মাওলানা ফারুকীকে তাঁর নিজ বাসায় জবাই করে হত্যা করা হয়েছে...
এই ঘটনায় যতটুকু না অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি এই হত্যাকাণ্ডকে সহীহ বানানোর চেষ্টা দেখে। অনেকেই অনলাইনে অনেক কথা বলছেন তাঁর মতবাদ নিয়ে, কিন্তু মতবাদের ভিন্নতা কি খুন করে ফেলাকে সমর্থন করে ? একটা মানুষের সাথে মতের মিল হলনা বলে খুন করে ফেলাটা কি ইসলামিক পন্থা ? আপনাদের মস্তিষ্কের সুস্থতা কামনা করছি।
দুঃখজনক হলেও সত্য, আমাদের পুরো জাতির একটা বিশাল অংশ মানসিকভাবে অসুস্থ। এরা হত্যাকে সমর্থনের একটা কারণ খুজতে চায়, ধর্ষণকে সমর্থনের একটা কারণ খুজতে চায়, দুর্নীতি-সন্ত্রাসকে সমর্থনের কারণ খুঁজতে চায়, ভিকটিমকে কোন না কোনভাবে দায়ী করার কারণ বের করার জন্য এরা সর্বদা উন্মুখ হয়ে থাকে।
এদেশের শিক্ষাব্যবস্থায় প্রত্যেক ক্লাসে একটা নতুন সাবজেক্টে পাঠদান করাটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে "বিবেকবোধ"...