ইসলামী দেশে বোরকা হারাম !!! হায় রাম, হায় রাম...
মধ্য আফ্রিকার ইসলামী দেশ চাদে সোমবারের বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হবার পর দেশটিতে বোরকা পরা নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ধর্মীয় নেতাদের সাথে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী, কালজেবুয়ে পাহিমি দুবেত এই ঘোষণা দেন।
বৈঠকে সিদ্ধান্ত হয় চাদের রাস্তা ঘাটে প্রকাশ্যে বোরকা পড়া যাবে না। এমনকি নিজেদের বাড়ি ঘরেও বোরকা পড়া যাবে না। দোকান থেকে সমস্ত বোরকা সংগ্রহ করে পুড়িয়ে ফেলারও নির্দেশ দিয়েছে পুলিশকে।
ধরা পড়ে যাওয়া ঠেকাতে ইসলামী জঙ্গিগোষ্ঠি বোকো হারাম এখন নারী আত্মঘাতী বোমা হামলাকারীদের বেশি ব্যবহার করছে। বিবিসি। এর আগে একই কারণে
মুসলিম অধ্যুষিত জিনজিয়াং রাজ্যে বোরকা পরা নিষিদ্ধ করেছে চীন সরকার।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪০