এই কিচ্ছুক্ষন আগে, ২০১১'র শেষ দিনটা সূর্যাস্তের সাথে সাথে বিদায় নিল। মুসলিম বলেই হয়তো, রাত বারটা পর্যন্ত আর অপেক্ষায় রইলাম না, ৩৬৫ দিনের এই কয়েকশত বার লেখা "২০১১"কে বিদায় জানাতে। জানিনা, আজ সন্ধ্যায় যে চাঁদ আমার আকাশে উঠেছে আর আগামীকাল সকালের সূর্য যে আলো ছড়াবে সে কি বার্তা নিয়ে আসবে সকলের জীবনে?
২০১০'র আগের সবগুলো বছর , এই সন্ধ্যায় কেন জানি খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো। তাই এই সময়টায় বাহিরে থাকতাম, মনে মনে সূর্যকে বিদায় জানাতাম আর চাঁদকে স্বাগতম। চেষ্টা করতাম নদীর পাশে বেড়াতে। নতুবা কোন শুকিয়ে যাওয়া খালের উপর ব্রীজ, আর তারই এক পাশে এই হতভাগা , সাথে লয়ে মনেরও সাথী।
ভাবতো কেবল, এবছরটা যেমনই কাটুক মন্দ কাটেনি। সামনের সময়গুলো যেন অন্ধকার। কেবল অনিশ্চয়তা, সাথী হারাবার। কেন জানি মনে হয় আমার মাঝে হারাবার ভয় বড্ড বেশি। তাই তো সব ফাষ্ট জানুয়ারী অথবা পহেলা বৈশাখে, কেবল প্রার্থনা করি- আজ সন্ধ্যায় আমি যাদের নিয়ে কাটালাম, আগামী বছর এই সময়টাতেও যেন এরা আমার সাথে থাকে।
গত কয়েকটা বছর, এই সময়টা ঘরেই কাটাই, বের হতে ইচ্ছে করেনা। কথা বলতে ইচ্চে করেনা নদীর সাথেও। ক্লান্ত সূর্যটাও আমার বিদায় বানী না নিয়েই ঘরে ফেরে। সচেজ চাঁদও হয়তো আমায় খোজে? বাংলার কোন এক নদী অপেক্ষার প্রহর গুণে, কখন আসবে বরফ শীতল এক নতুন ভাবনা সাত সমুদ্র তের নদী পার হয়ে? কিন্তু এখানকার পানি যে এখন ঠান্ডায় জমে গেছে! আমার বার্তা কেমন করে বইবে এই নদী, তার যে ঢেউ নেই, নেই সে পাল তোলা নৌকা। তাই হয়তো আমিও বদলে গেছি।
জানিনা কি লিখব, কোথায় থাকবো, কেমন থাকবো আগামী ৩১শে ডিসেম্বর।.........বেচেই বা থাকবো কিনা?
স্বাগতম ২০১২।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৬