"আকাশ মাটির বিভেদ শুন্য ভালবাসা"
এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লবনের সমতল ভূমি। যা প্রায় ১২০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এই সুবিশাল অঞ্চল বলিভিয়ার দক্ষিণ পশ্চিম দিকে পোতোসি ও ওরুরো বিভাগে অবস্থিত। যা আন্দিজের নিকটে সমুদ্রসীমা থেকে ১১৯৯৫ ফুট উচ্চতায় অবস্থিত।
সালার বিভিন্ন প্রাগৈতিহাসিক হৃদের রুপান্তরের মাধ্যমে গঠিত হয়। এই হৃদগুলো কয়েকমিটার লবনের স্তরে আবৃত হয়ে আছে। এটি বলিভিয়ার লবনের প্রধান উৎস, এমনি এটি অত্যান্ত লিথিয়াম সমৃদ্ধ এলাকা। এখানে পৃথিবীর লিথিয়ামের প্রায় ৫০-৭০ভাগ মজুদ রয়েছে,যা এখনো নিষ্কাশনের প্রক্রিয়াধীন। এর অনন্য সমতল ভূমি সালারকে স্যাটেলাইট থেকে পৃথিবীর উচ্চতার ক্রমাঙ্ক পরিমাপের জন্য আদর্শ ভূতল হিসেবে বিবেচনা করা হয়।
"বেশি কথা কইবা না,নইলে লবন খাওয়াইয়া দিমু"
"পাগল করা মোহময় রুপ খুব কমই দেখা যায়"
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩