অবশেষে আমাদের দেশের মৌলবাদী রাজনৈতিক দলের পুরোধারা তাদের রাজনৈতিক কার্যক্রম গঠনমূলক পর্যায়ে এনে ঠেকিয়েছেন। দেশে এখন জলন্ত ইসূ্য হচ্ছে: সাপ্তাহিক ছুটির দিন কি শুক্রবার না রোববার হবে? এই তর্কে সরকারী কর্তাব্যক্তিরাও জড়িত হয়ে পড়ছেন। সরকারের একজন উচ্চপদস্থ সম্মানিত গুরুজনতো ছুটির দিন শুক্রবার করার ধমর্ীয় তাগিদ জানাবার জন্য ফ্যাক্্র বার্তা পাঠিয়ে দাবী জানাচ্ছেন একটি মৌলবাদী রাজনৈতিক দলের অফিস থেকে। সেই খবরও সংবাদ পএে এসে ঠেকেছে। তত্ত্বাবধায়ক সরকারের টনক নড়েছে কি-না জানি না, কিন্তু ছুটির দিন নিয়ে যে মৌলবাদী রাজনীতি একটা ইসূ্য খুঁেজ পাচ্ছে তা পএিকার পাতা উল্টোলে বেশ ভালভাবেই চোখে পড়ে।
এই তর্কে জড়িয়ে পড়েছেন বাইতুল মোকাররমের খতীব বষর্ীয়ান ধমর্ীয় নেতা gvIjvbv Ievq`yj nK । তিনি নিজে ফ্যাক্স বিবৃতিতে বলছেন 'শুক্রবারের সাপ্তাহিক ছুটি কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।' একটি মহল মুসলমানদের সপ্তাহের পবিত্র দিনের তোয়াক্কা না করেই শুক্রবারের পরিবর্তে রোববার সাপ্তাহিক ছুটির দাবি তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে। রোববার হলো খ্রিস্টানদের সাপ্তাহিক পবিত্র দিন। সেজন্য খ্রিস্টান জগতের সাপ্তাহিক ছুটি হলো রোববার। সেই রোববারের ছুটি শতকরা 90 জন মুসলমানের এ দেশে চালু করার চেষ্টা ধমর্ীয় অনুভূতির ওপর আঘাত করার শামিল" [link|http://amadershomoy.com/news.php?id=131734&sys=1| Avgv
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০