somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আমার পরিসংখ্যান

আলমগীর সরকার লিটন
quote icon
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এটা কি করলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:১৯


তুমি এটা কি করলে-
আমার মুখটা বেকা করলে
আমি তো সুজাই আছি!
লোকে কি বলবে?
চোখে চশমা হাতে হারকিন
রাতের আঁধার আর জঙ্গল নাই
সব এখন পরিস্কার;
শুধু শুধু তুমি এটা কি করলে
সব খাতা থেকে নাম মুছে গেলো
তুমি কি করবে এখন-
চাঁদ দেখবে নাকি নদী
ঢেউ চলছে শুধু দক্ষিণায় দক্ষিণায়
জল সে তো টলমল ছবি
এক নদী বুকের পাশে-
তবু এটা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৮ বার পঠিত     like!

মা নামের মধু

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৩ ই মে, ২০২৪ দুপুর ১২:০৪


মা শব্দ হারিয়ে গেছে
শস্য শ্যামল মাঠে
খুঁজতে গিয়ে দেখি
মা আমার চোখে;
চোখ বুলানেয় দেখি
মা যাচ্ছে অনেক দূর
ও মা--শুনো- শুনো--
শুনেই না কি অভিমান
কষ্টে ভাসি সকাল দুপুর
পাই না কোন সান্ত্বনার সুর;
জ্যৈষ্ঠ মাসের বাউড়
আমার বুকে ঝরছে শুধু
নোনা বৃষ্টি নামে পিছু-
আম জাম কাঁঠাল লিচু
খুঁজি ফিরি মা নামের মধু।

৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে’২৪
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৭ বার পঠিত     like!

বিভোর স্বপ্ন ঘুম

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১২ ই মে, ২০২৪ সকাল ১১:৩৯


তুমি আগুন ধরো
বাতাস উড়াও -
শীতলতা কোথায়?
এতোটুকু ভাবতে পারো ;
শস্য শ্যামল দৃষ্টি আমার
খাল বিল পুকুর ঘাট -
সবটাতেই আগুন আগুন
আমার শীতলতা ফিরিয়ে দাও!
এখন মাটিতে সপর্শ করব
বিভোর স্বপ্ন ঘুম আমার।


২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে’২৪
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭ বার পঠিত     like!

সংসার ধর্ম

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই মে, ২০২৪ সকাল ১১:০১


যার সাথে যার সংসার ধর্ম
একখানা মসজিদ হলো মন;
মনের ঘরে সালাত- রোজা
ডাকো সৃষ্টিকর্তা এক জন।

সুরভী চাই নাকের কাছে
বাগানে ফুটালে গোলাপ ফুল
গন্ধ চাও মনে মনে- কর্ম তো
হলো না দিন ধর্মের গুণ!

ওরে মুখওয়ালা বলবে কথা
নিন্দুকের নাই রে ধর্মশালা
শুধু জাত কুল মুখের বুল-
মরে গেলো মাটির শূল;

এই হলো জীবন ভবন- ভাবতে
টাকা পয়সা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৪ বার পঠিত     like!

মনের বাউড়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৮ ই মে, ২০২৪ সকাল ১১:২৫


আকাশে মেঘ হলো,
বৃষ্টি ভেজাও হলো
হলো রৌদ্র পোড়া;
কত দিন গেলো
যুগের পর যুগ-
তবু হয় না আর দেখা;

মনের বাউড়
মনেতেই বাস করে
ঝড় হাওয়ার
নেই কোন পূর্বভাষ
আশি সেলসিঁসেস বয়ে যায়
নুনা বাতাস;

চাঁদ তারার রাত
ডাকি কত সাজ
পূর্ণিমায় নীরবতা
তবু হয় না আর দেখা
আয় আয় না আঁধার
নেই তেমন অভিমানী
তবু শীতল হয়ে যাই;

২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে’২৪
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৩ বার পঠিত     like!

স্মৃতিমুখর ইয়াছিন স্যার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই মে, ২০২৪ সকাল ১১:৪৩


স্যার ও স্যার হামাক ক্যাপ্টেন বানালেন
পান খাবেন না! দউড়ে গিয়ে
চারেনা দিয়ে পান আনলাম;
তোর বাপক কসনে জানি, জি স্যার
তুই তো পড়াশুনা পাসনে-
তোর বাপক কয়া দুমি;
স্যার ও স্যার ও স্যার-
ডিসেম্বর মাস আসছে-
এ বার পিটি করমু
তাহলে সাদা শার্ট আর নীল পেন্ট
জগার করিস; ভুল হলে কিন্তু,
ইটে হাত থুয়ে দাঁড়ে রাখমু-
ঠিক... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

লাল পাপড়ি চোখ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:০১


একটা সুন্দর ছবি ফর্সা মেঘের দল
ছোটাছুটি তবু বৃষ্টি ছন্দ নয়
মাটিতে স্পর্শ জোড়ায় নরম পা
কোথায় কোথায় উড়া পায়রা
বুকের ভিতর মলিন বাসা
অথচ ছবি হাসে না চাঁদের পূর্ণিমা
গোলাপের লাল পাপড়ি চোখ
যমুনা জলের ঘাট সবই অচেনা মুখ
তবু মৃত্তিকার গন্ধ কেমন জানি বাতাসে
দুবলা ঘাসে,মিশায় এক মুঠো রোদ।

২৩ বৈশাখ ১৪৩১,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

সদা উত্তর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৫ ই মে, ২০২৪ দুপুর ১২:২৯



আজ আকাশটা এতোনিঠুর
অল্প কিছু বৃষ্টিতে ভিজে দিলো
সোনালি স্মৃতি ভরা জুরা চোখ;
মলিন করা দুটি মুখের ছবি বহুদূর
চাইলেই আর পাই না, মা বাবার আদর;
মেঘগুলো হয়ে গেলো ছন্ন ছারা
চাঁদ তারার নেই ভালোবাসার মায়া
খুনসুটি মাটির পুতুল, ঘেমে আকুল
বেকুল শুধু দূরের হাতছানি ডাকা
কোথাও খুঁজে পাই না আর সদা উত্তর -
চাইলেই আর পাই না,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪৭ বার পঠিত     like!

শ্রমিক বার মাস

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা মে, ২০২৪ সকাল ১১:৩৬


দেহ ঘামের নুনটা যেনো
শ্রমের গন্ধ মাখা আতর!
যার মূল্য শুধু শ্রম দিবস
হয় না লাল স্যালুটে খোলস;
শ্রমের ঘামে যে রক্ত দেখি
পাঁজর টন টন তীব্র কাশি-
শ্রমিক ছাড়া হয় না বাজি
বছর ঘুরায় আর কত বাঁকি
দুই দেহতে শ্রম দিয়ে ভরা
কে কার দেখে না হাঁসফাঁস;
তবু ভাই শ্রমিক বার মাস।


১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল’২৪
বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৫ বার পঠিত     like!

আজ কান্না নেই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ৩০ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩৩



আফসোস আকাশের আজ কান্না নেই
কিসের ক্ষোভ চোখে মুখে শুধু দাবদাহ;
তাই তো বলি, তুমি কান্না করবে কি ভাবে?
আমাদের দুঃখে কান্না পাচ্ছে না আকাশ;
এমন কিছু করো তাতে আকাশের মেঘে
কান্না আছে! এতটাই কান্নার জল যেনো
গলা পর্যন্ত হয়- আকাশ তুমি কেঁদে ফেলো
যেমনটা কেঁদেছিলে তোমাকে ছুঁইলে;
হাড় মাংস একাকার করে এমন কি
কৃষ্ণচূড়া বিছিয়ে মাটি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

আয় কালবৈশাখী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



আয় কালবৈশাখী, তুই না এলে
বৈশাখের অতৃপ্তিই থেকে যায়
এই কাঠফাটা দাবদাহে;
মৃত্যুর দ্বারে শুধুই হিট স্ট্রোক
জ্যৈষ্ঠ হারান আম রস!
আয় কালবৈশাখী, তোর ইচ্ছা যা হয়
তাই করিস, না হয় একটা নীল ডাল
ভেঙ্গে, টিনের চাল উড়াস;
তবু যদি একটু প্রশান্তি পাই।
তোর যত রাগ অভিমান আছে-
এক ঘূর্ণী বৃষ্টিতে মুছে দিয়ে যা
আমি ডাকছি শুধু... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

স্মৃতিপুড়া ঘরে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩০



বাড়ির সামনে লম্বা বাঁধ
তবু চোখের কান্না থামেনি
বালিশ ভেজা নীরব রাত;
ওরা বুঝতেই পারেনি-
মা গো তোমার কথা, মনে পরেছে
এই কাঠফাটা বৈশাখে।

দাবদাহে পুড়ে যাচ্ছে
মা গো এই সময়ের ঘরে
তালপাতার পাখাটাও আজ ভিন্নসুর
খুঁজে পাওয়া যাচ্ছে না আর
গুঁজে রাখা ঐ বেড়ার চাপে;

কেউ আর তালপাখার বাতাস
করে না তোমার মতো করে মা গো
বৈশাখ শেষে জৈষ্ঠ্য মাস
বার মাসে এমনী... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

বৈকালি রঙ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১১



চিনা চিনা স্মৃতির মেঘগুলো
ভেসে যাচ্ছে কোন অচিনা গায়!
খুনসুটি খুঁজতে দুপুর বেলা;
জলকাদায় আমাকে নিয়ে আসে বৈশাখ
চিনা চিনা বসত ভিটায়।
তবু কেনো বিষন্নতা মনোভাব
সদা উত্তর খুঁজে পাই না আর
কলঙ্ক যে আমি তুমি ঐ চাঁদ
ভোরের শিশির কয় কি আর কথা
বৈকালি রঙ ছড়া বহুমুখি খেলা
আজ শুধু বর্ষায় হাহাকার
তবু মনটা থাকে পরে বৈশাখী মেলায়-
ঝড়ের দিনে আম... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৪ বার পঠিত     like!

জলে ধুই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৪



ভেবে ভেবে পাইলাম কি
ও মানুষ বুঝলাম কি?
শূন্যের উপর অসমান দেখি
মাটির সাথে কবর নামে ঘরবাড়ি;
বিজ্ঞাপনের হাঁট-বাজারে
মটর-বাহিক জলে ধুই, টাকার গুণ গানে;
ও মানুষ বুঝলাম কি
সন্ধ্যা হলে জলের ঢেউ, রঙের ঘরে!
আমায় ধৌত করে কারা
তাদের আছে নাকি মৌ তো
চোখে মুখে নাই কো বেড়া;
আমার আমি ধুই না, বলে না কেউ খাড়া!


১১ বৈশাখ ১৪৩১, ২৪... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

আয় বৃষ্টি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৪


কয়েক যুগ ধরে খুঁজেই চলছি
শুধু এক পশলা বৃষ্টির ছোঁয়া;
অথচ কি নিঠুর দাবদাহ-
পুড়েই যাচ্ছে- মন দেহ!
এক গলা ছেড়ে ডাকছি কত,
আয় বৃষ্টি- আয় আয় বৃষ্টি
ভেজে দিয়ে যা তাপপ্রবাহ
শীতল কর সমস্ত দাহ;
আয় বৃষ্টি- আয় বৃষ্টি আয়-
মেঘের স্নানে কালবৈশাখী।


১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল’২৪
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮৯৭১৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ