প্রিয় সহযাত্রীগণ,
প্রিয় ব্লগার ইমন জুবায়ের আমাদের মাঝে আজ নেই কিন্তু তার সৃষ্টিশীলতা দিয়ে তিনি রয়ে যাবেন আমাদের মাঝে। সুস্থধারার ব্লগিং , মৌলিক লেখালেখি ইত্যাদির মধ্য দিয়ে তিনি সবসময়ই আমাদের মাঝে বেঁচে থাকবেন।
অপর বাস্তব টিম থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবারের অপর বাস্তব হুমায়ুন আহমেদকে নিয়ে ব্লগারদের লেখার পাশাপাশি প্রিয় সহ ব্লগার ইমন জুবায়ের-এর লেখায় সমৃদ্ধ হবে।
তাই সহ ব্লগারদের কাছে অনুরোধ করছি, আমাদের সবার প্রিয় ইমন জুবায়ের এর লেখাগুলো থেকে আপনারা আপনাদের পছন্দের সেরা পাঁচটি লেখার লিংকসহ মন্তব্যের ঘরে জমা দিন।
সময় অতি স্বল্পতা এবং প্রকাশনার জটিলতার কারণে আমরা তার শ্রেষ্ঠ লেখাগুলো অপর বাস্তবে অর্ন্তভূক্ত করার আপ্রাণ চেষ্টা করবো।
লেখা জমা দেবার শেষ তারিখ আগামী ৬ জানুয়ারী ২০১৩ রাত ১২টা পযর্ন্ত (বাংলাদেশ সময়)
ইমন জুবায়ের আমাদের মঝে বেঁচে থাকবেন চিরকাল।
বিনীত
অপরবাস্তব টিম।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪