
১। ১৯৭২-১৯৭৫ সনের ন্যায় আইন-শৃংখলা বাহিনীর হাতে, ক্ষমতাসীন দলের ক্যাডারদের হাতে ভিন্নমতালম্বীসহ শান্তিকামী জন গনের ব্যপকভাবে মৃত্যুবরন (গুপ্ত হত্যা,প্রকাশ্যে হত্যা, প্রহসনের বিচার) শুরুর আলামত।
গুপ্তহত্যা নাকি অন্যকিছু: Click This Link
২। প্রশাসন,শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, বিচার বিভাগ এমনকি ধর্মীয় উপসনালয় স হ সর্বক্ষেত্রে নগ্ন দলীয়করণ ও আত্মীয়করণ করে দেশকে বাপ-মেয়ে-নাতি-নাতনীর private ltd. com. রুপান্তরিতকরন।
৩। চরম নতজানু পররাষ্ট্রনীতি---ব্যাক্তি স্বার্থে দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়া। এম কি সীমান্তে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষীদের হাতে নির্বিচারে বাংলাদেশী হত্যার পরও সামান্য প্রতিবাদটুকুও না করা।
বিএসএফের আবারো গুলি করে বাংলাদেশী হত্যা: http://priyo.com/forum/2009/jun/19/27537.html
৪। 'জাতির জনক'-র নামে সবকিছুকেই নামকরন (এভাবে নামকরনের/নামবদলের জোয়ারে গন শৌচাগারও যদি 'জাতির জনক'-র নামে হয় দেশবাসী আশ্চর্য্য হবে বলে মনে হয় না)।
৫। তথাকথিত স্বাধীন (!) নির্বাচন কমিশনকে সরকারের 'His Master Voice'-এ ষোলকনায় পু্রণ করা।
নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে : সিইসি: Click This Link.
৬। সরকারের রক্তচক্ষুকে ভয় না করে দেশের সার্বিক চিত্র তুলে ধরার কারণে ঠুনকো অভিযোগে 'চ্যানেল ওয়ান' বন্ধ করে ১৯৭৫ সনের বাকশালী কায়দায় ভিন্নমতালম্বী মিডিয়াসমুহকে বন্ধ করার পায়তারা করা।
চ্যানেল ওয়ান বন্ধ করে দিয়েছে সরকার: Click This Link
৭। মহাজোট সরকারের চুনো-পুটি সহ রুই-কাতলা, সামরিক-বেসামরিক আমলা, সরকারী দলীয় শিল্পপতি-ব্যবসায়ী, হলুদ সাংবাদিকদের ব্যপক দুর্নীতির তদন্ত যাতে দুর্নীতি-দমন কমিশন (দুদক) না করতে পারে তার জন্য 'জ্বী-হুজুর/yes Sir' টাইপ চরিত্রের গোলমের 'দুদক'-কে ঠুঁটো জগন্ণাথে পরিনত করা।
দুদকের ক্ষমতা খর্ব: Click This Link.
৮। সার্বিক বিচারব্যবস্থাকে ভেংগে ফেলে সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার আদলে হুকুমের বিচার-ব্যবস্থা কায়েম করার জন্য অনবরত শক্তি, কুট-কৌশল প্রয়োগ করা।
বিচার ব্যবস্থা কাঁচের ঘরে আবদ্ধ: Click This Link
Click This Link
৯। উচ্চ-আদালতের নির্দেশনা সত্বেও কথা-বার্তায় বস্তিবাসীনি বাচাল শেখ হাসিনা ক্রমাগত হিংসা-বিদ্বেষ, উস্কানী মুলক কথাবার্তা বলে নিজ দলীয় নেতা-কর্মীদের বাইরেও সাধারন মানুষকে উস্কে দিয়ে জাতি হিসেবে আমাদেরকে বর্রবর যুগে ফিরিয়ে নেবার পথ প্রশস্ত করা।
১০। ..... আরো অনেক....
সারমর্ম: এভাবে যদি চলতে থাকলে সেদিন বেশী দুরে নয় যেদিন বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক, নৈতিক অবক্ষয়ের পাশা-পাশি জাতীয় দুর্যোগময় মুহুর্তেও (ভুমিকম্প, বন্যা, টাইফুন, বহি:র্শক্তির আক্রমন ইত্যাদি) জাতি এক হতে পারবে না। বাংলাদেশ তখন সত্যিই একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত হবে।
অতএব, সাধু সাবধান!!!
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:৫০