মিয়ানমারে বৌদ্ধ মুসলমান সংঘর্ষ চলছে । বৌদ্ধরা যারা দূর্বল তারা অন্য প্রদেশে পালিয়ে যাচ্ছে । সংগত কারণেই মুসলিমরা সেই দেশে যেতে পারছে না আসছে বাংলাদেশে ।
বাংলাদেশে অলরেডী ৫ লাখ রোহিঙ্গা আছে এবং ভোটার লিস্টেও নাম তুলে ফেলেছে । এতদিন এই নিয়ে কারো মাথা ব্যাথা নেই । যেই ওইপারের রোহিঙ্গারা সমস্যায় পড়ল তখনই সবাই এই পাড়ের রোহিঙ্গাদের সাথে জামাতের আঁতাত খুজে বের করে ফেলল । এখন যাই হোক রোহিঙ্গারা যেভাবেই মরুক , আশ্রয় দেয়া যাবে না !
বাংলাদেশে এভাবেই নানান সমস্যা রোহিঙ্গাদের নেয়া সম্ভব না । কথা একটুকুও মিথ্যে নয় । কিন্তু আমরা কি এতই নিষ্ঠুর হয়ে গেছি যে লোকগুলোকে মূত্যু মুখে ফেরৎ পাঠাচ্ছি ?
সবাই মিলে এই বিষয়ে আলোচনা করতে পারতাম কিভাবে রোহিঙ্গাদের সরকারী আশ্রয় কেন্দ্রে রাখা হবে যাতে কিছুদিন পর ফেরৎ পাঠানো যায় । এটা অসম্ভব কিছু নয় । ৭১-এ ১ কোটি বাঙ্গালী ভারত গিয়েছিল । এবং অধিকাংশই ভালো অবস্থায় আশ্রয় পেয়েছে । কপাল ভালো এর পরে আর এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে আবার যেতে হয় ।
নৌকা ভরে নারী, শিশু, বৃদ্ধ এবং পুরুষরাও আসছে । সবাইকে ফেরৎ পাঠানো হচ্ছে । অন্তত নারী, শিশুদেরতো রাখা যায় কিছুদিন । এক নারী নৌকায় বাচ্চা প্রসব পূর্যন্ত করেছে খবরে এসেছে । বাচ্চাটি যদি বড় হয়ে জিজ্ঞাস করে "আমার মা এত কষ্টে তোমার দেশে এসেছিল । কেন ঢুকতে দাও নি আমায় ? আমার অপরাধ কি ছিল ?"
হয়তো জামাত নিজ স্বার্থে তাদের জন্য কথা বলছে । কিন্তু জামাত বলছে এর জন্যই বিরোধীতা করতে হবে এটা কোন ধরণের মানসিকতা !
বাঙ্গালী এতটা নিষ্ঠুর হতে পারে আমার বিশ্বাস হয় না....
আল জাজিরা ভিডিও:
Click This Link
জাফর ইকবাল স্যারের লেখা:
http://bit.ly/K6W8Tr