somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনের প্রথম আয় অনলাইন আউটসোর্সিং থেকে। ৬,৮০০ টাকা মাত্র।

০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আজকের এই পোষ্টে সবাইকে অনেক অনেক সুভেচ্ছা ও স্বাগতম। আশাকরি সবাই ভাল আছেন। আমি নতুন ব্লগার তবুও ইচ্ছে করেই আগুনে ঝাঁপ দিলাম। কারণ আমি জানি অনলাইন আয় বিষয়ক টিউন করা আর আগুনে ঝাঁপ দেয়া প্রায় সামান কথ। যদিও আমার এই টিউনটি কাউকে জ্ঞান দেয়ার উদ্দেশ্যে নয়, জাস্ট শেয়ার করা আরকি।

আমি অনেকদিন থেকেই শুনে আসছি অনলাইন আউটসোর্সিং এর কথা। আমি বিষয়টির প্রতি খুবই আগ্রহী ছিলাম। আমার ইচ্ছে ছিল অনলাইন থেকে অন্তত ১ ডলার হলেও ইনকাম করব। কিন্তু এখন ১ ডলার না একসাথে ১০০ ডলার পেয়ে গেছি, ১০০x ৬৮= ৬,৮০০ টকা মাত্র।

আমি অনেক কষ্ট করে বিভিন্ন সাইটে কাজ করে আমার এলার্টপে একাউন্টে ১০৩ ডলার জমা করেছিলাম।

আমি কিভাবে টাকা পেলাম এ সম্পর্কে বিস্তারিত জনতে পরবেন এখান থেকে।

এখন আমি যে সকল সাইটে কাজ করে ডলারগুলো জমা করেছি তার কথা বলব খুবই সংক্ষিপ্ত আকারে।


আমি মুলত আনলাইন মাইক্রো জব সাইট মাইক্রোওয়ার্কারস এবং বেশ কয়েকটি PTC সইটে কাজ করে এই ডলার গুলো জমা করেছিলাম।মাইক্রোওয়ার্কারস সম্পর্কে আর নতুন করে কিছু বলে আপনাদের মুল্যবান সময় নষ্ট করতে চাই না। কারণ সাইটটি সম্পর্কে অনেকেই জনে। তবুও যারা নতুন তাদের জন্য আল্প কিছু বলছি।

মাইক্রোওয়ার্কারস হচ্ছে অনলাইনে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করার জনপ্রিয় একটি সাইট। দিন দিন সাইটটির জনপ্রিয়তা বাড়ছে এবং কাজের পরিমাণও বাড়ছে।
আমি বর্তমানে মাইক্রোওয়ার্কারসের মত আরও কয়েকটি সাইটে কাজ করছি তবে মাইক্রোওর্কারসই সেরা মনে হচ্ছে। মাইক্রো জব সাইটে কাজ করতে প্রথম প্রথম ঝামেলা মনে হতে পারে। কিছুদিন কাজ করার পরই কেবল মজা বুঝা যাবে। যত দিন যাবে তত আপনার ইনকাম বাড়বে কারণ দিন দিন আপনি কাজের ধরণ বুঝতে পারবেন। মাইক্রো জব সাইটে কাজ করতে হলে খুব বেশী কিছু জানার দরকার নেই। ইন্টারনেট সম্পর্কে Basic জ্ঞান থাকলেই চলবে যেমন- কিভাবে বিভন্ন সাইটে Registration করতে হয়, কি ভাবে ভোট দিতে হয়, কি ভাবে বায্ আপ করতে হয়, কি ভাবে বিভিন্ন বুকমর্কিং সাইটে লিংক দিতে হয়, কি ভাবে ফোরাম পেষ্টিং করতে হয়, কি ভাবে Twitting করতে হয়, কি ভাবে ফেসবুকে wall posting, Like করতে হয় ইত্যাদি। সাইটটিতে Sign up বোনাস ১ ডলার যখন ২৫ ডলার ইনকাম করতে পরবেন তখন ওই বোনস ১ ডলার আপনার একাউন্টে জমা হবে। প্রতিটি কাজের জন্য ১০ সেন্ট থেকে সর্বচ্চো ২ ডলার দিয়ে থাকে। তবে প্রথম অবস্থায় সহজ কাজ ১০ সেন্ট দিয়েই শুরু করা উচিৎ। আমি সর্বচ্চো ৫০ সেন্ট পর্যন্ত কাজ করতে পারি। প্রতিটি কাজ করার আগে Employer কি বলছে মানে আপনি যে কাজটি করেছেন তার প্রমাণ সরুপ Employer কি চাচ্ছে তা মনোযোগ সহকারে পড়তে হবে। তার পর যদি মনে হয় আপনি কাজটি করতে পরবেন তাহলে কাজটি Employer যে ভাবে করতে বলেছ ঠিক সেই ভাবে করে I accept this job এ ক্লিক করে সেখানে Employer যে প্রমাণ চেয়েছে যেমন- দেশ,নাম, ইমেইল, IP address, ইত্যাদির বিবরণ দিয়ে Submit এ ক্লিক করে কাজটি জমা দিন। কজটি জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার Account এ টাকা জমা হবে না। আপনার জমাকৃত কাজটি Employer ৭ দিনের মধ্যে দেখবে। দেখে যদি মনে করে কাজটি ঠিক মত করতে পেরেছেন তাহলে Satisfied করবে তখন আপনার একাউন্টে টাকা জমা হবে।আর না হলে Not satisfied করবে। যে কাজটি করতে পরবেন কেবল সেই কজটি Accept করবেন তা না হলে আপনার Success রেট যদি ৭৫% এর নিচে নামে তহলে ১ মাসের জন্য আর কোন কাজ জমা দিতে পরবেন না। তাই কাজ জমা দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। কোন কারণে যদি Employer ৭ দিনের মধ্যে আপনার কাজের রেট না দেয় তাহলে ১৫ দিন পর Automatic ভাবে আপনার একাউন্টে উক্ত কাজের টাকা জমা হয়ে যাবে আপনার কাজটি হোক বা না হোক। আবার কোন কাজ ঠিক মত করার পরও যদি Employer not satisfied দেয় আর আপনি যদি Sure থাকেন যে কাজটি আপনি ঠিকভাবে করেছন তাহলে তার নামে রিপোর্ট করা যাবে। তবে সধারণত এরকম হয় না কারণ কোন Employer চায় না তার নামে রিপোর্ট আসুক।আপনার একাউন্টে যখন ১০ ডলার জমা হবে তখন Withdraw করতে পারবেন এলার্ট পে, মানি বুকার্স এবং পেপাল একাউন্টে।
প্রথম বার Withdraw করার পর আপনার বসা বা অফিসের ঠিকানায় ৩০ দিন পর একটা পিন নাম্বার আসবে। তারপর পিন নাম্বারটি সাবিমট করলেই ৭ দিনের মধ্যে আপনার একাউন্টে ডলার চলে যাবে।পিন নাম্বার শুধু প্রথমবারই প্রয়োজন হবে পরবর্তিতে আর প্রয়োজন হবে না। পিন নাম্বার পাওয়া পর্যন্তই যত ঝামেলা পরে আর কোন ঝামেলা নেই শুধু কাজ করবেন আর আপনার একাউন্টে ডলার পাঠাবেন।

মাইক্রো জব সাইটে কাজ করতে হলে যা যা লাগবে।


১. ইন্টাননেট সমন্ধে Basic ধারণা তো লাগবেই উপরে যা আলোচনা হয়েছে।
২. বেশ কয়েকটি ইয়াহু এবং জিমেইল আইডি লাগবে।
৩. ১০০ Friends সহ ২/৩ টি Face book একাউন্ট থকলে বেশী কাজ করা যাবে।
৪. ২০০ Followers সহ কমপক্ষে ২ টি Twitter একাউন্ট থাকতে হবে।
৫. বেশ কয়েকটি বুকমার্কিং সাইটে Registration করা থকতে হবে।
এই লিংকটি থেকে বিভিন্ন বুকমার্কিং সাইটে Registration করতে পারেন
৬. বিভিন্ন ফোরামে Registration করা থাকতে হবে। এখান থেকে করতে পারেন।
৭. নিজের একটি ব্লগ বা সাইট থাকলে বেশি কাজ করা যাবে।
আরও অনেক কিছুই লাগতে পারে, আমি এখনও শিক্ষার্থী পর্যায়ে আছি।
আমার মাইক্রোওয়ার্করসের বর্তমান অবস্থার Screen shot দেয় হল।




যারা মাইক্রো জব সাইটে কাজ করতে ইচ্ছুক তারা আমার এই সাইটটি থেকে Registration করতে পারেন যদিও আমার সাইটটির হ-য-ব-র-ল আবস্থা তবুও এখানে মাইক্রোওয়ার্কারস সহ মোট ৭ টি মাইক্রো জব সাইটের ঠিকানা দেওয়া আছে। যারা নতুন তাদের জন্য
Video দেওয়া আছে। কাজ করতে কোন সমস্যা হলে আমাকে জনাতে পরেন। আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করতে পারব। এখানে আমার যাবতীয় Contract info দেয়া আছে।



এখন কথা বলব PTC ( Paid to click) সাইট নিয়ে।

PTC সাইট নিয়ে বেশী কিছু বলতে ভাল লাগছে না। PTC থেকে ইনকাম করা অনেক সময়ের ব্যপার। তাছড়া বেশীর ভাগ সাইটই ভুয়া সাইট টাকা দেয় না। না বুঝে PTC সাইটে কাজ করলে আপনার শধু সময়ই নষ্ট হবে। হাতে গোনা কয়েকটি সাইট আছে যারা টাকা দেয় তবে আয় খুব কম। PTC তে আয় বাড়াতে হলে Membership upgrade করতে হবে এবং রেফারেল কিনতে হবে। শুধু Membership upgrade করলে হবে না সেই সাথে রেফারেলও কিনতে হবে আবার শুধু রেফারেল কিনলে হবে না সেই সাথে Membership upgrade করতে হবে তবেই কিছুটা ইনকাম বাড়বে। আমি কয়েকটি সাইটে রেফারেল কিনেছিলাম কিন্তু Membership upgrade করিনি তাতে আমার লাভ তো হয়ই নি উল্টো Loss হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। PTC জগতে একমাত্র Neobux কেই Elite সাইট হিসাবে গণ্য করা হয় একমাত্র Neobux ই Trusted and paying সাইট কিন্তু আমি অন্য কয়েকটি PTC সাইট থেকে টাকা পেলেও দুর্ভগ্যবশত Neobux থেকে এখনও টাকা পাই নি, চার চার বার আমার একাউন্ট Suspend করে দিয়েছিল কারণ আমার কিছু ভুল ছিল আর তাছাড়া আগে আমি সিম ইন্টরনেট ব্যবহার করতাম। আশা করি এবার টাকা পাব কারণ এখন আমি নতুন ইমেইল এবং নতুন আই পি Address দিয়ে Registration করেছি ইতিমধ্যে প্রায় ২ ডলা জমা হয়েছে। আর আমি যে সাইটগুলো থেকে টাকা পেয়ছি সগুলো হচ্ছে। 1. Clicksia.
2. Increase bux 3. bux matrix. আর warp bux থেকে কয়েক দিনের মধ্য পেয়ে যাব, ৩ ডলার Pending আছে সাইট টি ১০০% পে করে। PTC তে কাজ করতে হলে অভিজ্ঞতা কিছুই লাগে না। প্রথমে Registration করে তার পর View ads এ Click করে বিজ্ঞাপনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে কাজ শেষ। আমি PTC এর পিছনে অনেক দিন ধরে, অনেক সময় নষ্ট করে, অনেক ঘাঁটা ঘাঁটি করে এখন পর্যন্তু মাত্র ৯ টি সাইট পেয়েছি যে
সাইট গোলো ১০০% টাকা দেয় যেখান থেকে আমি নিজে টাকা পেয়েছি এবং আন্যেও পেয়েছে উপরে আমার এলার্ট পের Screen shot দেখলেই বুঝতে পরবেন।
চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে যদি PTC কাজ করতে যান তাহলে আমার মত আপনারও শুধু সময়ই নষ্ট হবে। তাই আমার মত আর কেউ যাতে PTC এর ফাঁদে না পড়ে সে জন্যই, শুধু আপনার জন্য, শধু মাত্র PTC এর খবরাখবর নিয়ে Best ptc zone নামক সাইটটি তৈরি করেছিলাম।

শেষ কথা
অনলাইনে টাকা ইনকামের জন্য তো অনেক ছুটোছুটি করলেন কতটুকু সফল হতে পেরেছন? যরা সফল হতে পরেন নি শুধু তাদের জন্য আমার আজকের এই পোষ্টটি। অনলাইনে আয় করার এর চেয়ে সহজ উপায় আমার জনা নেই থাকালে আশা করি জানাবেন।

১. Online micro job সাইটে Registration করার জন্য যাবেন এই খানে।
২. micro job করার ক্ষেত্রে বিভন্ন বুকমার্কিং সাইট এবং বিভন্ন ফোরামে Registration করার জন্য যাবেন এই খানে
৩. শধু মাত্র PTC তে কাজ কারার জন্য যাবেন এই খানে।

উপরের লিংক গুলোতে গিয়ে আপনি যে সাইটে কাজ করতে ইচ্ছুক সে সইটে প্রথমে Registration করবেন। কিভাবে Registration করতে হয় একথা জিজ্ঞাসা করলে মাইর খাবেন কইয়া দিলাম। নতুনদের জন্য ভিডিও দেয়া আছে।

Registration করার পর কাজ করতে কোন সমস্যা হলে সরাসরি আমার সাথে Contract করতে পারবেন এই খান থেকে
আমি যতটুকু জানি ততটুকু সাহয্য করতে পরব ইনশাআল্লাহ।

সর্বশেষে আমার একটি প্রশ্ন তা হল,

মাইক্রোওয়ার্কারস থেকে কেউ কি আনভেরিফাই পেপাল একাউন্টে ডলার সেন্ড করছেন? আমি কিন্তু ১৫ ডলার গচ্ছা খাইছি। উপরে মাইক্রোওয়ার্কসের Screen shot দেখেন সেখানে দেখানো হয়েছে ১৫ডলার পেপালে সেন্ড হয়েছে কিন্তু আমার পেপাল একাউন্টে এখনও কোন টাকা আসে নি। আমি আমি কয়েকবার Admin এর সাথে যোগাযোগ করলে বার আমাকে একই উত্তর দিয়েছে আর তা হল
There was small bugs fixed । এই small bugs টা যে কি ছিল আমি কিছুই বুঝতে পারিনি। পরবর্তীতে আমি এটা নিয়ে আর বেশী মথা ঘামাইনি কারণ আমাকে ঝামেলা মনে কারে যদি আমার একাউন্ট বন্ধ করে দেয় । আশা কারি উত্তর পাব।

পরিশেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মত আমার টিউনটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি ভাল থাকবেন সবাই।আর আপনার মুল্যবান মতামত জনাতে ভুল করবেন না কিন্তু।

বিঃ দ্রঃ- যারা সিম ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আমার পোষ্টটি কোন কাজে আসবে না। তারা টাকা পাবেন কি না এর কোন গ্যরান্টি আমি দিতে পারছি না বলে আন্তরিক ভাবে দুঃখিত।

*নতুন ব্লগার তাই ভুল হলে ক্ষমাপার্থী*

ধন্যবাদ সাবইকে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ২:০১
৬৯টি মন্তব্য ৪৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

লিখেছেন শাহ আজিজ, ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১০





যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

আমির হোসেন আমুকে দেখা একদিন....

২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন

=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২



বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×