ইন্টারনেটে বহু সাইট আছে যেখানে অনলাইন টেলিভিশন চ্যানেলস বিনামূল্যে দেখা যায়। কিন্তু এগুলোর বেশীর ভাগই ভাইরাস, স্পাইওয়্যার, অবাঞ্চিত-বিরক্তিকর(স্প্যাম) বিজ্ঞাপন থাকে এবং অতিরিক্ত সফটওয়্যার ইনষ্টল করে দেখতে হয়। তার উপর দেখা যায় অনেক চ্যানেল ঠিকমত আসে না এবং ছবি ও শব্দ পরিস্কার নয়। এরই মাঝে একটি আদর্শ সাইট হল World Wide Internet TeleVision
http://wwitv.com/
সাইটটিতে এই লেখা পর্যন্ত ২৩১৫ টি অনলাইন টিভি চ্যানেলস আছে। বাংলাদেশে যাদের নেট স্পীড ন্যূনতম 32 KBPS বা এর অধিক তারা এই সাইটের সিংহভাগ চ্যানেলসই দেখতে পারবেন। তবে কিছু চ্যানেলস আছে যা স্ব স্ব দেশের ইন্টারনেট গ্রাহক ব্যাতীত অন্য দেশের কেউ দেখতে পারে না। যেমন ইটালীর RAI এবং পর্তূগালের RTPর বেশ কিছু চ্যানেলস। মোট ১৪৭টি দেশের সরকারী ও বেসরকারী চ্যানেলস এখানে আছে। সবচেয়ে বেশী হল যূক্তরাষ্ট্রের ৪০০রও বেশী। আর একটি করে আছে ৩০টির মত দেশের। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের কোন চ্যানেল এখানে নেই। বিনোদনরে বিভিন্ন ক্যাটাগরিতেও এগুলোকে নিম্নলিখিত ভাবে ভাগ করা আছে;
Business news
Educational
Entertainment
Government
Kids
Lifestyle
Movies
Music
News (live)
News (vod)
Religious
Shopping
Sports
Weather
Webcam streams
তবে স্পোর্টসের ক্ষেত্রে কোন উল্লেখযোগ্য কিছু এখানে নেই। কারণ ফুটবল ও ক্রিকেটের উল্লেখযোগ্য ম্যাচ সবই পে-চ্যানেলস। তবুও মুভি, ড্রামা সহ অন্যান্য অনেক বিনোদনেরই অভাব পূরণ করবে বলে আমি মনে করি। ২০০৯ সালে এই অনলাইন টিভি চ্যানেলস নিয়ে আমার একটি পোষ্ট ছিল;
মাত্র 14.5 KBPS হতে সর্বচ্চো 256 KBPS এর মধ্যে ক্যাবল টিভির মতই উপভোগ করুন ৭৭ টি দেশ, ৮০০ এর অধিক সম্পূর্ণ ফ্রি লাইভ অনলাইন টেলিভিশন চ্যানেলস!
Click This Link
এখানে www.ontvtime.com বেশ কিছু চ্যানেলস 16 KBPS এর মধ্যে দেখা গেলেও অনেক সময় মূল সাইটের সাথে লিংক ভেঙ্গে যায় তাতে আর কিছুই দেখা যায় না এবং ছবির মানও আশানুরুপ নয়। আশা করি এবারের এই সাইটটি ব্লগারদের কাছে আরও উপভোগ্য, মজাদার এবং সন্তোষজনক হবে।