সামুতে আমরা যারা কবিতা, গল্প লিখছি; আমাদের একটা গ্রুপ থাকা উচিত। গ্রুপের সদস্যরা মাসের একটা দিন নির্দিষ্ট কোথাও মিলিত হব নিজেদের লেখার পারস্পরিক সমালোচনার জন্য। ব্লগেও আমরা সমালোচিত হচ্ছি, কিন্তু তারপরও অনেকটা ঘাটতি থেকেই যায়। মুখোমুখি সমালোচনায় কেন ভাল লাগল না, কোথায় কোথায় সমস্যা, কোন জায়গাটায় পরিবর্তন করা দরকার, ইত্যাদি নিয়ে বিশদভাবে কথা বলা সম্ভব। যা নতুনদের জন্য অনেক দরকার।
তাছাড়া মাসে অন্তত একদিন মিলিত হলে সদস্যদের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক বোঝা-পড়া তৈরি হত। আর চেনাজানার পরিধি বাড়লে ক্ষতি হয় না বরং লাভই হয়।
কে কে রাজি আছেন?
ফেবুতে একটি গ্রুপ খোলা হয়েছ। যারা ইচ্ছুক তাদেরকে যোগ দিতে অনুরোধ করছি। https://www.facebook.com/groups/sahitto.adda/
আপাতত ঢাকাভিত্তিকই থাকবে এই গ্রুপ। পরে উপযোগী হলে অন্য শহরগুলোতেও এই গ্রুপের শাখা-গ্রুপ চালু করা যেতে পারে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫০