ব্লগ কি জিনিস, বুঝতে বুঝতেই ২০১০ পার হইয়া গেল ???
আগস্টে রেজিঃ করলাম, কতদি-------------------------------------------
-------------------
-----------------
----------------ন পরে জেনারেল,তাপ্পরে আরও কতোদি----------ন পরে সেইফ !!!!
তারপরও ভাল লাগছে ১মবার যখন দেখি সেইফ হলাম।
তারপর ব্লগের কাহিনী বুঝতে আবার কতটাইম গেল। পরে বুঝলাম ব্লগের রাজনীতি, নাস্তিকতার কিছু কথা, এবং আরো কিছু। অবশ্যই ফটোওয়াক ভালো ব্যাপার লাগলো। তারপরও ভাবতাম, সাধারণ একটা ছেলে আমি.... মাসে ৩৫০ টাকা দিয়ে নেট ব্যবহার না করলেই বা কি হত ??? একবার নেট শেষ হলে আর নেবনা ভাবি। কিন্তু কাজ হয়না। আবার আসি .... বারবার আসি .... কেন ??? তার উত্তর হয়ত আগামী ৫ বছর পরে এই "ব্লগ" বিষয়টা যখন আরো জনপ্রিয় হবে, তখন বোঝা যাবে।
এখন আমি মাঠে আর ব্লগিং "লাইভ" একটা ব্যাপারের মত। যার রিপ্লাই মাঠে দেখা যায়না।
হতে পারতাম দেশের সেরা কোন "মেধাবী"। হতে পারিনি। তবে সুযোগটা চলেও যায়নি। চেষ্টায় আছি লেখালেখি আর ফটোগ্রাফিতে কিছু করার। তাই আমার সামুতে রেজিঃ করার সময় নিজের নাম না দিয়ে অন্য নামের রেজিঃ করতে গেলাম, হচ্ছে-ই না। শেষে মনে হল ফটো পাগল দেই..... ওমা !!! দেখলাম কাজ হয়ে গেল। আমি প্রায় ১ মাসের মত চেষ্টা করে ২১ আগস্ট রেজিঃ করতে পারি।
আর তাই এখন আমি """" ফটো পাগল """"



