নাচে চোখ, ভিতর-বহির, প্রতিটি অঙ্গের ভাঁজ
তবলায় ওঠে- ধা ধিন ধিন না, না তিন তিন না..
সেখানেও গণিতের খেলা জমেছে জম-জমাট!
সুদৃশ্য হারমোনিয়মের রীডে রেখে পাঁচটি আঙুল
কেউ গলা সাধে, কেউ গায় গান
তবলায় বাজে তাল- ধা ধিনা, না থুনা..
সেখানেও ছিলো গণিতের তাল-লয়-ঘাট!
ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল- ব'লে
গণিতেই সেজেছিলো পুঁথি পয়ারে পয়ার।
বার-ক্যাবে বল-ড্যান্স, অফ-বিটে পপ-গান
তবলাটা পড়ে আছে অধুনা আঁধারে
খোলা পা খেলছে তার দু'পাশে সপাং
দেখো অঙ্গ নাচে দ্রিম -দ্রিমাক-দ্রিমিক
আধুনিক কবি বলে মানি না গণিত
আজ শুধু আকণ্ঠ করবো সুরা পান!
22.08.2006
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৬ সকাল ১১:১৬