somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টং মামার ঢং মার্কা নাড়ানির রং চা যাদের প্রিয় তাদের গল্প ৷ পর্বঃ দুই

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলে প্রতি ক্লাসে ফাস্ট হওয়া সপ্তাশ্চার্যটিকে কখনো মানবী মনে হত না, আগে পরী,পরে অবশ্যই এলিয়েন টাইপের কিছু,স্পর্শ করে দেখতে ইচ্ছে হতো,অদ্ভুত গ্রহের জীব মনে করে তারা সাথে কখনো কথা হতো না !!

তবে তাকে একদিন টং মামার ঢং মার্কা নাড়ানির রং চা পান করাতে পারলে সে ও হয়ত মানুষ হয়ে উঠবে, তেত্রিশ পাবে, মাঝে মাঝে ডাবল আন্ডা, বকুনি খাবে, মন খারাপ হবে, কবিতা লিখবে, সামনের বছর ফাটিয়ে দিবে ভাববে,আবার ডিম পারবে,তারপরই না মানুষ বলা যাবে তাকে!!

নানা বাড়ি, শুক্রবার সাড়ে তিনটা, পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি, ভেনুঃ চায়ের দোকান, টিকেট মূল্যঃদু টাকা, দিন দুপুরে দোকান বন্ধ করে দেওয়া হলো, লাল নীল আংটা ব্যাটারিতে লাগানো হল, ছবি শুরু হবে, পবলেম দোকানের টিনের ফুটো, সামর্থ্যহীন ছেলেদের ছবি দেখার শখ, এক জনের দায়িত্ব ছিল,বিঞ্চাপন বিরতিতে ওদের দৌড়িয়ে বিলে দিয়ে আসা, ছবি শুরু হলে ওরা আবার ফিরে এসে ফুটো দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো,ওদের মধ্যে কে আগে দৌড়ে এসে বড় ফুটো দখল করবে তার প্রতিযোগিতা চলত , দিন শেষে আবার মুরব্বিদের নালিশ করে ক্ষোভ প্রশমিত করত, তবে টিকেট না নিলে নূন্যতম ঢং মার্কা নাড়ানির এক কাপ রং চা খেতে হতো বিস্কুট/মোল্লা দিয়ে,

বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, এই উপদেশ সমবয়সী কেউ পালন করত না, বর্ষাকালে সমগ্র বাংলাদেশের নির্বাচিত উপদেশ ছিল এটি, বাংলায় পড়ুয়া জসীম স্যার বলত, বৃষ্টিতে না ভিজলে বর্ষা উপলব্ধি করা যায় না, কখনো ছাতা কিনতে দেখি নি স্যারকে, কিন্তু বিবিএ পড়ুয়া স্যার কে যখন বললাম, "দেখ, ১০০ টাকার ছাতি খরচ বাঁচাতে গিয়ে তিনশত টাকার ঔষুধ খরচের কোন মানে হয় না ৷"
তবে যেদিন থেকে ডান হাতকে পকেট থেকে বিতাড়িত করে মোবাইল স্থান করে নিল সেদিন থেকে উপদেশ অদৃশ্য শক্তির টানে অটো পালিত হতে লাগল, টং মামার ঢং মার্কা নাড়নির রং চা ব্যবসা'তে একটু লোকসান দেখা দিল,


ঢাকায় রিক্সা চালাতো মোল্লা(ডাক নাম), গাজীপুরে রিক্সা চালাতে গিয়ে এক্সিডেন্ট করে রিক্সা চালানো বাদ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলে আসে,
টুকটাক হুট ফরমায়েশ পালন করে খুব সুন্দর জীবন যাপন করতেছিল, এতো অমায়িক হাস্যউজ্বল মিশুক ছেলেটি হয়ে উঠেছিল সবার প্রিয় পাত্র,

আমার চৌকির পাশে ছোট্ট একটা চৌকিতে রাতে ঘুমাত, সন্ধ্যা থেকে রাত তিনটা পর্যন্ত কন্টাকে মাটি কেটে এসে আমার দরজায় নক করত, শরীফ ভাই, ও শরীফ ভাই, দরজা খোলেন, সামনে পরীক্ষা থাকায় নবজন্ম নেওয়া ঘুম ভেঙ্গে যাওয়ায় খুব রাগ হতো,

মধ্য রাতে মাথায় চুপচুপ সরিষার তৈল দিয়ে পাঁচ মিনিট চুল আচড়াত, কি যে কিউট লাগতো তখন সেই অমানুষিক পরিশ্রম করা কামলা ছেলেটিকে, ওকে কামলা না ডেকে কেন মোল্লা ডাকে তা আমাকে ভাবিয়ে তুলত, আমার বন্ধু করে নিলাম ওকে, টেবিলে পড়ে থাকা বইগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখে বলতো, এগুলো কি বেশী কঠিন?!;

বিশ টাকার কার্ড নিয়ে এসে হাতে গুজে দিয়ে বলতো, 'কিছু মনে কইরেন না, মা'র সাথে একটু কথা বলবো', ফোন দিলে এক দোকানদার ধরত, তার মাকে খবর দিতে পাঠাত দোকানের ছেলে কে, একঘন্টা পর মিসকল দিত দোকানদার, আমি ফোন করতাম, ওপাশ থেকে মধ্যবয়স্কা এক নারীর কন্ঠ ভেসে আসত, "বাবা মোল্লা, বাবা আমি তোর মা, বাবা মোল্লা..." না খালাম্মা এই নেন মোল্লার সাথে কথা বলেন, সামনে উঠোনে হাটু ভাজ করে বসে কথা বলত, মা টাকা পাইছ? ইত্যাদি ইত্যাদি..গরীবে দু হাটুই সব, বসার কাজ ও করে হাটুর উপর ভর দিয়ে,রিক্সা ও চালায় হাটুর জোরে, সব...

একদিন বললো, ভাই ভালো লাগতেছে না, মাকে খুব দেখতে ইচ্ছে করছে, এক হাজার টাকা দিয়ে তার দুদিন আগে একটি সাইকেল কিনছিল, তো সাইকেল চালায় কোথায় যাচ্ছিল আর পিছন থেকে কে ডাক দিল, এই মোল্লা বলে, খুশির ঠেলায় উত্তর দিতে গিয়ে কোমর পিছনে ঘুরাতে গিয়ে সাইকেল ঘুরে দেয়ালে ঘুসি, আহত স্থানে ও সরিষার তেল,মাথায় /সাইকেলে/ফোড়ায় সব জায়গায় ওদের একটাই অবলম্বন, খাটি সরিষার তেল মাখতে মাখতে পরের দিন সকালে উঠে চলে গেল আমি ঘুম থেকে উঠার আগেই, ওদের আগমনে বিদায় পৃথিবীর কাছে নিতান্তই তুচ্ছ, বিদায় বন্ধু না বলেই বিদায়!!

হঠাৎ একদিন অচেনা নাম্বার থেকে ফোন, শরীফ ভাই, আমি মোল্লা মোল্লা মোল্লা!! কোথায় এখন? মাকে দেখতে চলে আসছি, কি করিস? কখন আসবি? এখন আসবো না, অাগের মত রিক্সা চালায় ৷ একবার তো এক্সিডেন্ট করছিলি!! মনে আছে? আছে ভাই ৷ আপনার রেজাল্ট কেমন হলো? ভালো ৷ অনেক কষ্টে আপনার নাম্বার জোগাড় করে ফোন দিছি ৷ তোর কিছু টাকা বাবার কাছে জমা ছিল, কখন নিবি? আবার আসলে নিবোনে, জমা থাক ৷

মাস ফেরিয়ে গেল তার আর খবর নাই, এতো ভবঘুরে ও মানুষ হয় ৷ তারপর সেই নাম্বারে রিং দেওয়া হলো ৷ দোকানদার মাকে ডেকে পাঠালো, মা আসলো, কান্না শুরু করলো, "বাবা, মোল্লা তোমাদের কথা অনেক বলতো, কিছুক্ষণ কান্নার পর বললো তার ছেলে রিক্সা এক্সিডেন্টে মারা গেছে কিছুদিন অাগে"........

!!! মনে পড়ে গেল ওর সাথে টং মামার দোকানে ঢং মার্কা নাড়ানির রং চা খাওয়ার কথা !!!, সরিষা মাখা জং ধরা সাইকেলের কথা, যে জাম গাছের ডালপালা সে কেটেছিল সেই গাছে নতুন কুড়ি এসেছি, ঝড়ে যাওয়া পাতার অদ্ভুত এক হাহাকার, মূল্যহীন জীবনের স্মৃতি বয়ে যাচ্ছে সদ্য জন্মগ্রহণ করা কালো জাম...


প্রথম পর্বঃ Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিরোনামহীন পঙক্তিমালা- ০৯

লিখেছেন shubh+r, ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫০

সব ছুঁয়ে দেখেছি—
শিউলি ফুলের গন্ধ, শিশির ভেজা ঘাস,
নদীর ওপার থেকে ভেসে আসা গান,
সময়ের থালায় জমা পুরোনো স্বপ্ন,
ভুলে যাওয়া প্রতিশ্রুতির ছায়া।

তবুও বসে আছি—
বুকের মধ্যে এক পাহাড় আশা নিয়ে,
শুধু এক ফোঁটা বৃষ্টির... ...বাকিটুকু পড়ুন

ম্যাডাম খালেদা জিয়া....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

ম্যাডাম খালেদা জিয়া....



তিনি গৃহবধু থেকে রাজনীতিবিদ। আপোষহীন দেশনেত্রী! তার দেশ প্রেমিক সত্ত্বার কতটুকু আমরা জানি? একটি বিকৃতরুচীর বিরোধী দলের নেত্রীর কুৎসা শুনতে শুনতে জাতি প্রকৃত এক জননেত্রীর... ...বাকিটুকু পড়ুন

লোভী বেগম জিয়া, ক্লাব-বধু থেকে ডোডো ডাকাত

লিখেছেন জেনারেশন৭১, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০১



জিয়াকে হত্যা করার সুযোগ করে দিয়েছিলো জিয়ার চয়েসের সেনাপ্রধান জে: এরশাদ ( পাকী ফেরত ); ১২ জন মুক্তিযোদ্ধা জেনারেলকে ডিংগায়ে জিয়া এই কাজ করেছিলো। জিয়া হত্যায় অংশ নেয়া... ...বাকিটুকু পড়ুন

বর্তমান সরকার কি নিজেকে অজনপ্রিয় করার মিশনে নেমেছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২২


আজকাল নিউজ পেপার ও প্রিন্ট মিডিয়া খুঁটিয়ে পড়া বাদ দিয়েছি । সংবাদ মাধ্যম গুলো সঠিক নিউজ প্রচার করছে বলে মনে হচ্ছে না। যাই হোক সমস্যা নাই সেটা নিয়ে যেটা... ...বাকিটুকু পড়ুন

বেগম খালেদা জিয়া মুলত তার সৌন্দর্যের জন্য এবং সংযত কথার জন্য জনপ্রিয়

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

মানুষ সৌন্দর্যের পূজারী। তাই তো গান রচিত হয়েছে ‘ যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। ' বেগম খালেদা জিয়া জনপ্রিয় একজন নেত্রী। কিন্তু আমার ধারণা... ...বাকিটুকু পড়ুন

×