উনি আমাদের সহ ব্লগার শাহানাজ সুলতানা। আমি আগে জানতাম না উনি ব্লগার এবং উনার বই্ও বের হইছে। অথচ সেদিন আমার লেখা উনার লেখার মাঝখানে ঢুকিয়ে পোস্ট দিলেন। ফ্রেন্ড একজন সেখানে বলেও আসলেন লেখাটি চুরি করলেন। কিন্তু শাহনাজ আপি লেখাটি চেঞ্জ করেননি কিংবা ডিলেটও করেননি। আমি আসলে উনাকে লজ্জা দিতে চাচ্ছিলাম না। মানুষ ভুল স্বীকার করলে ছোট হয়ে যায় না। এমন অনেক হয়েছে যে সরি বলে লেখাটি ডিলেট করে দিয়েছে অথবা আমার নাম দিয়ে দিয়েছে। তাছাড়া উনি সহব্লগার-কিছুতেই চাইছিলাম না ব্লগে উনার নামটা প্রকাশ করি। কিন্তু এতদিন হয়ে গেলো তিনি লেখাটি গোপনও করেননি। চেঞ্জ ডিলেট করেননি। এখন আমার কি করা উচিত-উনার দম্ভ ভেঙ্গে দেয়া উচিত নয় কি? আমি ব্লগে উনার নামটা প্রকাশ করবো? ঠিক হবে কি-না-উনার মনে কষ্ট দিতে চাইছিলাম না।
এটা স্ট্যাটাসে লিখেছিলাম ফেবুতে....তারপর উনাকে ম্যাসেজ দিয়েছিলাম ফেবুতেই-কিন্তু তিনি আজও ম্যাসেজের সারা দেন নি কিংবা পোস্ট টি এখনো ডিলেট কিংবা চেঞ্জ করেন নি। অন্যের লেখার মাঝখানে আমার লেখাগুলো অন্যের নামে থেকে যাবে সেটা আমি চাই না। যেহেতু তিনি এখানে ব্লগিং করেন। তার উচিত ছিল লেখাটি চেঞ্জ বা ডিলেট করে দেয়া।
আমার ম্যাসেজ উনি সিন করেছেন তা দেখা যাচ্ছে....। তারপরেও চেঞ্জ না করার কারণ খুঁজে পাচ্ছি না

আমার লেখা ফটো ক্যাপশন কবিতা
=============================
আচ্ছা তুমি কি সবুজ ভালবাসো? প্রকৃতি? পাহাড়-নদী?
যেথায় উছলায় সুন্দর-ছলাৎ ছলাৎ জল বয়ে যায় নিরবধি!
তুমি কি প্রজাপতি ভালবাসো-ফড়িং কিংবা উড়ন্ত পাখি
আহা রংধনু রং ছড়িয়ে ডানায়-ইচ্ছে সেথায় দিবানিশি দৃষ্টি রাখি।
আচ্ছা তুমি কি ফুল ভালবাসো? অর্কিড শিউলী বেলী কিংবা বকুল
ঝরে যেথায় মাতাল ঘ্রাণ, ছড়ানো আহা ভালবাসার মুকুল।
ঝরা পাতার কাব্য চিনো-বাজে যেথায় রুনুঝুনু নুপূর
আচ্ছা তুমি কি কখনো দেখেছিলে রোদ্দুর ভরা কোনো এক উদাস দুপুর?
তালপুকুরের জলের আয়নায় দেখেছিলে আকাশ ছবি?
আচ্ছা তুমি কখনো মুগ্ধতা ছুয়েঁ, ছন্দ সুরে হয়েছো কি কবি?
হেঁটেছিলে মেঠোপথে সবুজ ধারে আলে আলে
হেমন্তের শিশিরমাখা পথ হেঁটে
আঙ্গুলের ডগায় শিশির বিন্দু-মেখেছিলে গালে?
ফুল দেখেছো? রং দেখেছো-পেঁজাতুলো মেঘ দেখেছো
কখনো কি মনের মাঝে মুগ্ধতার স্বপ্ন একেঁছো?
বুকের বামে কখনো কি সুর উঠেছে-পাখির সুরে ফুলের সুরে ভ্রমর সুরে
কখনো কি স্রষ্টার সুন্দর গায়ে মেঘে-থেকেছিলো সুখের ঘোরে?
এসব কিছু তোমার ধাতে নেই কি? তুমি কি-গো পাথর মানুষ
কেবল তুমি উড়াও বুঝি, মন আকাশে কড়ির ফানুস।
একদিন এসো দিবো তোমায় মুগ্ধতা সব-বুক পকেটে-নিয়ে যেয়ো
ইচ্ছে হলে সেদিন তুমি এই আবেগীর মনটা চেয়ো।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৯