উদাহরন হিসেবে যে ব্লগগুলো তৎক্ষনাৎ চোখে পড়েছিলো, সেগুলোকেই তুলে ধরেছি।
সামুর ফ্যাসিলিটিজের তুলনা নাই, এ কথা অনস্বীকার্য। বাংলায় ব্লগিং করার ফুল মজা এ ব্লগ থেকেই নেয়া যায়। ব্লগের পাতায় যখন আপনার লেখা প্রকাশ পায়, তখন আপনার ভেতরের পটু/অপটু লেখকটাই সবার সামনে উন্মোচিত হয়। মনে আছে কিশোরবেলায় একটা কবিতা লিখে ছাপানোর জন্য কতো পত্রিকায় খামে ভরে পাঠিয়েছিলাম। হাসি পায় এখন সেসব কথা মনে পড়লে। সামু ব্লগে এন্ট্রি মারার পর আর চিন্তা করতে হয়নি। দেদারসে লিখে গেছি, পড়ার মানুষের অভাব নেই।
কি লিখছেন আপনি? কবিতা, ছড়া, গল্প, আর্টিকেল, রম্য, ফাউ, ভ্রমন কিংবা ফটু ব্লগ? অথবা এর সবকটিই? যাই লিখে থাকুন, মনে রাখবেন আপনার লেখায় প্রকাশ পাচ্ছে আপনের ভেতরের লেখকটার স্বকীয়তা। তবে সেটা মনে করিয়ে দেয়ার জন্য এই পোস্টের অবতারনা নয়। আমার লেখার বিষয় হচ্ছে ''ব্লগ থিম''। কিংবা ব্লগ শিরোনামও বলা যায়। অসংখ্য ব্লগার প্রতিনিয়ত লিখে যাচ্ছেন ব্লগে। কিন্তু কজনের ব্লগের শিরোনাম তাদের ব্লগের প্রতিনিধিত্ব করে? ক্ষমা চেয়ে নিচ্ছি এ ধরনের অনধীকার চর্চার জন্য। আসলে হুট করেই মাথায় ভাবনাটা ঢুকলো। কেন যেন মনে হলো, ব্লগ শিরোনাম টা এমন হওয়া উচিত যেটা দেখলেই ব্লগ বা ব্লগার সম্বন্ধে পরিষ্কার ধারনা পাওয়া যাবে। আমার এ ভাবনাটা একান্তই ব্যাক্তিগত। কারো উপর চাপিয়ে দেওয়ার জন্য নয়। প্রচুর ব্লগ শিরোনাম আছে যেগুলো চোখে পড়লেই নিমিষেই বুঝে নেয়া যায় ব্লগার বা ব্লগটি কিরকম হতে পারে। আমি কিছু শিরোনাম এখানে তুলে ধরছি। দেখা যাক, শিরোনামের সাথে কতোটুকু যায় এই ব্লগগুলো।

রাজাকারমুক্ত ব্লগ- ভুলেও ঢুকিসনা- এমনকি চিন্তা করারও প্রয়োজন আছে ব্লগ বা ব্লগার সম্পর্কে??

নিঃসঙ্গ শেরপা- ওয়ান ম্যান আর্মি- যুদ্ধবাজ হিসেবে নিজেকে ঘোষিত করেছেন এই ভদ্রলোক। তবে লেখার ক্ষেত্রে রবী ঠাকুরের অনুসারী বলতে পারেন একে। সব বিষয়েই......

ফিউশন ফাইভ
অভদ্র ছেলের ব্লগ- নো কমেন্টস!!

শারফুদ্দিন- ছুপা রুস্তম!!
খারাপ ছেলে- তা আর বলতে!!!

মানুষ-রমজান!!
কর্কশ সুর- এক্কেবারে বিপরীত!!! শিরোনাম পরিবর্তন করা দরকার

ফারহান দাউদ-ডেথমেটাল ব্লগ
ছাগু ঢুকলেই কট- নো কমেন্টস অ্যাগেইন!!

শয়তান-ডাকবাকসো ব্লগ
"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"- এই না হলে কালপুরুষ ব্লগের শিরোনাম


কালপুরুষ
''ধুর!!'' - ওই মিঞা খুইলা কন!!

হাসান মাহবুব- প্যারানোইড ওরফে হার্ডকোর ব্লগার।
রোদেলা নামে আমার কোনো বান্ধবী নেই- অমা তাই নাকি!!!

আমি রোদের ছেলে
মার্চেন্ট অফ ডিরিম!!- স্বপ্নবনিক??? গুড গুড

কাঁকন
বান্দর কত প্রকার!এখন সব বান্দর গ্রুপ!- রসিক বান্দরের ব্লগ!!

উদাসী স্বপ্ন-ফ্যাডেড ড্রিমস ব্লগ

অধ্যাপক গুলাবী- এই ভদ্রলোককে শিরোনাম দিয়ে চেনার দরকার নেই- ফেভারিট ব্লগার!!

তামিম ইরফান-গুলাপআলী ব্লগ!!
উত্তুরে হাওয়া- আমার মতে গনিতের হাওয়া!! গনিত বুঝিনা বইলা যাইনা ওখানে!!

ম্যাভেরিক
সব হোদল গুলার মধ্যে সবচেয়ে বড় হোদল- মাশাল্লাহ!!

হোঁদলরাজা
|| নিজস্ব সাইট করছি: - ফিল্ম ডাউনলোডের একটা সাইট কবে করতাছেন??বিডি আইডল

মূর্ছনা ডট কম || SYMBOL OF MUSIC ||- মন্তব্য নিষ্প্রয়োজননিঃসঙ্গ-রাহী ওয়ান ব্লগ।

পৃথিবীর সব ভাল-মন্দের ভীড়ে---এই আমি--জেরী- ভিড়ের চাপে চ্যাপ্টা হইয়া যাইয়েন না আবার ইঁদুর আপা!!জেরী ০০৮

ছিল রুমাল, ও কি!...হয়ে গেল একটা বেড়াল...!!- শিরোনাম দেখে বোঝার উপায় কি আছে???প্রজ্ঞা তাসনূভা রাইয়াৎ

ভাসমান ভাস্কর- ক্যামেরা হাতে ভাইসা বেড়ান নাকি বস??জামাল ভাস্কর


ভদ্রবেশী বুইড়া ভামদের ঘৃনা- কি বুঝিলেন? লোল পছন্দ করেন না এই ব্লগার!!

কাছিম এর ব্লগ
পাখি ও পাপ- ঘোর লাগা ব্লগ!! কবিতায় অনন্য!!নির্ঝ্যর নৈশঃব্দ
আলো নিয়ে আসবে বলে আঁধারেও অপেক্ষা ছিল - বুঝতেই পারছেন কোবতে ব্লগ!!!
সহেলী- পেরেন্ড ব্লগ!!
অ আ ক খ- বেমানান; এই ব্লগের নাম হওয়া উচিত ছিলো- ধর্মের কল বাতাসে নড়ে

আরিফুর রহমান
কাটে না সময় যখন আর কিছুতে...- তখন ব্লগেই ফিক্স করি আপন ঘড়িখান,

ব্লগই শেষ ঠিকানা।
ডালভাজা- পিওর টক-মিষ্টি-ঝাল ব্লগ!!
চানাচুর
বোহেমিয়ান কথকথা- ভবঘুরের কথকথা হইলেও ভালো লেখেন এই ভদ্রলোক।

বোহেমিয়ান০০৭
স্মৃতি বড় উচ্ছৃঙ্খল..........- এ কি? এতোদিন জানতাম সিরিতি তুমি বেদনা!! - এই ব্লগটার সম্পর্কে কিছুই বলতে পারছিনা!

পূর্নিমা নিত্য- সজল