somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ 12 জুন: কল্পনা চাকমা- - ভূলে গেছি তোমাকে

১১ ই জুন, ২০০৬ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যন্ত গ্রাম লাইল্যাগোনা থেকে সে মেয়ে এসেছিল শহর রাংগামাটিতে কলেজে পড়বে বলে ।
তার বছর বিশেক আগে থেকেই তারা সংখ্যালঘু হওয়া শুরু করেছে নিজের মাটিতে । তাদের পাহাড়ে গাড়ী ভরে হাজার হাজার মানুষ নিয়ে আসা হচ্ছে সমতল থেকে ।
তারা ভূমি হারাচ্ছে , শরনাথী হচ্ছে , বিচ্ছিন্নতাবাদী দমনের নামে চলছে নিযাতন চারিত্রিক ভাবে সবথেকে সরল মানুষগুলোর উপর ।

মেয়েটা এসব বোঝতো, প্রতিবাদ করতে চাইতো । তাই মাত্র তেইশ বছর বয়সে সে হতে পেরেছিলো মানবাধিকার সংগঠনের স হ -সভাপতি ।
তার নাম কল্পনা চাকমা ।
হিল উইমেন্স ফেডারেশনের এই নেত্রী তখন ব্যস্ত আসন্ন জাতীয় নির্বাচনে তাদের প্রাথর্ীর জন্য ভোট প্রার্থনায় । এভাবেই কল্পনা চাকমা তার একটিভিটিসের জন্য টার্গেট হয়ে পড়ে সেনাবাহিনীর ।
12 জুন। রাত 1টা ।
আর মাত্র কয়েক ঘন্টা পর জাতীয় সংসদ নিবাচন । কোজোইছড়ি আর্মিক্যাম্পের ল্যাফটেনেন্ট ফেরদৌস তার 11 জন সিপাহী নিয়ে ঘেরাও করে কল্পনাদের বাড়ী । ে
চাখ বেঁধে তুলে আনা হয় কল্পনা ও তার ভাই ক্ষুদিরাম চাকমাকে ।কিছুদূর আসার পর গুলি করা হয় ক্ষুদিরামকে । সে পানিতে ঝাপিয়ে পড়ে প্রান বাঁচায় । কল্পনা রয়ে যায় অপ হরনকারীদের জিম্মায় ।
পরদিন সকালে ক্ষুদিরাম ও পরিবারে র অন্যান্যরা নিকটবতর্ীসেনা ক্যাম্পে রিপোর্ট করতে গেলে তাদের শান্তিবাহিনীর চর বলে মেরে ফেলার হুমকি দেয়া হয় । পুলিশ স্টেশনে এফ.আই.আর করতে গেলে একই অবস্থা ।
কল্পনা চাকমা অপ হরনকে কেন্দ্রকরে পুরো পার্বত্য চট্রগ্রাম উত্তপ্ত হয়ে উঠে । সরব হয় সারাদেশের মানবাধিকার সংগঠন গুলো । সেনাবাহিনী প্রথমে পুরো ঘটনা অস্বীকার করে ।
কিন্তু আন্তজর্াতিক মানবাধিকার গ্রুপগুলো র চাপের মুখে নতুন গল্প হাজির করে । 'লে: ফেরদৌসের সাথে কল্পনার প্রেম ছিলো এবং সে স্বেচ্ছায় পালিয়ে এসেছে ।কিন্তু সেনাবাহিনীর কাছে তার কোনো হদিস নেই ।' [ দিনাজপুরের ইয়াসমিনকে ধর্ষন করে হত্যা করার পর ও পুলিশ গল্প বানিয়েছিল সে খারাপ মেয়ে , পতিতা ]
এই গল্প প্রত্যাখান হবার পর সেনাবাহিনী হাজির করে আরেক কাহিনী ' কল্পনার পাসপোর্টছিল এবং সে ভিসা নিয়ে ভারতে চলে গেছে ' । কিন্তু আন্তজর্াতিক তদন্তে এটা ও মিথ্যা প্রমানিত হয় । বস্তুত: কলপনার আদৌ কোনো পাসপোর্ট ছিলোনা ।
সবশেষে ফাজলামীর চুড়ান্ত করে বাংলাদেশ সেনাবাহিনী । হেলিকপ্টারে করে সমস্ত পাহাড়ে লিফলেট ছড়ায়: কল্পনার সন্ধান দিতে পারলে 50,000 হাজার টাকা পুরস্কার ।

এই শেষ ।
তার পর আর কোনো গল্প নেই ।
কল্পনা চাকমাকে আর খুঁজে পাওয়া যায়নি ।
লে: ফেরদৌস এখন ক্যাপ্টেন হয়েছেন ।
একদিন জাতিসংঘ শান্তি মিশনে গিয়ে বাংলাদেশের কালো মূখ উজ্জ্বল করবেন । একদিন বাংলাদেশের সেনাপ্রধান হবেন । আল্লাহর অসীম করুনায় একদিন বাংলাদেশের রাস্ট্রপ্রধান ও হয়ে যেতে পারেন ।

আজ 12 জুন 2006 ।
10বছর।
আমরা তোমাকে ভূলে গেছি কল্পনা । যদি ও সংবিধান বলে রাস্ট্র বাধ্য তার প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করতে । কিন্তু আমাদের সময় কই !
গনতন্ত্র, জেহাদ , র্যাব-সন্ত্রাসী, উজিরে খামোখা ,বিদিশা-এরশাদ ,সিইসি, জলিল,ঘেরাও ,পোড়াও কততো নাটক আমাদের ! ইরাকে বোমা পড়ছে , ফ্রান্সে হিজাব নিষিদ্ধ হয়েছে, গুজরাটে মুসলিম নিধন, কাশমীরে মুজাহিদদের অপারেশন --কততো আর্ন্তজাতিক ভাবনা আমাদের ।
তোমাকে মনে পড়ার সময় কোথায় বলো !
তুমি তো ঘরের মেয়ে । তা ও সংখ্যা য় লঘু । ধর্মে, ভাষায়, সংস্কৃতিতে, চেহারায় !
তোমাকে ভুলে গেছি কল্পনা ।
কিছু মনে করোনা প্রিয় বোন আমার । ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭৬৩ বার পঠিত
১৫টি মন্তব্য ০টি উত্তর

১. ১২ ই জুন, ২০০৬ ভোর ৫:০৬

হযবরল বলেছেন: এখন যদি ওদের স্বাধীন রাষ্ট্রের আেেন্দালন হয়, এবং ওরা স্বাধীন হয় ।তবে একদল বলবে আমরা অখন্ড বাংলাদেশ চেয়েছিলাম তাই আজ আমাদের রাজাকার বলে । কিন্তু কথা হচ্ছে কতক্ষণ আপনি রাষ্ট্রের প্রতি আনুগত্য রাখবেন। নিজের জীবনের বিনিময়ে, নিজের কৃ ষ্টির বিনিময়ে, নিজেকে বাস্তুহারা করার মধ্য দিয়ে, নিজেকে রাষ্ট্রের দাস র্পযায়ের নাগরিক বানিয়ে, সমস্ত মৌলিক অধিকার বনচ্তি করে, কতক্ষণ। ওদের সাথে সেমেটিক ঐক্যের দোহাই দেওয়া যাবে না।

'' লালসালু'' একটা বক্তব্য চোখের সামনে তুলে দিয়েছে আমাদের। এই মাটির মানুষ খুব প্রয়োজন না হলে র্ধমের ধার ধারে না। সেই জনগোষ্ঠির প্রতিনিধিত্ব কারী একটা দল, শুধু ধর্ামিক ঐক্যের দোহাই দিয়ে ; সমস্ত রকম নাগরিক আধিকার, েমৗলিক অধিকার, যোগ্যতার ভিত্তিতে র্অজিত নেতৃত্বের অধিকার, বানিজ্যের সম অধিকার (আমাদের পাট শিল্প ধ্বংসের পিছনে, পশ্চিম পাকিস্তানি শিল্পগ্রুপ গুলোর মিলে উৎপাদিত পাটের ফিনিশড গুড এর বাজার প্রতিষ্ঠার চেষ্টাই ছিল মূল কারণ। এশিয়াটিক এর বাংলাদেশের ইতিহাস পড়লে হালকায়ে জেনে যাবেন) সব বনচিত মানুষকে কি বিবেচনায় একই পতাকাতলে রাখার পণ করেছিল। এর পরও

কি বলবেন ওরা দেশপ্রেমিক ছিল? দেশ কি ? শুধু একটা ভূখন্ড ,না কি ভূখন্ডে বসবাসকরী জনগণ ?

জনগণ যেখানে গৌণ , সেখানে র্ধমের দোহাই কি হাস্যকর না।

এই মন্তব্য এর উপর কেউ বলে বসবেন না 'দ্্বিজাতি তত্ত্ব ' , এই তত্ত্ব অসম্পর্ূণ। এটা এখন বহুজাতি তত্ত্ব । বাংলাদেশের জন্মই যার প্রমাণ।



তাই কল্পনা চাকমাদের সাথে সহাবস্থানের জন্য তাদের বুকে জড়িয়ে ধরতে হবে। জিয়াউর রহমান ময়মনসিংহের (কেউ রাগ করবেন না) থেকে এবং জেল থেকে প্রচুর দাগী আসামি পর্াবত্য চট্টগ্রামে নিয়ে গিয়েছিলেন বসতি স্থাপনের জন্য। কলোনিয়াল আচরণের র্সবোচ্চ মাত্রা। এইরকম বিমাতা সুলভ আচরণ এর পর আমরা ওদের কাছ থেকে কতখানি ভাল আচরন আশা করতে পারি। শেখ মুজিব বলেছেন সবাই বাংগালি হয়ে যাও, ভয়ংকর কথা।



কল্পনা চাকমার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা।





২. ১২ ই জুন, ২০০৬ সকাল ১০:০৬

হযবরল বলেছেন: পাবলিক ভাল জিনিস খুব কম খায়। আর তেলাপিয়ার সাইজের মগজ আছে কিছু পাবলিকের এদের জন্য দরকার উল্লাস গোমেজ ।

৩. ১২ ই জুন, ২০০৬ দুপুর ১:০৬

অতিথি বলেছেন: দুই বাংলার সবথেকে ' বেশী খাওয়া' লেখকের নাম কিন্তু রসময় গুপ্ত ।

রসময় গুপ্ত উল্লাসের প্রিয় লেখকদের একজন আর উল্লাস আমার প্রিয় বন্ধুদের একজন ।

৪. ১২ ই জুন, ২০০৬ দুপুর ১:০৬

হযবরল বলেছেন: ঊল্লাসের গুপ্ত বিদ্যা আমাদের দরকার, কারণ এখানে অনেকেরই বাম হাত (মতান্তরে পা) বেশী চলে।

৫. ১২ ই জুন, ২০০৬ দুপুর ১:০৬

শুভ বলেছেন: অসাধারণ একটা পোস্ট- এই ব্যাপারটা আমাদের জন্য একটা অন্ধকার দিক।

আমরা আমাদের স্বাধীনতার আবেগের সঙ্গে যদি এটাকে মিশিয়ে দেখি, তাহলে পাকিস্তানী আমর্ীদের সঙ্গে আমাদের খুব একটা তফাৎ থাকে না!

৬. ১২ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

কনফুসিয়াস বলেছেন: ........................।

৭. ১২ ই জুন, ২০০৬ রাত ৯:০৬

অতিথি বলেছেন: আত্মপরিচয় সংকট এবং একটি তথাকথিত স্বাধীন রাষ্ট্রের নিপীড়ণ কোন মাত্রায় পৌছতে পারে তার একটি বেদনাময় নিদর্শন হলেন কল্পনা চাকমা।

জাতীয়তাবাদ স্বয়ং যে কতটা শোষণমূলক হতে পারে সেটি কল্পনার ঘটনায় স্পষ্ট প্রতীয়মান। জাতীয়তাবাদকে হবসবম কল্পিত সম্প্রদায় হিসেবেই চিহ্নিত করেন। জাতীয়তাবাদের নামে সংখ্যালঘুজাতি গোষ্ঠীর উপর নির্যাতনকে কিভাবে আধুনিক রাষ্ট্র বৈধতা দেয় এটি তারই একটি নমুনা মাত্র। বাঙ্গালী বা বাংলাদেশী জাতীয়তাবাদ বলে যা বিরাজমান তা আত্মপরিচয় নির্মাণ ঔপনিবেশিক উত্তরাধিকারের খন্ডিত অংশমাত্র।

৮. ১২ ই জুন, ২০০৬ রাত ৯:০৬

অতিথি বলেছেন: শুভ: ছোট ছোট অন্ধকার জমে জমেই আমরা আটকে গেছি গভীর অন্ধকারে । এই সব অন্ধকার যেন চোখে না পড়ে সে জন্য শাসকগোসঠী আর বেনিফিশিয়াররা নানারকম ফাজলামো ইভেন্টের আয়োজন করে ।



হযবরল:

আপনারএই বোধটা সবার জন্য খুব জরুরী-- দেশ মানে শুধু ভূ-খন্ড নয় , তার জন গনপ্রতিটি মানুষ আলাদা ভাবে । আর প্রকৃত কল্যান রাস্ট্রের মানদন্ড হলো সংখ্যালঘুর নিরাপত্তা ও অধিকার ।



শরৎ:ধন্যবাদ । বুদ্ধিবৃত্তিক মন্তব্যের জন্য ।

৯. ১২ ই জুন, ২০০৬ রাত ৯:০৬

অতিথি বলেছেন: অতি দক্ষ মিথু্যক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা, জনৈক ব্লগারের অভিমত।



আমাদের দেশের নীতি নির্ধারকরা মিথ্যায় অনেক পারদর্শী, কিন্ত ওইযে দক্ষতার অভাব। আর এ অভাবের কারণে অন্যসব দৈণ্যর সাথে যোগ হয় আরেকটা উপাধী... "ধোবিকা কুত্তা না ঘড়কা না ঘাটকা"।



কল্পনা হাইলাইটেড হয়েছিলো বলে আমরা 12ই জুনের সাথে তাঁকে জড়াতে পারছি। কিন্ত যে কল্পনারা হাইলাইটেড হয়নি, যারা উঠতি পান্ডাদের কালো লালসার স্বীকার, যাদের পরিনতি হয়েছে গলায় দড়ি কিংবা কণ্ঠে নীল বিষ, তাদের কথা আমরা ভুলেও বলিনা... বলতে চাই না।



কি জানি, বল্লে, দেখলে, শুনলে হয়তো আমাদের ও কিছু হারাবার থাকতে পারে... এই ভয় তাড়া করে ফেরে বলে!

১০. ১৩ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬

ময়ূরী বলেছেন: কালকের প্রথম আলো'র অনলাইন ভার্সনে কল্পনা চাকমার খবর পড়লাম । সত্যি কোথায় আছি আমরা? মেয়েটার আর কোনো খবরই পাওয়া যায়নি?

১১. ১৩ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬

অতিথি বলেছেন: হাসান মোরশেদ,

আমি তো আপনার ভক্ত হয়ে গেলাম।

এমন অসাধারন সব টপিক আনেন আপনি!



লেখাটা পড়ে নতুনভাবে অনুভব করলাম আমরা একাত্তর থেকে কিছুই শিখিনি।



হযবরল, হ্যাটস অফ। খুবই খুবই খুবই চমৎকার মন্তব্য, আমার মনের বোবাকান্নাগুলোই যেন আপনার মন্তব্যে খুঁজে পেলাম।



ভাষার ক্ষেত্রেও তাই,

একুশে ফেব্রুয়ারী এলে আমরা 'বাংলা', 'বাংলা' বলে লাফাই কেন?

আমদের সেই ভাইগুলোতো তো বাংলা ভাষার অধিকারের জন্য প্রাণ দেয়নি, তারা মায়ের ভাষার অধিকারের জন্য প্রাণ দিয়েছে।

চাকমা, মগ, মুরং - এই পাহাড়ীদের ভাষার অধিকারের প্রতি কি আমরা যথাযথ মর্যাদা দিচ্ছি?



ভালকথা, এই জনগোষ্ঠিদের আদিবাসী বললে আমার কেমন জানি গায়ে লাগে ...কেমন জানি মনে হয় ওদের আমরা খুব ছোট করে দেখছি ... পাহাড়ী বললেও কেমন কেমন লাগে ... আসলে কি বলা উচিৎ? কারও কোন আইডিয়া আছে?

১২. ১৩ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬

হযবরল বলেছেন: ওদের বলা উচিত ওদের গোত্রের নাম ধরে , অনকে চাকমা বলতে সব বোঝায় এটা ঠিক না। প্রত্যেকের আলাদা গোত্রের নাম ধর ডাকা উচিত।

১৩. ১৪ ই জুন, ২০০৬ রাত ১:০৬

অতিথি বলেছেন: ধুসর গোধূলী:

কল্পনা চাকমা অপ হরনের ঘটনাটা ঠিক 'উঠতি পান্ডাদের কালো লালসার শিকার' টাইপের না । ক্ষুদ্্র জন গোষ্ঠীর উপর রাস্ট্রশক্তির নির্যাতনের ধারাবাহিকতা । তবে আপনার মন্তব্যের মুল টোনটা ঠিক ।



জ্বীনের বাদশা:

আপনার মন্তব্যই প্রমান করে আপনি কতোটা মানবিক। না আমরা কিছুই শিখিনি । কেবল ভূমিকা বদল হয়েছে আমাদের । শুধু পার্বত্য চট্রগ্রাম নয়,ময়মনসিংহে, সিলেটে,উত্তর বংগে গত 35 বছর থেকেই চলছে নীরবে আদিবাসী নির্যাতন । আমরা মুল জন গোষ্ঠী বরাবরই এসব উপেক্ষা করে যাচ্ছি ।



হযবরল:

আমি কেবল একটি ঘটনা তুলে ধরেছি । ঘটনার পেছনের ঘটনা গুলো আপনি তুলে ধরেছেন ।

ধন্যবাদ ।

১৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:৩৯

মাহবুব সুমন বলেছেন: কল্পনা চাকমাকে মেরে ফেলা হয়েছিল,

হা মেরে ফেলা হয়েছিল ঠান্ডা মাথায় , প্রমান চান ? দেয়া যাবে না বা দেয়া সম্ভব না ! কিছু কিছু প্রশ্নের ু উত্তর আমরা জানি কিন্তু কি ভাবে হলো সেটা না জানাই ভালো ।

১৫. ২৩ শে মে, ২০০৮ ভোর ৪:২০

আরিফুর রহমান বলেছেন: কল্পনা চাকমাকে মেরে ফেলা হয়েছিল,

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু ব্লগার রাজিব নন, কোন ব্লগারই ইসলাম নিয়ে লিখা উচিত নয়।

লিখেছেন জেনারেশন৭১, ২৩ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫২



ইসলাম ধর্মের সবকিছু কুরানের মাঝে লেখা আছে; ইহা নিয়ে নতুন করে কিছু লেখা উচিত নয়; ইসলাম নিয়ে কোন কিছু ব্লগে লিখলে উহা কুরানের সাথে সাংঘর্ষিক হবেই হবে; কারণ,... ...বাকিটুকু পড়ুন

বিকল্প জীবন......

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৪

বিকল্প জীবন .....

এমন একটা জীবনের কথা আমরা কী ভাবতে পারি না- যে জীবনটা হবে খুব সহজ, সরল আর সাধারণ। যে জীবনে প্রয়োজনের বেশি লোভ লালসা, চাওয়া পাওয়া আর হার জিতের... ...বাকিটুকু পড়ুন

‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়’

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৯


মাস্টারমাইন্ড গভর্নর আতিউর


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ১০১ মিলিয়ন ডলার লুটের ঘটনা ধামাচাপা দেওয়ার ‘মাস্টারমাইন্ড’ তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান। তার নির্দেশনায় রিজার্ভ থেকে ওই অর্থ সরানোর পর... ...বাকিটুকু পড়ুন

=ফুলের মৌসুমে ফুলের ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৩

০১। ফুলের মৌসুমে ফুলের ছবি দিলাম। এগুলো বিভিন্ন সময়ে তুলেছিলাম। অনেক অনেক ছবি এখনো গুগল ফটোতে জমা আছে। ভাবছি আস্তে আস্তে সব ব্লগে রেখে দেব। নইলে জায়গা খালি পাবো না।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৪৪

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭

ছবিঃ আমার তোলা।

চলছে শীতকাল।
চলছে বাংলা 'মাঘ' মাস। তারিখ হচ্ছে নয়। এ বছর আমি শীতের জামা পড়ি নাই। প্রতিদিন ভোরে বাসা থেকে বের... ...বাকিটুকু পড়ুন

×