ঢাকা থেকে সিলেট যাওয়ার উপায়ঃ
বাসঃ
১)এসি (সোহাগ এবং গ্রীনলাইনের)
ভাড়াঃ ৬৫০ টাকা।
২)নন এসি (ইউনিক,হানিফ,শ্যামলী প্রধানত – আমার মতে ইউনিকটা বেটার)
ভাড়াঃ ৩৫০/-
৩)ট্রেনঃ সকাল ৬:৩০, দুপুর ২:৫০, রাত ১০:০০ টা।
শোভনঃ ১৫০/- শোভন চেয়ারঃ ১৮০/- প্রথম শ্রেনীঃ ২৫০/- প্রথম শ্রেণী(এসি) ৪৫০/- কেবিনঃ ১৬০০/-(৪ টা সিট বাঙ্ক সহ)
আপনাদেরকে নামিয়ে দেবে বাস ও ট্রেন একই জায়গায়। ঐ জায়গা থেকে আপনারা যেহেতু ট্যুরিষ্ট তাই সিএঞ্জি নিতে পারেন। কিন ব্রীজের বা নতুন ব্রীজের উপর দিয়ে আপনি প্রবেশ করবেন শহরে। কিন ব্রীজের গোড়ায় প্রকান্ড একটা বৃটিশ আমলের ঘড়ি আছে। এখনো সচল। অ্যান্টিক পিস একটা।
এরপর থাকার পালা।
টাকা পয়সা নিয়ে যাদের চিন্তা নেই,পাচতাড়া টাইপ হোটেলে থাকতে চাইলে আপনি যাবেনঃ
১)হোটেল রোজ ভিউ।(সোবহানিঘাট)
২)হোটেল নির্ভানাইন।
৩)হোটেল অনুরাগ।
হোটেল পাড়া প্রধানত দুই জায়গায়।
১)তালতলা (স্টেশনের একেবারে কাছে)
ভাল কিছু হোটেল আছে।পছন্দ অনুযায়ী যাচাই করুন।
২)মাজার গেট। (হযরত শাহজালাল রঃ এর মাজারের গেটে)
এখানেও প্রচুর ভাল ভাল হোটেল আছে।
(হোটেলের চেকি ইন এবং আউট দুপুর ১২ টার দিকে মাথায় রাখবেন)
এসেছেন,থাকার ব্যাবস্থাও হল।এবার ঠাণ্ডা মাথায় ঘোরার প্ল্যান করুন।
স্পটগুলি দেখে নিনঃ
এবার দেখুন কিছু ট্যুরিজম স্পটের রিভিউ।পছন্দ করুন কোথায় কোথায় যাবেন??(মাজার গেটকে আমি সেন্টার ধরে নিচ্ছি)
হযরত শাহজালাল(রঃ) ও শাহপরান(রঃ) এর মাজারঃ
সিলেটে আসলে কেউই এই স্পট মিস করে না।একটিবার মাজারে গিয়ে মোনাজাত করে আসে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই।
হযরত শাহজালাল (রঃ) এর মাজারঃ
- মাজার গেট নামক জায়গায়।মাজার গেটের হোটেলে থাকলে পায়ে হাটা পথ।
-মাজারে জুতা খেয়াল রাখবেন।
-বিখ্যাত জালালী কবুতর ও গজার মাছ দেখতে ভুল্বেন না।
-ভিক্ষুকদের কাছ থেকে সাবধানে থাকবেন।
হযরত শাহপরান (রঃ) এর মাজারঃ
জাফলং রোডে।
শাহজালালের মাজার থেকে লেগুনা ,সিএঞ্জি ছাড়ে।
সিএনজি ভাড়াঃ ১২০-১৫০/-(আপডাউন ২০০/-)
ছাত্রসমাজের ক্ষেত্রে লেগুনা বাঞ্ছনীয়(কমের ভিতর যাবার জন্য)।
মাজারগেট থেকে আপডাউন ২ ঘন্টা লাগবে।
তাই জাফলং থেকে ফেরার পথে উকি মেরে যায় সবাই এখানে ।কারন একই রাস্তায়।
জাফলঙঃ
সিলেটের সর্বাধিক পরিচিত স্পট হল জাফলং।প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে জাফলংকে নিজের মত কোড়ে।মেঘালয় পাহাড়,মেঘ,টল্টলে পানির লেক,পাথর আর সাদা বালু আপনাকে স্বাগতম জানাবে। বাংলাদেশের সেরা রাস্তা মনে হয়য় এটাই।রাস্তায় যেতে যেতে চা বাগান,পাহাড় ,জল্প্রপাত আর কি চাই???!!!
মাজারগেট থেকে মাইক্রোবাস ভাড়াঃ
২৫০০-৩০০০ /-(রাত পর্যন্ত থাকবে)
সিএনজি ভাড়াঃ
১০০০-১২০০/-(৫ জন যেতে পারবেন)
জাফলং এর পথে শ্রীপুর পড়ে।আর একটি সুন্দর জায়গা। পরে আলোচনা করতেছি এইটা নিয়ে।
জাফলং গিয়ে গেট দিয়ে ঢুকবেন।দেখবেন আপনার সামনে কি অসাধারন সৌন্দর্য আপেক্ষা করছে।নৌকা ভাড়া ১৫০/-।
ওপাড়ে খাসিয়া পাড়ায় অবশ্যই যাবেন মনে করে। খালের ওপাড় থেকে খাসিয়া পাড়ায় যেতে রিকশা ভাড়াঃ ১০০/-
রিকশাই বেস্ট এখানে।খাসিয়া রাজার বাড়ি,জমিদারের বাড়ি দেখতে পাবেন। কমলা বাগান , পানের বাগান দেখতে পাবেন। একজায়গায় গিয়ে থামাবে।ঐ খান থেকে মধু কিনবেন না খবরদার।ভেজাল। চা বাগান ঘুরে এসে পড়বেন।
জিরো পন্টে যাবেন। সাতা র না জানলে হাটু পানির বেশী পানিতে নামবেন না।
গোসল করতে অবশ্যই শর্টস ,টাওয়েল নিয়ে যাবেন।মেয়েদের চেঞ্জের কোন ব্যাবস্থা নাই মাথায় রাখবেন।
সন্ধাটা উপভোগ করবেন ওখানে।(চলবে)
দ্বিতীয় পর্বঃ
Click This Link
আরো বেশ কিছু পর্ব দেব।আশা করি উপকারে আসবে আপনাদের।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১২