আপনারা যারা নিয়মিত আমার ব্লগ পড়েন, তারা হয়তো দেখে থাকবেন, আমার লেখার ক্যাপশনে ইদানীং (রাজাকারমুক্ত চিন্তার দিগন্ত) কথাটা যোগ করতে। এর একটা সংগত কারণ আছে। তার পটভূমি হিসেবে বলতে পারি, আপনারা যারা আমেরিকান মুভি দেখেন, খেয়াল করে দেখবেন তাতে দর্শকদের বয়স অনুযায়ী রেটিংএর ব্যবস্থা থাকে। বিশেষত: প্রাপ্তবয়স্কদের ছবি দেখে শিশুরা যাতে অকালপক্ক না হয়। আমি "রাজাকারমুক্ত চিন্তার দিগন্ত" কথাটা যোগ করে পাঠকদের সতর্ক করে দিতে চাচ্ছি যারা জামাত-শিবির ও মওদুদী চিন্তার অনুসারী তারা এই ক্যাপশন দেখে যাতে লেখাটা না পড়েন। কারণ, লেখাটা তাদের বালসুলভ শিশু মনের উপযোগী নয়। এতে খামাখা যোগ দিবে মানসিক পীড়ন, অস্থিরতা, আক্রোশ, বিড়বিড়ানো, রগকাটার মতো মতিচ্ছন্ন আচরণ।
আশা করি, শিবির-জামাতী ও নব্য রাজাকাররা রেটিং সম্পর্কে না জেনে থাকলে আমার লেখা পড়ে তারা বুঝতে পারবেন এবং আমার লেখা পড়া থেকে বিরত থাকবেন। কারন, আমার লেখা যত পড়বেন ততই তাদের মানসিক অসুস্থতা বাড়বে। আমার লেখার মন্তব্যের সেকশনে দেখলে সাধারণ পাঠকরাও তা বুঝতে পারবেন। রাজাকারমুক্ত চিন্তার দিগন্তে তাই শিবির-রাজাকারদের প্রবেশ নিষেধ তাদের মানসিক স্বাস্থের সার্থে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০