উড়ছে বাংলাভাষী এবং বাংলাদেশীদের সাইটে, লাল সবুজ যাদের জাতীয় পরিচয়।
লাল সবুজ আর চাঁদ তারা এক সাথে কেনো নয়?
নয় এ কারনে, যে ,এই চাঁদ তারা এক দানবীয় অ্লিীলতার নাম । এর গায়ে লেগে আছে হত্যা , ধর্ষন ,বর্বরতার দাগ ।এই চাঁদ তারা কে অস্বীকার করেই লাল সবুজের বাংলাদেশ ।
প্রশ্ন হতে পারে , এই সাইটে যদি ঈশ্বর নিয়ে, ধর্ম নিয়ে সব ধরনের মতামত দেয়া যায় , তাহলে একজন কেনো চাঁদতারার প্রতি তার ভালোবাসার কথা জানাতে পারবেনা ?
পারবেনা এই কারনে যে, ধর্মনিয়ে সমালোচনা করলে , এমনকি ঈশ্বর , আল্লাহ কে অস্বীকার করলে ও এটা কোনো ক্রাইম নয় (অন্তত : এই ইহলোকে) । কিন্তু পাকিস্তান নামের ওই দানব রাস্ট্র আর তার চাঁদতারা কে সমর্থন জানালে , সেটা ক্রাইম --একটা গনহত্যা , ধর্ষন আর বর্বরতাকে সমর্থন ।(অন্তত : যতদিন ওরা ক্ষমা চায়নি) ।
কর্তৃপক্ষ কি এর দায়ভার এড়াতে পারেন?
নাকি নিরপেক্ষতার দোহাই দেবেন?
নিরপেক্ষতা মানে কি ধর্মে ও থাকা , জিরাফে ও থাকা? এরশাদের মতো কবিতা ও লিখা, মিছিলে ট্রাক ও তোলা? নিরপেক্ষ হলে কি মিনিমাম এথিকস টুকু ও ভূলে যেতে হয়?
নাকি এসব নিয়ে আপনাদের কোনো এথিকসই নেই?
না থাকলে আর কি করা? লাল সবুজের ক্ষমতায় চাঁদতারার জারজেরা । কি আর করতে পারছি?
ধর্মের নামে , সভ্যতার নামে, রাজনীতির নামে শূয়োরের বাচ্ছা রা জিতে যাচ্ছে । তবু সবাইতো আর শুয়োরের বাচছাদের সাথে স হবাস করেনা ।
আমি অন্য কাউকে প্ররোচিত করবোনা । শুধু নিজেকে প্রত্যাহার করে নেবো ।
চাঁদ তারাকে ভালোবাসার আহবান শোনা যায় যেখানে, সেখানে আমার পোষাবেনা ।
প্রতিনিয়ত আপোষ করে বেঁচে থাকি কিন্তু শয়তানের কাছে আত্না বন্ধক দেইনি এখনো ।
সংযুক্তি : এর মধ্যে দেখলাম ও ই পোষ্ট প্রথম পাতায় নিষিদ্ধ করা হয়েছে । ধন্যবাদ । এতটুকুই কি যথেষ্ট? ও ই পোস্ট এবং তার লেখককে নিষিদ্ধ করেন , যদি সত্যি বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের প্রতি আপনাদের কোনো কমিটমেন্ট থাকে ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৬ রাত ৮:১০