আরো কিছুক্ষণ স্বপ্নের রঙিন ঘুড়ি
উড়ে বেড়াক সন্ধ্যাকাশে
তোমার পীততন্তুআড়ালে যমদূতের
নাম সেঁটে আছে ঘরময়
অন্ধকারে সুচতুর কৌশলে কেড়ে নেবে
প্রাণের অর্গল... ট্রেনের হুইসেল
শোনা যায় লোকালয়ে ক্রন্দন
শিমুলের তুলো মেঘ হয়ে ওড়ে
হাওয়ার ছলে তোমার গোপন নির্যাস
আনুভূমিক দৃশ্যে তোমার অভিনয়
ছুটির ঘন্টা, নতুন দৃশ্য।
থাকতে চাও আরো মিনিট কয়েক?
না না থেকো না, চলে যাও
অন্ধকারে তোমার স্মৃতির রোমন্থন আর
অবিসংবাদিত ঈশ্বরের করুণায় ঢের আছি
ক্ষতস্থান ডেটলে ধুয়ে মুছে।
অভিযোগ অনুযোগ কিছু নয়
ফের প্রভাত সূর্যের মেলবন্ধনে
সব ঠিকঠাক হয়ে যাবে, যেমন ছিলাম।
তুমি ফিরে যাও, যেখানে ছিলে,
যেখানে থাকবে। জানোই তো
অবাধ্য কৌশল ভালো কিছু নয়।
ট্রেনের হুইসেল, আমাদের নীরবতা।
উৎসর্গ - অপর্ণা আপুকে।