ছবিগুলো গতকাল তুলেছিলাম খুব সকালে...... রাতের বেলা বৃষ্টি হইছিল । তো সকালে স্কুলে গিয়ে হাঁটতে গিয়ে দেখি সবুজ পাতায় পাতায় ভেজা অনুভূতি ঝুলে আছে। অনুভবে সে অনুভূতিগুলো তো অবশ্যই মনে সেঁটে রাখতে হবে তাই মোবাইলেই সেড়ে নিলাম কর্মখান। অনেক ছবি তুলতে ইচ্ছে হইছিল কিন্তু এত্ত আপলোড করলে সবাই আমারে বকবে। তাই অল্পৱর উপরই চলে গেলো আজ।
১।
ভেজা দিন ভেজা পাতা
মনে যেনো সুখের ছাতা
২।
মুক্তোর দানা ভেজা পাতায়
তুলে রাখলাম কাব্যের খাতায়।
৩।
বৃষ্টির মুক্তো বলে ওরে পুঁই
নড়িস না তোর বুকে একটু শুই
৪।
ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কি স্নিগ্ধতা
স্পর্শ করলে হেসে উঠি মুগ্ধতায়।
৫।
কচু পাতায় টলমলে জল
করছে আহা কেমন যে ছল
পড়ে আবার পড়ে না সে
কেরে..........
কচু পাতায় মুক্তা চাষে।
৬।
জলে ধুয়ে গেলো ধূলোবালি
সাজিয়ে দিলো ঐ মুক্তোর ডালি
৭।
চিড়ল পাতায় বৃষ্টি পড়ে
মুক্তো সাজায় থরে থরে
গলে গলে পড়ছে দেখি
মুক্তো হলোনা দুল একি!!
৮।
পাতার ডগায় বৃষ্টির জলে
ভিড় জমায় দলে দলে
বাতাস এলেই গড়িয়ে যায়
স্পর্শ দিয়ে যায় আমার পায়।
৯।
পাতার জামায় মুক্তোর চাষে
বৃষ্টি নাকি ভালবাসে
সবুজ করে আরো সবুজ
বৃষ্টির ফোঁটা হয়ে অবুঝ।
১০।
সন্ধ্যামালতির বাড়ি গিয়ে
স্নিগ্ধতা যে আনলাম ছিনিয়ে
বৃষ্টি ধুইলো মালতির পাতা
আহ মালতিতে কাব্যগাঁথা।
১১।
বকুল পাতায় বৃষ্টির পানি
মুছে দিলো ধূলোর গ্লানি
আফোটা বকুল ঠাঁয় বসে
ক্যামনে ফুঁটবে অংক কষে।
১২।
পাতায় পাতায় ফুলে ফুলে
বৃষ্টির মুক্তা আছে ঝুলে
বন্ধু তুমি দেখে যাও-না
মুক্তো তুলে হাতে দাওনা
১৩। ভেজা দিনে মন ভিজিয়ে
বৃষ্টি ঝরে ঝিরঝিরিয়ে
পাতায় পাতায় পানির ফোঁটা
সিক্ত করলো ফুলের বোঁটা।
১৪।
সজীব সজীব পাতাগুলো
হাওয়ায় দুলছে এলোমেলো
ফুটবে হঠাৎ সাদা ফুলটি
ভেঙ্গে যাবে বৃষ্টির ভুলটি।
১৫।
কামিনীর পাতায় লেপ্টে আছে স্নিগ্ধতা
ইচ্ছে করেই ছুঁয়ে দেই
শীতল অনুভবে ভেসে যাই কল্পনায়
হাজার ছন্দ ফিরে আসে মনে
আচম্বিতে মনের খাতায় লিখা হয়ে যায়
হাজার গল্প গান কবিতা।
১৬।
ভেজা দিন ভেজা মাটি
আহ কি শীতল পরিপাটি
স্নিগ্ধ স্পর্শ দূর্বাঘাসে
কে রে সেথা মুক্তা চাষে?
১৭।
মুক্তার ক্ষেতে ভাল ফলন
যদি না হয় হঠাৎ গলন
পড়ব মুক্তা কানে গলায়
বসে আছি দূর্বার তলায়।
১৮।
এসোনা দেখো নাকফুল পড়ে গেলো ঘাসে
সেঁটে আছে নাকফুল সবুজে
তুমি নেই বলে পাশে
দাওনা এনে হলুদ নাকফুল
নাকে চাবি এঁটে দিব ভালবাসায়।
১৯।
ভেজা মনে বসে বসে
বেজার মুখে উদাস দৃষ্টি
সব ভিজিয়ে দিতে হঠাৎ
ঝরঝরিয়ে নামবে বৃষ্টি।
২০।
ভেজা বৃক্ষ ভেজা পাতা
তবু তিক্ত মন গরম মাথা
চোখের নিচে ঘামের বহর
ব্যস্ত হচ্ছে ধীরে শহর।
২১।
অবশেষে.....
পা দুলিয়ে বসে আছি
ঊর্মি উঠা বৃষ্টির জলে
নগ্ন পায়ে বৃষ্টির ছোঁয়া
আহ কি স্নিগ্ধ টলমলে।
ভালবাসি এমন দিনের
বৃষ্টির জলের নগ্ন ছোঁয়া
উদাস দুপুর উদাস বিকেল
বৃষ্টির তরে যায় মন খোয়া।
পা ডুবিয়ে বসতে ইচ্ছে
বৃষ্টি আসকু ঝরঝরিয়ে
টিনের চালে বৃষ্টি পড়ুক
আচম্বিতে গড়গড়িয়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:১৯