সত্য ঘটনা অবলম্বনে। আমার চাচার মুখে শোনা গল্পের কাব্যরূপ।
তীব্র শীতের রাতে-
পাঁচ বন্ধু বসেছিলাম
খড়ের আগুন তাতে!
দুষ্ট বুদ্ধি হঠাৎ করে মাথায় গেল খেলে,
বললাম- খাওয়াবো মিষ্টি
বটতলাতে গেলে।
বটতলাতে অনেক ভয় সন্ধ্যা রাতের বেলা,
সেথায় নাকি ভূতেরা সব
বসায় আসর মেলা।
ভয়ে ভয়ে একবন্ধু হয়ে গেলো রাজি,
একা একা সেথায় যাবে
ধরে ফেললো বাজি।
প্রমান স্বরূপ রেখে আসবে একটা খুঁটি গেড়ে,
সাহস করে সেথায় গেলো
জলদি পায়ে নেড়ে।
অনেক সাহস তবু বুঝি এইতো মরে যাই,
পেছন থেকে আবার নাকি
ভূতেরা এসে খায়!
নিচু হয়ে যেই গেড়েছে খুঁটি বটতলাতে,
আসতে যাবে তখন দেখে
চাঁদর টানে ভূতে।
ভীষন ভয়ে চাঁদর ফেলে এক দৌড়ে এসে,
মিষ্টি খাওয়ার লোভে এবার
জ্ঞান হারালো শেষে।
সকাল বেলা গিয়ে দেখি খুঁটির নিচে চাঁদর,
তাকেই নাকি ভূত ভেবে সে
ভীষণ ভয়ে কাঁতর।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮