লুকিয়ে ছিল, ছিল অনাবৃত একা
তখনও সূর্য ছিল পান্ড্রুর
তখনও প্রান্ত ছুঁয়ে আসেনি উজ্জ্বল্য।
অনন্ত অবসরের অবকাশে
আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল একা।
সংশয় ছিলা না ক্ষনিকের,
এবেলা পাতা ঝরছিল শুকনো,
চলে যাওয়া রাস্তা শ্রান্ত
ক্লান্ত প্রান্ত ছুঁয়ে যাওয়া
বিপন্ন ক্ষয়িষ্ণু ঢেউ রাশি,
অনেক নিবিড়তা মাড়িয়ে
মিশেছিল গৌরী বসনে।
হেমন্তের কাছাকাছি কোন এক নবান্ন দিনে
দৃষ্টি স্থির হয়েছিল সকল উষ্ণতা নিয়ে
ফাগুন অনেক দূর তাই,
তখনও অনাবৃত ছিল, একা।