খেলা দেখতে না পারাদের মধ্যে একজন ছিলেন কণা। কাল তিনি মন্তব্য করেছিলেন- ইস্! খেলাটা মিস করলাম! মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে।
আজ বাংলাদেশ কাত করে দিলো ও.ইন্ডিজকে। তাই কণাকে বলছি, যদি আজকেও মিস করে থাকেন, তাহলে মাথার চুল ছিঁড়তে শুরু করুন। কারন, টাইগাররা আর একটিই ইতিহাস রচনা করেছে। ক্যারিবিয়ানদের হারিয়ে দিয়েছে ৬ উইকেটে।
আশরাফুলের টর্নেডোতে উড়ে গেছে ও.ইন্ডিজ। বল হাতে যে ক্ষতিটা তিনি করেছিলেন, কড়ায় গন্ডায় পুষিয়ে দিয়েছেন ব্যাট হাতে। মাত্র ২৭ বল খেলে রান করেছেন ৬১। তাও আবার দ্রুততম ফিফটি সমেত (টুয়েন্টি২০)।
ব্রাভো আশরাফুল! সাবাশ টাইগারস!
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১০ রাত ২:৪১