মশিউর ও রিজভী কি এবার বলবে যে মমতার এই কথার প্রতিবাদ করা অসভ্যতা?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশ অবৈধভাবে তিস্তার পানি পাচ্ছে : মমতা
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে অবৈধভাবে তিস্তা বাঁধ দিয়ে পানি পাচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এজন্য রাজ্য পুলিশকে এই ঘটনার তদন্ত করার নির্দেশও দিয়েছেন তিনি।
বর্তমানে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে রয়েছেন। সফরের এক কর্মসূচিতে মঙ্গলবার সন্ধ্যায় দার্জিলিয়ে এক সভায় দাঁড়িয়ে মমতা বলেন, ‘দীর্ঘদিন ধরে খবর পাচ্ছি বিনা অনুমতিতেই তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। ভিন রাষ্ট্রে সেই জল যাচ্ছে। এই ঘটনা ভয়াবহ অপরাধ। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। রাজ্য পুলিশকে বলবো বিষয়টি দেখে দ্রুত রিপোর্ট দিতে।’
মমতার এমন হুমকি শুনে তড়িঘড়ি করে রাজ্য পুলিশ তিস্তা ব্যারাজের পানি প্রবাহের উপর নজরদারি শুরু করেছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে। একই সঙ্গে তিস্তা ব্যারাজের কর্মীদের ওপরও সন্ধ্যা থেকে গোয়েন্দাদের চোখ পড়েছে।
মমতা ব্যানার্জির বিরোধীতার কারণেই বাংলাদেশের সঙ্গে বহু প্রতীক্ষিত তিস্তার জল বণ্টন চুক্তি করতে পারেনি ভারতের কেন্দ্রীয় সরকার। এমন কি দেশটির প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ঢাকা সফরে গিয়ে তিস্তা চুক্তির সময়েও ওই সফর বয়কট করেন মমতা। যা কার্যত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।
যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হসিনার সঙ্গে মমতার ব্যাক্তিগত সম্পর্ক ভাল বলেই জানা যায়।
মুখ্যমন্ত্রী না হওয়ার আগেই এমন কি বিধানসভার ভোটের ফলাফলের চূড়ান্ত ঘোষণার আগেই জয়ের আভাস পাওয়ার পরই সব প্রটোকল ভেঙে শেখ হাসিনার ফোন গিয়েছিল মমতার কালিঘাটের বাড়িতে। সেই সময় মমতা নিজেও বলেছিলেন, শেখ হাসিনার সঙ্গে তার দিদির সম্পর্ক। যদিও বাস্তবে সেই সুসম্পর্কের কোন সুবাতাস পাননি বাংলাদেশের মানুষ।
ন্যায্য অধিকার থাকার পরও বাংলাদেশকে তিস্তার জল দেওয়া হয়নি এমন অভিযোগ বাংলাদেশের প্রায় সব মানুষের তরফ থেকেই উঠে এসেছে বারবার।
বাংলাদেশে মমতার জনপ্রিয়তায় কার্যত ধস নামার খবর পেয়ে মমতা খানিকটা ঘুরে গিয়ে জানিয়েছিলেন, বাংলাদেশ জল পাক। তবে সেটি বৈজ্ঞানিক উপায়ে। এর জন্য তিনি বিশিষ্ট নদী বিশেষজ্ঞ কল্যান রুদ্রকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট কমিশনও গড়েছিলেন।
বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী দীপু মণিকে সঙ্গে নিয়ে ঘোষণা দিলেন ১৫ দিনের মধ্যে সেই রুদ্র কমিশনের রিপোর্ট তাঁর হাতে যাবে। কিন্তু দুই বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত সেই কমিশনের রিপোর্ট প্রকাশ হয়নি।
ঠিক এমন এক অবস্থায় মমতা আবারও তিস্তার পানি নিয়ে বাংলাদেশিদের বিপক্ষে এই কঠোর অবস্থান নিয়েছেন। যুগাšত্মর
স্থানীয় সময় : ০২৫৫ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৩
Click This Link
***************
ফ্রি করিডোরতো বটেই রাষ্ট্রীয় অর্থে ভর্তূকী মূল্যেও ভারতীয় যানবাহনকে জ্বালানি দিতে কোন দ্বিধা করে না হাসিনার সরকার। তাই ভারত হতে ফি চাওয়া উপদেষ্টা মসিউরের কাছে অসভ্যতা! অন্যদিকে উজানের ৫৪টি নদ-নদীর মধ্যে মাত্র একটি তিস্তার পানির ন্যায্য বন্টন চাইলে ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতার তেলে বেগুনে জ্বলে উঠার অবস্থা হয়। মমতা এতই ক্ষিপ্ত যে মনমোহনের তথা ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে তাকে এই ইস্যুতে নরম করা সম্ভব হয়নি। এখন উপরন্ত মমতার অভিযোগ যে বাংলাদেশ নাকি অবৈধ তথা তিস্তা নদীর পানি চুরি করছে। ভারতের মধ্যে থাকা গজলডোবা বাধ অতিক্রম করে কিভাবে বাংলাদেশীদের পক্ষে তিস্তার পানি চুরি করা সম্ভব? হাসিনার সরকার যেখানে উজাড় করে মূক্ত হস্তে ভারতকে এত সুবিধা দিচ্ছে তার পরিবর্তে মমতা চরম সংকীর্ণতা, নোংরামী করছে বাংলাদেশের বিরুদ্ধে! এখন হাসিনার উপদেষ্টা গং মসিউর ও রিজভীরা কি মমতার এই কথার প্রতিবাদ করবে নাকি বলবে ভারতের এই অন্যায়ের প্রতিবাদ করা হল অসভ্যতা? অপেক্ষায় থাকলাম যে হাসিনার সরকার এই বিষয়ে যথাযথ প্রতিবাদ করে কিনা!
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
অবশেষে রিক্সালীগ সফল!
অবশেষে আবারো সরকার হার মানলো। হার মানলো রিক্সালীগের কাছে। এটা শুরু মাত্র। এখন সবকিছুতেই হার দিয়েই চলতে হবে হয়তো। যেটা কারোরই কাম্য ছিলনা। কাম্য ছিল তাদেরই যারা অন্যায়ভাবে শত শত... ...বাকিটুকু পড়ুন
সুবোধ বালক
এক যে ছিল সুবোধ বালক
জমিদারের নাতি
শ্বশুর বাড়ি আসতে-যেতে
তার ছিল এক হাতি
হাতির পিঠে চড়তো নাতি
দাদুর কোলে বসে
দুলকি তালে যেতে যেতে
ঘুম দিত খুব কষে
শ্বশুর বাড়ি গিয়ে নাতি
কী খেতো তা জানো?
ঝালমুড়ি আর মাঠা... ...বাকিটুকু পড়ুন
মেগা মানডে: সংঘর্ষ, বিক্ষোভ ও অহিংস প্রতিবিপ্লবের ভূত চেপে বসেছে ঢাকাবাসীর ঘাড়ে !
ভ
ঢাকায় নৈরাজ্য বেড়েই চলেছে। প্রতিদিন বিক্ষোভ ও সংঘর্ষ হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে। আজকে তার সাথে ঢাকাবাসী প্রত্যক্ষ করলো অহিংস অভ্যুত্থান কর্মসূচীর! বিভিন্ন জেলা থেকে মানুষ... ...বাকিটুকু পড়ুন
চিন্ময় ব্রহ্মচারী প্রভুকে গ্রেফতার করা হল কোন উদ্দেশ্যে?
আমার ধারণা চিন্ময় ব্রহ্মচারী প্রভুকে গ্রেফতার করা হয়েছে ইচ্ছাকৃতভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। ভালো উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয় নাই। চিন্ময় ব্রহ্মচারীর কথা বার্তা আমার ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
অসমাপিকা, ২২শ অধ্যায়
২১ অধ্যায়: Click This Link
তোমাকে বলেছিলাম
----নীরেন্দ্রনাথ চক্রবর্তী
"তোমাকে বলেছিলাম, যত দেরীই হোক,
আবার আমি ফিরে আসব।
ফিরে আসব তল-আঁধারি অশথগাছটাকে বাঁয়ে... ...বাকিটুকু পড়ুন