আসুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ডিপ ফ্রীজ থেকে। নামটা উচ্চারণ করতে বেশ ঝামেলা হচ্ছে আমার, আপনারা নিজের মতো করে উচ্চারণ করে নিবেন। গ্রাম শহর যাই হোক নাম হচ্ছে "ওইমায়াকন"
Oymyakon (means “non-freezing water”)
রাশিয়ার সাখা অঞ্চলের একটি ছোট গ্রাম,লোক সংখ্যা প্রায় ৫০০ জন। এটাই পৃথিবীর সবচেয়ে শীতলতম বসতিপূর্ণ এলাকা। সাইবেরিয়ার কলিমা হাইওয়ে থেকে তোমতোর ২০ মাইল দক্ষিনপশ্চিমে অবস্থিত। এখানে সহজে পৌছানোর কোনো ব্যবস্থা নেই। এ অঞ্চলটি Stalin's Death Ring নামে পরিচিত। এবং পৃথিবীর কোনো জনবসতিপূর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এখানেই যা মাইনাস ৭১ ডিগ্রী সেলসিয়াস
সীমাহীন বরফ রাজ্যের প্রকৃতি দৃষ্টিনন্দন ও খুবই মোহময়। এখানকার সূর্যাস্ত পৃথিবীর সুন্দরতম সূর্যাস্তগুলোর মধ্যে একটি।
সারা বছর এই এলাকা সাদা বরফে ঢেকে থাকে,এবং অর্থনীতি সেই ঐতিহ্যবাহী পশম শিল্প ও আইস ফিশিং। গড় তাপমাত্রা মাইনাস ৫০ডিগ্রী ফারেনহাইট। শীতকালীন সময়ে দিনের আলো থাকে মাত্র ৩ ঘন্টা, আর গ্রীষ্মকালীন সময়ে দিনের দৈর্ঘ্য হয় ২১ ঘন্টা। এইখানে থাকার কোনো হোটেল নেই,তবে কিছু কিছু পরিবার অতিথীদের রাতে থাকার ব্যবস্থা করে দেয়। তবে মজার ব্যাপার হলো এখানকার মেয়র আগত যে কোনো ভ্রমনকারীকেই এ জায়গা ভ্রমনের জন্য সার্টিফিকেট প্রদান করেন। Oymyakon loves visitors; the mayor will give any guest a certificate celebrating a visit to the “Pole of the Cold.”
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫